নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

একটি পারমানবিক হিসাব ও আমাদের উন্নয়ন

২১ শে মে, ২০২২ রাত ১১:৩০



রাশিয়ান ঋন ৯১০০০ কোটি টাকা, সরকারের নিজস্ব অর্থায়ন ১৩০০০ কোটি টাকা। মোট প্রকল্প ব্যয় ১০৪০০০ কোটি টাকা। সাথে তিরিশ বছরে পরিশোধ্য ঋনের সুদ ৬৯০০০ কোটি টাকা। নীট খরচ ১৭৩০০০ কোটি টাকা।

আরো আছে.....
পারমানবিক বর্জ্য কে বা কাহারা ব্যবস্থাপনা করবে সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নাকি হয় নাই। রাশিয়ান ভাইয়েরা যদি বর্জ্য ফেরত নেয়, নিশ্চিত তার জন্য তাদের আরো টাকা দিতে হবে। সেটা কত আমার কোন ধারনা নাই। তবে এ প্রকল্পের সব হিসাব ই হাজার কোটি টাকায়। কয়েক হাজার কোটি তো হবেই।

তবে কিনা রাশিয়ান সংবিধানে নাকি অন্য কোন দেশে ব্যবহৃত পারমানবিক প্রকল্পের বর্জ্য ফেরত নেয়ার নিয়ম নাই। আমাদের শক্ত বিদেশ মন্ত্রনালয়ের যা যোগ্যতা তাতে তারা রাশিয়ার সংবিধান পরিবর্তন করতে পারবেন বলে বিশেষ আস্থা পাই না।

যদি বর্জ্য ফেরত দিতে না পারি তবে তা আগামী কয়েকশত বছর পর্যন্ত আমাদের ই রক্ষনাবেক্ষন করা লাগবে। আমাদের কর্মকর্তাদের যে সাগরসম সরকারী টাকা খরচের হৃদয় তাতে বর্জ রক্ষনাবেক্ষন ব্যয় লক্ষ্য কোটি টাকা ছাড়িয়ে যাওয়া কোন অবাস্তব বিষয় নয়।

এর পরে আছে নিরাপত্তা খরচ, এ পারমানবিক প্রকল্প ঘিরে উন্নত সামরিক ও প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। টেকনিকা ব্যপারে তো আমার তেমন ধারনা নেই, সামরিক নিরাপত্তায় আরো খরচ কয়েক বিলিয়ন। সামরিক সরঞ্জাম ও রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে হয়ত।

এবার আসি এ প্রকল্পের পরিবেশগত ক্ষতির ব্যপারে। ক্ষতির ব্যপারে একটা নাকি সমীক্ষা হয়েছিল কোন কালে, সে ব্যপারে কোন উন্মুক্ত মঞ্চে আলোচনা তো হয় নি, এমন কি প্রকাশ হয়েছে বলেও শুনিনি।

এ তো গেল ভালর ভাল.....
আল্লাহ না করুক, এ প্রকল্পে যদি কোন দুর্ঘটনা ঘটে তবে পরিবেশ, বাস্তু, ফসল, খাদ্য ও পানির উপর যে প্রভাব পরবে তা টাকার অংকে কত সে ব্যপারে আমাদের বিশেষ ভাবে অজ্ঞ সরকারী কর্মকর্তা ও নেতাদের কোন হিসেব নিকেশ আছে বলে মনে হয় না। যদিও বালিশ তোলার খরচের হিসাব তারা পাক্কা জানেন।

খরচের পালা শেষ, এবার আয়ের পালা......
এতদিনে এইটুকু বুঝেছি লাভ করতে হলে পন্য কিনে বা উতপাদনে লাভ করা না গেলে, বিক্রি করে বিশেষ একটা লাভ করা যায় না। আমাদের সম্ভাব্য উৎপাদন খরচ নাকি প্রতি কিলোওয়াট ৫৫০০ ডলার। সে তো গেল যদি স্থাপন ব্যয় ১৭৩০০০ কোটি টাকার মধ্যে থাকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শেষ পর্যন্ত প্রতি কিলোওয়াট উৎপাদন খরচ যদি ১০০০০ ডলারের মদ্ধ্যে থাকে তো আল্লাহর বিশেষ কৃপা।

তামিলনাড়ুতে নাকি ভারত একটা প্লান্ট ভারত রাশিয়ান ভাইদের সহযোগিতায় ২০০৬ সালে চালু করেছিল। সেখানে প্রতি কিলোওয়াট খরচ ২৫০০ ডলার। সেই প্রকল্প এখন বাংলাদেশের প্রকল্পের সাথেই সমসাময়িক সময়ে এক্সটেনশন চলছে। নতুন প্লান্টে কিলোওয়াট খরচ ধরা হয়েছে ৩৫০০ ডলার।

মাশাআল্লাহ আমারা অনেক এগিয়ে।

প্রথম প্রকল্প শেষ করার আগেই আমরা দ্বিতীয় পারমানবিক প্রকল্প নিয়ে চিন্তা শুরু করেছি। মনে হচ্ছে প্রথম প্রকল্প থেকে আমাদের প্রচুর লাভ হচ্ছে।

একটা ১০০০ টাকার বালিশ যদি ৫০০০ টাকায় বিক্রি হয় (যদিও আরো বেশি), ১৮০০০ টাকার শোকেস যদি ৯০০০০ হাজার টাকায় বিক্রি হয় তো লাভ ৪০০%। অনেক লাভ। বালিশ কেনার প্রকল্পটি ১৭৩০০০ কোটি টাকার মধ্যে মাত্র ২৫ কোটি টাকার কাজ। তাতে ২০ কোটি লাভ। চেনা বালিশে যদি এত লাভ হয় তো অচেনা পারমানবিক কনায় যে কত লাভ তা আন্দাজ করা আমার সামর্থের বাইরে।

যাই হোক আমরা পারমানবিক জাতীতে উন্নিত হচ্ছি, খুব লাভ করছি। ভবিষ্যতে আমাদের পাড়ায় পাড়ায় রিয়াক্টর বসবে। অনেক লাভ হবে। যদি কোন দুর্ঘটনা ঘটে আমরা ফ্রি তেজস্ক্রিয়া খাব আর ওনারা তখন টেমস নদীর তীরে হাওয়া খাবেন।

যাই হোক আমি এখন ঢাকার ক্যালিফোর্নিইয়ায় আছি সেটাই বা কম কিসে?

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ রাত ১১:৪১

কলাবাগান১ বলেছেন: "বাংলাদেশের মানুষজন কবেইবা কোন বিষয়টাকে পজিটিভলি দেখেছে"
Hole Seeking Bangladeshis

২১ শে মে, ২০২২ রাত ১১:৫০

খাঁজা বাবা বলেছেন: লিংকের লেখা পড়লাম।
আসলেই অনেক কিছুই পজেটিভলি নেয়া যায় না। আমিও পাড়ি না।
একই প্রযেক্ট ভারতে খরচ ৩৫০০, আমাদের ৫৫০০।
আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে দামী রাস্তা গুলো হচ্ছে অথচ বছর না যেতেই ডেবে যাচ্ছে।
পৃথিবীর দামী বালিশ, ফার্নিচার আমাদের দেশে কেনা হচ্ছে।
আপনার এগুলো ভাল লাগতে পারে। ভাবতে পারেন আমার কি আমার তো যাচ্ছে না। আসলে আপনার ই যাচ্ছে।

পজেটিভ থাকা ভাল। অন্ধত্ব ভাল না। :)

২| ২১ শে মে, ২০২২ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:



কোন নদী থেকে পানি নেয়া হবে? রাশিয়ান টেকনোলোজী কেনাটা বড় ধরণের ভুল হয়েছে?

২১ শে মে, ২০২২ রাত ১১:৫১

খাঁজা বাবা বলেছেন: টেকনোলজি তো পরে, আমাদের পারমানবিক প্রকল্পে যাওয়াই হয়ত ঠিক হয়নি।
বর্জ্য ব্যবস্থাপনা এখনো চুড়ান্ত হয়নি।

৩| ২১ শে মে, ২০২২ রাত ১১:৫৫

সোনাগাজী বলেছেন:



এসব বজ্য প্রসেসিং করার মতো কর্পোরেশন আছে, তবে বাংলাদেশের জন্য দামী হবে।

২১ শে মে, ২০২২ রাত ১১:৫৮

খাঁজা বাবা বলেছেন: ইউরোপের কিছু কম্পানি বর্জ্য নিয়ে আবার রিফাইন করে জ্বালানি রড তৈরি করে।
তবে ওরা কতটুকি কি নেয় আমার বিস্তারিত জানা নেই।

৪| ২২ শে মে, ২০২২ রাত ১২:১০

শূন্য সারমর্ম বলেছেন:

সরকারের উন্নয়নে দেশ স্বর্গ হলেও, দুর্ঘটনায় রেডিয়েশন শুরু হলে সব উন্নয়ন কর্পূরের ন্যায় উড়ে যাবে ;মনে হচ্ছে, প্রতিটি ইউনিয়ন লেভেলে প্রকল্প দরকার।

২২ শে মে, ২০২২ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: আমরা সর্বশেষ জাপানের ফুকিশিমা দেস্খেছি।
দশতলা ভবনে আগুন লাগলে তাই নেভানোর ব্যবস্থা আমাদের নেই।

৫| ২২ শে মে, ২০২২ রাত ১২:৩১

জ্যাকেল বলেছেন: জনগণের জন্য সরকার ভাবছে না। তাই বালিশ কেনা যাচ্ছে ৫ লক্ষ টাকায়। এদের থেকে ভাল কিছু আশা করার সুযোগ নাই।

২২ শে মে, ২০২২ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: :(

৬| ২২ শে মে, ২০২২ রাত ১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
টেকনোলজি বিরোধিতা উন্নয়ন বিরোধিতা বিজ্ঞান অনিচ্ছুক জাতীর একটা রোগ।
এরা নাসার চন্দ্র অভিযানকে বানোয়াট মিথ্যা মনে করে, কিন্তু সায়েদির চাঁদে গমনকে বিশ্বাস করে।
একসময়ে দেশ ইন্টারনেটের মত দরকারি জিনিষও নিতে চায় নি। বলা হয়েছিল দেশে কম্পিউটার আছে অল্প হাতেগোনা কয়েকটা। এর জন্য এত খরচ করে ইন্টারনেটের নেওয়ার দরকারটা কি, লস প্রজেক্ট।

পরে বিদেশী এজেন্সি মার্কেট বাড়াতে ফ্রীতে সাবমেরিন কেবল কানেক্সান অফার করেছিল, সেটাও বলা হছিল আকাইম্মা জিনিষ।
আমগোরে মদন পাইছো? মাগানা দিয়া তথ্য পাচার করতে চাও?

২২ শে মে, ২০২২ সকাল ৯:৩২

খাঁজা বাবা বলেছেন: আপনার কমেন্ট পড়ে আমার হাসান মাহমুদ সাহেবের কথা মনে পড়ে গেল।
:)

৭| ২২ শে মে, ২০২২ ভোর ৪:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: যেখানে
মেগা সিটি ঢাকা র পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই,সেখানে পারমাণবিক বর্জ্য !?
অন্য বিষয় নাই বা বললাম

২২ শে মে, ২০২২ সকাল ৯:২৭

খাঁজা বাবা বলেছেন: :(

৮| ২২ শে মে, ২০২২ সকাল ৯:০৯

বিটপি বলেছেন: কলাবাগান ১, বঙ্গবন্ধু ১ নামক ঘোড়ার ডিম ফুটে এ পর্যন্ত ক'টা বাচ্চা বেড়িয়েছে?

২২ শে মে, ২০২২ সকাল ৯:৩০

খাঁজা বাবা বলেছেন: সেটা নিয়েও হয়ত একটা পোষ্ট লিখব,
খরচ ৩০০০ কোটি, ৭ বছরে খরচ উঠে আসবে।
চার বছরে মোট আয় ৩০০ কোটি বলা হচ্ছে।
লাইফটাইম ১৫ বছর।

৯| ২২ শে মে, ২০২২ সকাল ৯:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ এমন দলকানা হয় কি করে?

২২ শে মে, ২০২২ সকাল ১০:০৭

খাঁজা বাবা বলেছেন: :)

১০| ২২ শে মে, ২০২২ সকাল ৯:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যেনারা দেশের জন্য কান্দিয়া কান্দিয়া বুক ভাষাইতিয়াছেন তেনারা কেউ কিন্তু দেশে নেই; দেশের মাথায় কাঠাল ভাঙ্গিয়া বিদেশে বইসা বইসা খাইতিয়াছেন! :(

২২ শে মে, ২০২২ সকাল ১০:০৬

খাঁজা বাবা বলেছেন: দেশে বা দেশের বাইরে যারা আছেন, সবারই দেশের জন্য ভালবাসা থাকা উচিত। :)

১১| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৩৩

জুল ভার্ন বলেছেন: "রোল মডেল" হতে হলে এভাবেই ঝুঁকি নিতে হয়। আর ঝুঁকি না নিলে "ইউরোপ-আমেরিকা অবাক বিস্ময়ে তাকিয়ে" দেখবেটা কী!

২২ শে মে, ২০২২ সকাল ১১:৪৫

খাঁজা বাবা বলেছেন: আমরা কি ভাল কিছুর রোল মডেল হচ্ছি?

১২| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৩৮

কলাবাগান১ বলেছেন: যে স্যাটেলাইট বানান করতে তিনবার কলম ভাংবে, সে কিভাবে বুঝবে একটা দেশের জন্য স্যাটেলাইট এর ইমপ্লিকেশন।

এই মাত্র খবর পেলাম জামাতি ওয়েব সাইটে: এ্যাপোলো ১১ দিয়ে চাদে যেতে নাকি নাসা কোন লাভই করতে পারে না..উপরন্ত ১০ বিলিয়ন ডলার লস করেছে আমেরিকার সরকার। লাভ হবে বলে নাকি আশা দিয়েছিল। তাই এখন লাভ না হওয়াতে সব এ্যাপোলো মিশন বন্ধ করে দেওয়া হয়েছে।

২২ শে মে, ২০২২ দুপুর ১২:৩৩

খাঁজা বাবা বলেছেন: এই সরকারের অনেক এম পি মন্ত্রী বলেছিলেন স্যাটেলাইট দিয়ে আমরা ঘুর্নীঝড় থামিয়ে দিয়েছি।

১৩| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৫২

কলাবাগান১ বলেছেন: বঙ্গবন্ধু নামটাই হল জামাতি-রাজাকার দের মুখে চপোটাঘাত, তাই তারা এই নাম শুনলেই দিশেহারা হয়ে কমেন্ট করা আরম্ভ করে.. কিছুকেই টাকা লাভ/লোকসান দিয়ে বিচার করে... এরাই খালি চোখে চাদে মানুষ দেখে

২২ শে মে, ২০২২ দুপুর ১২:৩৪

খাঁজা বাবা বলেছেন: আপনি অনেক উদার, লাভ লস হিসাব করেন না। :)

১৪| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:০৫

জ্যাকেল বলেছেন: যেই দেশে বালিশ দুর্নিতির মত ব্যাপার যাচ্ছেতাই সেই দেশ যে উন্নত হইবার মত কোন সুযোগ রাখে না তাহা নিশ্চয়ই।

২২ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

খাঁজা বাবা বলেছেন: কমেন্টে অনেকের উদারতা দেখে হাসব না কাদব বুঝতে পারছি না :(

১৫| ২২ শে মে, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: দেশের উন্নয়নের চেয়ে সবচেয়ে বেশি ওদের উন্নয়ন হয়েছে। রাজনীবিদ এবং তাদের ছাত্রছায়া থাকা লোকজনের।

২২ শে মে, ২০২২ দুপুর ১:৪০

খাঁজা বাবা বলেছেন: জ্বি অবশ্যই দেশের উন্নয়ন হয়েছে। তবে ওদের উন্নয়ন বেশি হয়েছে।
আর ওদের উন্নয়ন করতে গিয়ে দেশের বোঝা বেড়েছে।

১৬| ২২ শে মে, ২০২২ দুপুর ২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: টেকসই উন্নয়ন নেই দেশে, তবুও ভালয় ভালয় সব শেষ হোক।

২২ শে মে, ২০২২ দুপুর ২:৩৯

খাঁজা বাবা বলেছেন: জ্বি সেটাই আশা করছি। :)

১৭| ২২ শে মে, ২০২২ বিকাল ৪:১১

রানার ব্লগ বলেছেন: চিন্তা করবেন না সরকার পরিবর্তন হলেই ইহা বড্ড লাভজনক প্রজেক্ট হইয়া যাইবে !!!

২২ শে মে, ২০২২ বিকাল ৪:২৮

খাঁজা বাবা বলেছেন: দুর্নীতি বন্ধ না হলে কিছুই লাভজনক হবে না।
এই প্রকল্পটি লাভজনক হলে হিসাব সহ বুঝিয়ে দিন।
ধন্যবাদ। :)

১৮| ২২ শে মে, ২০২২ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩ শে মে, ২০২২ সকাল ৯:৩৭

খাঁজা বাবা বলেছেন: :||

১৯| ২২ শে মে, ২০২২ রাত ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: দুর্নীতি!! আপনি জানেন না দুর্নীতির সংগা সরকার ভেদে পরিবর্তন হয়।

২৩ শে মে, ২০২২ সকাল ১০:২৭

খাঁজা বাবা বলেছেন: আইন ভেদে পরিবর্তন হতে পারে, সরকার ভেদেও হয় নাকি?
জানতাম না। :|

২০| ২৩ শে মে, ২০২২ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: উফ !!! আপনি সেই লেবেলের ইনোসেন্ট !!!!

২৩ শে মে, ২০২২ সকাল ১১:৫৬

খাঁজা বাবা বলেছেন: বুঝতে পেরেছি। কিছুটা রিলেট করতে পারছই।
সরকার পরিবর্তনের সাথে গনভবন কিভাবে ব্যক্তিগত বাড়ি হয়, ব্যক্তিগত বাড়ি কিভাবে সরকারী সম্পত্তি হয়, কিভাবে মামলা সংসদে আইন পাশ করে বাতিল হয়ে যায় আপনি সেগুলো বুঝাতে চাচ্ছেন।
দেরিতে বোঝার জন্য দুঃখিত। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.