নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

টাকা পাচার রোধে আমার সহজ ভাবনা

২৩ শে মে, ২০২২ দুপুর ১:২৪



আমরা দেখছি তৃতীয় বিশ্ব থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কর্মকর্তারা তাদের কালোটাকা উন্নতবিশ্বে পাচার করেন। পাচার করার প্রধান কারন দেশে তাদের এই কালো টাকার নিরাপত্তাহীনতা ও উন্নত বিশ্বে তাদের সম্পদের আইনানুক নিরাপত্তা।

এই পাচারের ফলে গরিব দেশের অর্থনীতি আরো চাপে পড়ছে। যার মধ্যে আমাদের বাংলাদেশ ও অন্যতম। কারো কারো মতে বছরে বাংলাদেশ থেকে ৭০ হাজার থেকে ১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। টাকা তো আর সরাসরি পাচার হয়না, টাকার পরিবর্তে বৈদেশিক মুদ্রা পাচার হয়, যা আরো বেশি ক্ষতিকর। আমরা এই পাচার থামাতে পারছি না, অথবা চেষ্টা করছি না। কিন্তু থামানো উচিত।

এই সমস্যা সমাধানে আমার চিন্তায় ২টা বিষ্য এসেছে।
১। একটি সিক্রেট ব্যাংক প্রতিষ্টা করা, যেখানে টাকা রাখলে সরকার তো দূরের কথা এলিয়েন ও জানতে পারবে না কার কত টাকা আছে। সরকার বা আদালত চাইলে এই ব্যাংকে কার কত টাকা আছে তা দেখতে পারবে না। জব্দ ও করতে পারবে না।
এই সুবিধা থাকলে কারো আর টাকা বিদেশে পাঠানো লাগবে না। টাকা পাচার কমে যাবে।

২। বাংলাদেশের কোন একটি দ্বীপকে ফ্রি জোন ঘোষনা করা যেতে পারে। সেখানে যে কেউ বিনা ভিসায় এসে থাকতে পারবে বা তার টাকা সেখানকার ব্যাংকে জমা রাখতে পারবে। সরকার বা অন্য কেউ কারো টাকার হিসাব জানতে পারবে না বা জব্দ করতে পারবে না।
এতে আমাদের দেশের কালো টাকাও মানুষ সেখানে রাখবে, সাথে পৃথিবীর অন্যান্য দেশে থেকেও কালো টাকার মালিকরা সেখানে ছুটে আসবে তাদের টাকা জমা রাখার জন্য বা নিরাপদে বাস করার জন্য।

এখন যেমন মানুষ কানাডার বেগম পাড়ায় যায়, তখন মানুষ এই দ্বীপে যাবে। এখানে মানুষ শুধু টাকা খরচ করবে আরামে আয়েশে থাকবে।
এতে আমদের দেশে প্রচুর বিদেশি টাকা ঢুকবে, সাথে বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রায় ফুলে ফেপে উঠবে।

এই ফ্রি জোনের জন্য কিছু স্পেশাল আইন করতে হবে। এখানে অপরাধীরা আসলেও এখানে যাতে কোন অপ্রাধ করতে না পারে সেটা কঠোর ভাবে দেখতে হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মজার ভাবনা। :D

২৩ শে মে, ২০২২ দুপুর ১:৩৬

খাঁজা বাবা বলেছেন: কিছু টেকনিক্যাল বিষয় সমাধান করা গেলে কার্যকর ও হবে বিষয়টা। :D

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:৫৫

জুল ভার্ন বলেছেন: টাকা পাচার বন্ধ করতে সরকারের সদ্বইচ্ছাই যথেষ্ট।

২৩ শে মে, ২০২২ দুপুর ২:০০

খাঁজা বাবা বলেছেন: সম্পদ সবসময় নিরাপত্তার দিকে ছোটে।
অবৈধ সম্পদের নিরাপত্তা একটু বেশিই প্রয়োজন।
সরকারের ইচ্ছা হয়ত পাচার কমাতে পারে কিন্তু বন্ধ করতে পারবে না।
আর সরকারী লোকজন ই তো বেশি পাচার করে।

কিন্তু পাচারের গন্তব্যটা আমরা ঘুরিয়ে দিতে পারলে অন্যান্য দেশের টাকাও আমাদের দেশে আসবে।

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: টাকা পাচার হোক, এটা সরকার চায়। চায় বলেই সেটা হচ্ছে।
একজন চোর বা ছিনতাইকাআরী ধরার চেয়ে একজন দূর্নীতিবাজ ধরা সবচেয়ে সহজ।

২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪১

খাঁজা বাবা বলেছেন: যেহেতু আমরা ধরছি না, সেহেতু দেশের টাকা দেশে রাখার একটা ব্যবস্থা করা যেতে পারে।

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ১ নম্বরে যা বলেন ,তা কি বুঝে বলেছেন ?
[পাচার করে বিদেশে আমোদ ফুর্তির জন্য ,পাঠাতেই যদি না পারে, জমা করে কি করবে !?]

২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪৩

খাঁজা বাবা বলেছেন: একটা মানুষ বা পরিবারের সারা জীবন আমোদ ফুর্তি করতে কত টাকা লাগে?
ব্যবসায়ীরা টাকা পাচার করে নিরাপত্তার অভাবে আর দূর্নীতিবাজ পাচার করে লুকানোর জন্য।
আমোদ ফুর্তি করতে বেশি টাকা লাগে না।

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


ভাবের দিক থেকে চিন্তা করলে,[ বেগমপাড়ায় বাড়ি, সুইসব্যাংকের টাকা কখনো নির্জন দ্বীপ,গোপন ব্যাংকের ধারে কাছেও আসবে না।

২৩ শে মে, ২০২২ দুপুর ২:৪৭

খাঁজা বাবা বলেছেন: কালো টাকার একটা বড় গন্তব্য দুবাই, ক্যানাডা, মালয়েশিয়া ও ইউরোপের দেশ গুলি।
আমাদের দেশের মানুষ টাকা না রাখলেও বিদেশিরা অবশ্যই আসবে টাকা রাখতে।
৪/৫ বর্গ কিলোমিটারের একটা দ্বীপ যখন শত শত মিলিয়নিয়ার এর বাসস্থান হবে তখন তা সিংগাপুরের চেয়ে কম কিছু হবে না।
আমোদ প্রমোদ নিরাপত্তা সব থাকবে সেখানে।

৬| ২৩ শে মে, ২০২২ রাত ১০:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম ব্যংক একমাত্র সুইজারল্যান্ডে আছে।

২৪ শে মে, ২০২২ সকাল ৯:১৫

খাঁজা বাবা বলেছেন: জ্বি, বাংলাদেশেও হতে পারে। :)

৭| ২৩ শে মে, ২০২২ রাত ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: খাঁজা বাবা,




আইডিয়াটা খারাপ নয়। বঙ্গোপসাগরে অনেক দ্বীপ আছে এবং নতুন নতুন চর জাগছে। এরকম একটা দ্বীপ খুঁজে পাওয়া কষ্টকর নয়। :) সরকার এরকম একটা "মেগা-গিগা প্রজেক্ট" নিতে পারে যেখানে সরকারকে হাযার কোটি টাকা ঋন করে আনতে হবেনা মোটেও। শুধু জমি দখলদারদের লা্গিয়ে দিতে হবে চর দখল করতে। ;) টাকা পাচারের সাথে জড়িত ডজনখানেক ব্যাংককে বলতে হবে সেখানে নতুন নামে ব্যাংক খুলতে :-* । রাতের স্বর্গ মার্কা গুলশান বনানীর হোটেলগুলোকে সেখানে অবাধে ব্যবসা চালাতে দিতে হবে :D । ক্যাসিনো সম্রাটের মতো রাজা-বাদশা-উজিরদেরও ক্যাসিনো খোলার লাইসেন্স দিতে হবে :P ।এয়ার লাইন'সগুলোকে বলতে হবে মেইনল্যান্ড থেকে ঐ দ্বীপ পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস চালু করতে B-) । ব্যাস......... তা হলেই জমজমাট। সব মিলে সে দ্বীপ বা চরখানা লাস্যময়ী- হাস্যময়ী হয়ে সারারাত - দিন সমুদ্রের আকাশ- বাতাসকে আলোকিত করে রাখবে। আকাশ থেকে মনে হবে সত্যই সত্যিই দেশ দুবাই বা সিঙ্গাপুর হয়ে গেছে :-P । দুর্জনদের মুখ বন্ধ হবে তখন :((
সরকারের একটি টাকাও লাগানোর দরকার নেই। টাকা পাচার না হয়ে ওখানে লগ্নি হবে। দেশ একটা্ দুবাই বা সিঙ্গাপুর পাবে ফ্রিতে। এতে আমজনতাও গর্বে বুক ফুলাতে পারবে। সবারই লাভেরে লাভ। =p~


২৪ শে মে, ২০২২ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: হ্যাঁ, সাথে বিদেশ থেকে প্রচুর ডলার আসবে, ব্যাংক গুলি ফুলে ফেপে উঠবে।
আমাদের আর ডলারের সংকট থাকবে না।

৮| ২৪ শে মে, ২০২২ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: দেশ তো অনেক আগেই সুইজারল্যান্ড হয়ে গেছে, ঐ দেশের মত একটা ব্যাংক থাকলে মন্দ হয় না।

২৪ শে মে, ২০২২ সকাল ৯:২০

খাঁজা বাবা বলেছেন: জ্বি, B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.