নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

আমাদের সংবাদ মাধ্যমঃ অন্ধ, বধির, বোবা?

২০ শে জুন, ২০২২ রাত ৯:৪০



সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা। দেশিয় ও আন্তর্জাতিক গনমাধ্যমে ব্যপারটি গুরুত্ব পেয়েছে। বন্যার ভয়াবহতায় বাংলাদেশে এ পর্যন্ত কম পক্ষে ২৫ জন মারা গেছেন। আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদটি এলেও বাংলাদেশের কোন গনমাধ্যম এ সংবাদ প্রকাশ করেনি।



আলজাজিরা, এন ডি টিভি, গার্ডিয়ানের মত মিডিয়া এ সংবাদ পেয়েছে। কিন্তু এদেশে বসে এ দেশের কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক কি এ সংবাদ পায় নি? নাকি তাদের তাত বেধে রাখা হয়েছে এ সংবাদ যাতে না প্রকাশ পায়? আমাদের সংবাদ পত্র কি আদৌ নিজে থেকে কিছু লিখতে পারে?



এ কি পদ্মাসেতু উদ্বোধন ইফেক্ট?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২২ রাত ১০:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিছু বললেই সেটা ধন্বন্তরি সত্য হয়ে যায় না।
আল জাজিরা বিবিসি এখন আর নিরপেক্ষ সংবাদ মাধ্যম নয়।
কিছুদিন আগে জাজিরা একটি ভুয়া প্রতিবেদন অশ্বডিম্ব প্রসব করেছিল। কিন্তু ভাত পায়নি।
২০১৩ তে মাসের পর মাস ৩০০০ হেফাজতি হত্যা গুম এর ভুয়া প্রতিবেদন প্রচার করে যাচ্ছিল পরে যা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

পৃথিবীর সবচেয়ে জঘন্য জিনিস হচ্ছে লাশের রাজনীতি।

২০ শে জুন, ২০২২ রাত ১০:৪৩

খাঁজা বাবা বলেছেন: এন ডি টিভি ও লিখেছে।
আপনি কি বলেন, এগুলো ভুয়া খবর?

২| ২১ শে জুন, ২০২২ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সংবাদ পত্র স্বাধীন নয়। তাঁরা ইচ্ছা করলেই সত্যটা প্রকাশ করতে পারে না।

২১ শে জুন, ২০২২ সকাল ৯:০২

খাঁজা বাবা বলেছেন: সামান্য এই ব্যপারেও সরকারের হাত ঢুকানো লাগবে? সরকার এতই দূর্বল?

৩| ২১ শে জুন, ২০২২ রাত ১২:৪৬

ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশ সম্পর্কে দুনিয়ার সব নিউজ এজেন্সিগুলোই ফেইক নিউজ করে। আপনি একমাত্র আম্রিকা থেকে প্রচারিত এইচ কে মিডিয়াকে ফলো করবেন সঠিক নিউজের জন্য। =p~

২১ শে জুন, ২০২২ সকাল ৯:০৩

খাঁজা বাবা বলেছেন: লিংক দেন ভাই, এখনি ফলো করতাছি। B-))

৪| ২১ শে জুন, ২০২২ সকাল ৯:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিডিয়া সরকার নিয়ন্ত্রিত। সঠিক খবর কখনই পাওয়া যাবেনা।

২১ শে জুন, ২০২২ সকাল ১১:১৯

খাঁজা বাবা বলেছেন: ৭১ বা ৭৪ সালেও মিডিয়ার এমন অবস্থা ছিল কিনা সন্দেহ।

৫| ২১ শে জুন, ২০২২ সকাল ১১:৩৮

রায়হান চৌঃ বলেছেন: সাংবাদ পত্র / সম্পাদকের ঘাঁড়ে রাজনীতি
................. তাই .................
তাই আমরা "চটি" লিখতেই ভালোবাসি

২১ শে জুন, ২০২২ দুপুর ২:৫৯

খাঁজা বাবা বলেছেন: কোন সংবাদ পত্র কথা না শুনলে বিজ্ঞাপন দাতাদের হুমকি দিয়ে সংবাদ পত্রের আয় বন্ধ করে দেয়া হয়।
তারাও নিরুপায়।
তার উপর নিত্তনতুন আইনের মারপ্যাচ।

৬| ২১ শে জুন, ২০২২ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: আমি সংবাদপত্র পড়া ছেড়েই দিয়েছি সেই সাথে খবর দেখাও !! এখন আর এর কোনটাই বিশ্বাসযোগ্য নয় !!! আল জাজিরা কে বিশ্বাস করার কিছুই নাই ।

সিলেটে যে ভয়াবহ বন্যা হচ্ছে ইহা সত্য !!! মানুষ বিপদে আছে ইহাও সত্য !! সবাই যার যার মাধ্যমে চেষ্টা করছেন। সাহায্য করছেন এটাও সত্য। কিছু লোক ৫ টাকার ভাড়া ১৫০০ টাকা চাচ্ছেন এটাও সত্য। কিছুকিছু জনপ্রতিনিধি তামাসা করছেন এটাও সত্য । গতোকাল একজন মেম্বার তার কাছে পৌছানো ১৫০০ জনের জন্য পাঠানো ৬৫০ কেজি চাল ফেরত পাঠিয়েছেন ত্রান অপ্রতুলতার জন্য ইহাও সত্য ।

মানুষ মৃত্যুর খবর ভাই পাই নাই । ২৫ জন মারা গেলে তা চেপে রাখার মতো কোন বিষয় না।

২১ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৭

খাঁজা বাবা বলেছেন: বিদেশী কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সবাই কি মিথ্যা খবর দিয়েছে?
সরকার বা কেউ এখনো এ সংবাদ প্রত্যাখ্যান করেনি।

৭| ২৮ শে জুন, ২০২২ সকাল ১০:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্যি দু:খজনক । মানুষের লোভ আমাকে হতাশ করে । সামান্য স্বার্থের জন্য সত্যকে উপেক্ষা করে যায় । শুভ ব্লগিং, ভাল থাকুন ।

২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৪

খাঁজা বাবা বলেছেন: সত্যকে উপেক্ষা করে, ব্যপারটা ঠিক তেমন না।
সত্য প্রকাশের সক্ষমতা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.