নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
শক্তি প্রয়োগ করতে চাইলে রাষ্ট্র তা করতেই পারে। তবে শক্তি প্রয়োগে সমাধান সম্ভব না। শক্তি প্রয়োগ করে সেখানকার উপজাতী মানুষকে আরো দূরে ঠেলে দেয়া হবে। ইতি মধ্যে তারা অনেক দূরে চলে গেছে। তার প্রমান সম্প্রতি নিহত সেনা কর্মকর্তার খবরে চাকমা জনগোষ্ঠির হা হা রিয়াক্ট দেয়া। তারা এই সেনাবাহিনীকে নিজের বাহিনী মনে করে না। শত্রু গন্য করে।
সরকারের উচিত পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলি চিনহিত করে সমাধানের ব্যবস্থা করা। আমার জানা মতে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূমি সমস্যার সমধান করা। পিছিয়ে পরা এলাকার অধিবাসী হিসেবে একটু বেশি সুবিধা পাওয়া।
তাদের আরেকটি দাবি হচ্ছে আদিবাসি ঘোষনা। তাদের কেন আদিবাসি ঘোষনা করা সম্ভব না তা তাদের বুঝিয়ে বলা। আন্তর্জাতিক আইন খোলাখুলি ভাবে ব্যখ্যা করা জেতে পারে। আদিবাসি ঘোষনা না দিয়েও আন্তর্জাতিক আইনে আদিবাসিরা যে সকল সুবিধা ভোগ করে সেগুলির অনেকগুলিই তাদের জন্য ব্যবস্থা করা যেতে পারে।
আশা করা যায় এতে করে পাহারি ও সমতলের দূরত্ব কমে আসবে। তারাও নিজেদের বাংলাদেশি ভাবতে শুরু করবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
খাঁজা বাবা বলেছেন: আমার মনে হয় তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিলে আদিবাসি দাবি থেকে তারা সরে আসবে।
পাশের দেশ কে নিজের দেশ মনে করে আমাদের সাথে তাদের অবিশ্বাস ও দূরত্ব থেকে। এইদূরত্ব আর কোনো ক্রমেই বাড়তে দেয়া উইত নয়।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪
শেরজা তপন বলেছেন: সবাই বাংলাদেশী - ব্যাস কথা শেষ।
এক পরিচয়েই সবাই পরিচিতি পাবে। পরিচয় আলাদা হলেই স্পেশাল কিছু সুযোগ সুবিধার প্রশ্ন আসে।
তারা কেন আদিবাসই হিসেবে পরিচয় দেবার জন্য রাষ্ট্রকে চাপ প্রয়োগ করছে- কেন বলছে না আমরা বাংলাদেশী হিসেবে পরিচিতি চাই?
আদিবাসী মানে 'আদি'তে ওদেরই বাস, ওদের আগে কোন জাতি এখানে বাস করেনি। এখানকার সব অধিকার তাদের। কেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বললে কি জাত যায়? আমেরিকানরা আদিবাসী বলতে পারে রেড ইন্ডিয়ানদের। ওরা আমেরিকা আবিষ্কার হবার এবং সিভিলাইজেশন হবার বহু শত বছর পূর্ব হতেই ওখানে বাস করে। কিন্তু আমরা বাংলার ৪০০০ বছরের ইতিহাস কমবেশি জানি- এখানে পাহাড়ে বাঙ্গালীর আগে( 'কোল' জাতি থেকে বিবর্তিত ) ওরা পাহাড়ে বাস করত বলে এমন কোন দলিল বা তথ্য নেই।
পাহাড় সমতল সবখানে মিলেমিশে বাংলাদেশীরা থাকবে। ভাগ আলাদা করলেই সমস্যা। তখন নিজেদের আলাদা জাতি গোষ্ঠী ভাষা তত্ত্ব নিয়ে জাতীয়তাবাদী তালবাহানা শুরু হয় - আলাদা ভূখণ্ড করার ভুত মাথায় চাপে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬
খাঁজা বাবা বলেছেন: বাংলাদেশের ভুখন্ডের পাহাড়িদের ইতিহাস কমবেশি ৪০০ বছরের। কিন্তু বাংগালীদের ইতিহাস,যখন থেকে ইতিহাস জানা যায় সেই থেকেই। ৩-৪ হাজার বছরের।
কিছুটা ছাড় দিয়ে হলেও শান্তি আনয়ন গুরুত্বপূর্ন। পাহাড়িদেরও উচিত বিদেশিদের চক্রান্তে না পরা।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৯
নদীকান্ত বলেছেন: জাতিগত সমস্যার সমাধান করতে হয় ভক্তির মাধ্যমে শক্তির মাধ্যমে নয়।
অতীতের ভুল স্বীকার করে সবপক্ষের উচিত আলোচনা অব্যাহত রাখা। সেনাবাহিনীর উচিত পাহাড়ি জনগোষ্ঠীকে ভাইয়ের চোখে দেখা।
পার্বত্য চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা নিয়োগ করা উচিত।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮
খাঁজা বাবা বলেছেন: সেনাবাহিনী যে পাহাড়ে অত্যাচার করেছে এমন নয়। তবে আইন শৃংখলা ঠিক রাখতে যেয়ে কিছুটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ঠিক। সবকিছুর মূলেই পারস্পারিক অবিশ্বাস।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪
আজব লিংকন বলেছেন: ভালোবেসে দুধ কলা দিয়ে সাপ পুষে কি লাভ?
ছোবল মারাই সাপের কাজ। হাহা যারা দিয়েছে এদের মাথায় স্বাধীনতার ভুত, এদের বিষ দাঁত ভেঙ্গে ফেলাই উত্তম। অপারেশন ক্লিন হার্ড প্রয়োজন ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯
খাঁজা বাবা বলেছেন: আপনার সাথে একমত নই।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৬
সাহাদাত উদরাজী বলেছেন: সারা দেশের সম উন্নয়ন জরুরী। পাহাড়েও ব্যাপক শিক্ষা ও কর্ম সংস্থানের দরকার। চিন্তার পরিবর্তন এখনো হয় নাই।
১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
খাঁজা বাবা বলেছেন: পাহাড়িদের উন্নয়ন করতে গিয়ে সেখানকার বাঙালিরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা নৃগোষ্ঠী তারা কেন আদিবাসী দাবি করে এটা মাথায় আসেনা। তাদের সংগে আমাদের সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে তারা পাশের দেশকে নিজ দেশ মনে করেনা। তাদেরকে সবখানে সুযোগ সবিধা দিতে হবে।