![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
আমি একটি এফ এম সি জি কম্পানিতে গত ১২ বছর যাবত কাজ করছি। এই পর্যায়ে এসে চাকরি করতে আর ভাল লাগছে না। কারন চাকরিতে প্রতি বছর যা বেতন বৃদ্ধি হয়, খরচ বাড়ে তার চেয়ে অনেক বেশি। এছাড়া বেতন যত বাড়ছে চাকরির নিশ্চয়তা ততই কমছে। তাই চাকরির পাশাপাশি একটা ব্যবসা শুরু করার কথা অনেক দিন থেকেই ভাবছি।
চাকরিতে যে বিষয়ে অভিজ্ঞতা হয়েছে, সে বিষয়ের ব্যবসা করতে প্রচুর টাকা দরকার, তাছাড়া সেই ব্যবসা প্রফিটেবল হতেও দীর্ধ সময় প্রয়োজন। আমার এত পুজি নেই। আসলে আমার কাছে কোন সঞ্চয়ই আপাতোতো নেই। তবে ১০/১২ লাখ টাকা ম্যনেজ করতে পারব বলে আশা করি।
১০/১২ লাখ টাকায় কি ব্যবসা করা যায়, আমি কি পারব সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে ২টি আইডিয়া সর্টলিষ্ট করেছি। তার থেকে একটা মোটা মুটি ফাইনাল। ভাবছি ফার্নিচারের ব্যবসা করব। কারখানা নয়, শুধু কারখানা থেকে এনে নিজের দোকানে বিক্রি। নিজের দোকান বলতে আমার এখন কোন দোকান নেই। দোকান ভাড়া নিতে হবে। এখন কিভাবে করব, সোর্সিং কোথা থেকে হবে, প্রডাক্টের দাম কত, মার্জিন কত এই বিষয়ে তথ্য সংগ্রহ করছি।
নিজে যেহেতু এর আগে কখনো ব্যবসা করিনি তাই তথ্য ও জ্ঞানে অনেক ঘাটতি আছে। ব্লগে কেউ যদি ফার্নিচার ব্যবসায় অভিজ্ঞ থাকেন তবে আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। তা না পারলে সাহস ও অনুপ্রেরনা দিতে পারেন।
যে সকল তথ্য ও পরামর্শ দিতে পারেনঃ
১। ফার্নিচারের দোকানের জন্য কোন এলাকা আদর্শ (ঢাকার মধ্যে)।
২। ভালো মানের কাঠ, ও বোর্ডের ফার্নিচার ন্যায্য দামে কোথা থেকে সংগ্রহ করতে পারি? কারো ফার্নিচার কারখানা থাকলে জানাতে পারেন।
৩। একটা দোকানের জন্য নূন্যতম কতটুকু যায়গা প্রয়োজন?
৪। দোকান ভাড়া ব্যবসা শুরুর দিকে সর্বোচ্চ কত হওয়া উচিত?
৫। ফার্নিচার রিটেইলিং এ প্রফিট মার্জিন কত থাকে?
৬। কাঠ নাকি বোর্ড? কোন টাপের ফার্নিচারের চাহিদা বেশি?
৭। এছাড়াও আর কোন প্রয়োজনীয় বিষয় যদি আপনাদের জানা থাকে, জানাতে পারেন।
আপনাদের মতামত ও তথ্যের জন্য আগাম ধন্যবাদ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাঠের ফার্নিচারের চাহিদা বেশি।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯
ফ্রি ইনকাম ফর্মেশন বলেছেন: ফ্রিতে ইনকাম করতে এখনই ক্লিক করুন
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:০১
বিজন রয় বলেছেন: ভালো উদ্যোগ।
কিন্তু ফার্নিচার বা ওই জাতীয় ব্যবসায় যাবেন না।
নগদ টাকা আসবে তেমন ব্যবসা করুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবেন আমাদের শ্যাইয়ান ভাই।