নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

সৌদি পাকিস্তান সামরিক চুক্তি কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সৌদি চাল?

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩



সাম্প্রতিক সময়ে হওয়া ব্যকপ আলোচিত সৌদি ও পাকিস্তানের সামরিক চুক্তি নিয়ে বিভিন্ন মাত্রার বিশ্লেষন চলছে। এই চুক্তির তাতপর্য বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে এই চুক্তির ফলে কার কি লাভ। কোন শক্তিকে প্রতিরোধ করতে এই জোট।

পাকিস্তানের একমাত্র দৃশ্যমান সামরিক হুমকি ভারত। এছাড়াও ইজরাইল ও আমেরিকাও পাকিস্তানের জন্য ভবিষ্যতে হুমকি হতে পারে। তবে সেটার সম্ভাবনা কম। সৌদির জন্য সামরিক হুমকি সাধারন চোখে ইজরাইল, ইরান, ইয়েমেন।

এই হুমকি মোকাবেলায় কে কতটা অন্যকে সাহায্য করতে পারবে? কার কি সক্ষমতা আছে?
পাকিস্তানের উচ্চ প্রশিক্ষিত সেনাবাহিনী, পারমানবিক বোমা। কিন্তু অর্থনৈতিক দূর্বলতা। অন্যদিকে সৌদির আছে আমেরিকান অস্ত্র, এবং টাকা।

ভারতের আগ্রাসন মোকাবেলায় সোদি সেনা পাঠাতে পারবে না পাকিস্তানে, তাদের সেই সক্ষমতা নেই। তবে তারা তাদের আধুনিক মার্কিন অস্ত্র, টাকা, তেল ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব নিয়ে পাকিস্তানের পাশে থাকতে পারবে। যেটা আসলেই পাকিস্তানের প্রয়োজন।
অন্যদিকে পাকিস্তান তার সেনাবল ও পারমানবিক অস্ত্র নিয়ে সৌদির পাশে থাকতে পারবে।

এবার দেখা যাক এই জোট আসলে সৌদি কোন হুমকি মোকাবেলায় ব্যবহার করবে? সাধারন ভাবে সবাই ভাবছে, কাতারে ইজরাইলি হামলার প্রেক্ষিতে এই চুক্তি। বাস্তবে এই জোট ইজরাইল বা আমেরিকার বিরুদ্ধে নয়। সৌদির সব অস্ত্রের নিয়ন্ত্রন আমেরিকানদের হাতে। তারা ইজরাইল বা আমেরিকার বিকক্ষে গেলীই অস্ত্র খেলনায় পরিনত হবে। কোন কাজে আসবে না। আর সৌদির আমেরিকার বিরুদ্ধে যাওয়ার সক্ষমতা নেই। আর পাকিস্তানের ও আমেরিকার বিরুদ্ধে দাড়াবার সাহস নেই। এমনকি এই জোট আমেরিকার মধ্যস্থতায়ই হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতের পর আসিফ মুনির ২ বার যুক্তরাষ্ট্রে সফর করেছেন। এ সময়েই এ নিয়ে দর কষাকষি হয়েছে।

তাহলে প্রশ্ন আসে কোন হুমকি মোকাবেলায় এই জোট?
সেই হুমকি হচ্ছে ইরান ও হুথি। প্রকৃতপক্ষে আমেরিকা কৌষলে ইরানের বিপক্ষে সৌদির পাশে পাকিস্তানকেও এনে দাড় করিয়েছে। হয়তো ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চেষ্টা করতে পারে পকিস্তানকে দিয়ে ইরানে পারমানবিক হামলা করাতে আর নিজের হাঁত পরিষ্কার রাখতে।

আমার মতে এই চুক্তিতে ইজরাইল ও আমেরিকার জয় হয়েছে, সৌদি বা পাকিস্তানের নয়। কারন এর চাবি আমেরিকার হাতেই।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: পাকি আর সওদি দুইটাই আমেরিকার দাস।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১

খাঁজা বাবা বলেছেন: বিশেষ করে সৌদি, তারা ফাদে আটকে গেছে।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯

বাকপ্রবাস বলেছেন: সহমত। ইরানকে টার্গেট করেই এই আয়োজন।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪১

খাঁজা বাবা বলেছেন: সেটাই মনে হচ্ছে

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৬

জেনারেশন একাত্তর বলেছেন:



গার্বেজ।

পাকিস্তান থেকে রিটায়ার্ড সৈন্য নিবে সৌদী, বর্ডার পাহারা দেয়ার জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

খাঁজা বাবা বলেছেন: আপনি কি চুক্তির বিস্তারিত দেখেছেন? নাকি অনুমান নির্ভর?

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৬

রাজীব বলেছেন: পাকিস্তান দেশটা খেয়ে না খেয়ে বোমা বানিয়ে এখনো টিকে রয়েছে। তাদের বোমা না থাকলে এখন তারা একটি ভেঙ্গে যাওয়া দেশ হতো। আমরা বোমা না বানিয়েও বেশী বেশী সেনা বানিয়ে বিদেশে রপ্তানী করতে পারি। এখন শুধু জাতিসংঘে রপ্তানী করছি আগামীতে বিভিন্ন দেশে করা যেতে পারে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪

খাঁজা বাবা বলেছেন: শিক্ষার মান হাসিনা যেখানে রেখে গেছে সেখান থেকে উন্নতি করতে না পারলে ভবিষ্যতে সেনা না, মার্সেনারী রপ্তানী করা লাগবে নেপালের মত।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

জেনারেশন একাত্তর বলেছেন:



চুক্তিতে অনেক কিছু লেখা হয়; সেটা নিয়ে আপনি চিন্তিত হবেন না, ওদের দরকার বর্ডারে সস্তা সৈন্যবাহিনী্।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৫

খাঁজা বাবা বলেছেন: যতটা সস্তা আপনি মনে করছেন ততটাও সস্তা না। বর্ডারে কেউ সেনাবাহিনী মোতায়েন করে না। আর শুধু বর্ডারে আর্মড গার্ড নেয়ার প্রয়োজন থাকলে আফ্রিকার অনেক দেশ থেকে আরো সস্তায় নিতে পারত।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০

বিজন রয় বলেছেন: সৌদি পাকিস্তান সামরিক চুক্তি কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সৌদি চাল?

আমার মনে হয় তেমন কিছু না।
কারণ পাক ও সৌদি আমেরিকা ছাড়া অচল।

হালের বাংলাদেশ যেমন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৭

খাঁজা বাবা বলেছেন: শুধু হালের বাংলাদেশ না, আগের বাংলাদেশ ও।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৪

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখাটা যথেষ্ট যৌক্তিক।

জেনেরেশন গাধা বলেছেন "গার্বেজ"। জেনেরেশন গাধা, সৌদি-পাকিস্তান সামরিক চুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্রের আশীর্বাদ প্রাপ্ত এবং এটা কোনভাবেই যুক্তরাষ্ট্র- ইসরাইলের বিপক্ষের কোন চুক্তি নয়, যেটা লেখকের মূল বক্তব্য।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭

খাঁজা বাবা বলেছেন: কিছু মানুষের চিন্তাধারা সবসময় একপেশে। নির্দিষ্ট গন্ডির বাইরে এরা ভাবতে পারে না।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।

২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০

খাঁজা বাবা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.