নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

বন্ডাই হামলা আক্রোশ নাকি ফলস ফ্লাগ?

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৮



সম্প্রতি অস্ট্রেলিয়াতে ইহুদিদের উপর হামলায় প্রান ১৫ জন নিহত হয়েছেন। হামলাকারীরা ভারতিয় বংশোদ্ভূত এবং মুসলিম বলা হচ্ছে। হামলাকারী দুইজন বাবা এবং ছেলে। হামলাকারীরা নিবৃত হবার আগে প্রায় ২০ মিনিট ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং শেষ পর্যন্ত একজন নিহত ও অন্যজন আটক হয়েছেন। হামলাকারীদের একজন কে অন্য এক সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম ইমিগ্রান্ট ধরে ফেলেছে এবং তাকে নিবৃত করেছে। হামলাকারীরা আই এস আই এস এর সাথে জড়িত বলে মনে করা হচ্ছে, তাদের বাড়ি থেকে আই এস আই এস এর পতাকা পাওয়া গেছে। এই হচ্ছে প্রথম ফেজের ঘটনা।

এর পরই ইজরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে এন্টি সেমিটিজম বলে অভিহিত করেছে এবং ঘোষনা করেছে মোসাড এই ঘটনার তদন্ত করবে। বিশ্বব্যাপী ইহুদিবাদী জাওনিষ্ট সংগঠন গুলিও একে এন্টি সেমিটিজম বলে প্রচার শুরু করেছে।

এখন দেখা যাক এই হামলায় ইজরাইলে কি লাভ ক্ষতি।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই পর্যন্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার ইজরাইলি স্থায়ী ভাবে দেশ ছেড়েছে। অপেক্ষমান আরো কয়েক লক্ষ। এই হামলার পর ইজরাইল একটা ন্যারেটিভ তৈরি করতে পারবে যে ইহুদিরা ইজরাইলেই সবচেয়ে নিরাপদ, তাদের ইজরাইল ছেড়ে যাওয়া উচিত না, বরং যারা এখনো ইজরাইলে আসে নি তাদের ও আসা উতিত। মানুষ না থাকলে দেশ হবে কিভাবে?

অস্ট্রেলিয়া মাত্র কিছুদিন আগেই প্যালেস্টাইন কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো অস্ট্রেলিয়ায় এই হামলা বিশ্বকে একটা বার্তা যে গাজায় তারা যে হামলা চালিয়েছে তা নিজেদের প্রটেক্ট করার জন্য। দেশগুলির উচিত প্যালেস্টাইনের পরিবর্তে ইজরাইলের পাশে থাকা।

ইজরাইলের গাজা গনহত্যার কারনে বিশ্বব্যাপী তাদের ইমেজ একদম তলানীতে। এই হামলা ইজরাইলের অবস্থান কিছুটা উন্নত করবে, মানুষকে ইজরাইলের কর্মকান্ড ভুলিয়ে দেবে। মানুষ এই নতুন টপিক নিয়ে কথা বলবে। অলরেডি ইজরাইলি প্রপাগান্ডা ম্যাশিন সেই কাজ শুরু করে দিয়েছে।

এবার দেখি এটা কেন ফলস ফ্লাগ হতে পার,
হামলা হওয়ার আগেই হামলাকারীদের নাম গুগল সার্চ হয়েছে। কোন দেশে? ইজরাইলে। তারা তো এমন পপুলার কেউ না, তাদের নাম কেন হামলার আগে ইজরাইলে সার্চ হল?

হামলাকারীরা আই এস আই এস এর সাথে কানেক্টেড বলে মনে করা হচ্ছে। আই এস আই এস কাদের স্বার্থে কাজ করে? ইজরাইল, আমেরিকার।




আরসেন অস্ট্রোভস্কি নামের একজন ইহুদি যে কিনা হামাসের গাজা হামলার সময়েও সারভাইভ করেছিল, সে অস্ট্রেলিয়াতেও হামলায় সারভাইভ করেছে। আহত অবস্থাতেই সে সেলফী নিয়েছে, তারপর মাথায় বেন্ডিজ বেধেই (বেন্ডিজ বেধেছে কিন্তু রক্ত পরিস্কার করেনি) টিভিতে ইন্টারভিউ দিয়েছে। দুটি হামলার স্থলেই সে উপস্থিত ছিল। এটা কি কাকতালীয় নাকি হামলা পর্যবেক্ষন এর জন্য সে ছিল?



অতীতে এমন বহু ফলস ফ্লাগ হামলার নজির ইজরাইলের আছে। বিশেষ করে যখন তারা কোন বিপদে পরে তখন তারা নিজেরাই বিভিন্ন দেশের ইহুদিদের উপর হামলা করে পরিস্থিতির সুবিধা নেয়। তো এটাও তাদের সাজানো হতেই পারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

অগ্নিবাবা বলেছেন: এই শুরু হলো যড়যন্ত্র তত্ত্ব।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪০

খাঁজা বাবা বলেছেন: হা, কারন ক্লু আছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৯

জ্যাক স্মিথ বলেছেন: শুরু হলো যড়যন্ত্র তত্ত্ব।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪১

খাঁজা বাবা বলেছেন: ষড়যন্ত্র থাকলে তত্ত্ব ও থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.