| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো সন্ধা পেরিয়ে রাত আসে,
বিষন্নতার প্রহর গভীর থেকে গভীর হয়।
মিহিতালে ভেসে আসে পিয়ানোর আবেগী সুর।
আনমনে হেঁটে চলা গহীনে
পিছন ফিরে খুজে বেড়ায় কোন সে অতীত।
সেই ক্ষণ, সেই সুর এখনো বেজে উঠে
মধ্যরাতের নিস্তব্ধতা বেয়ে।
মর্মতলে উর্ণাজাল বুনে ধরে রেখেছে
সেই সে হেয়ালী মুহুর্ত।
ভাগ্যতারা খসে পড়ার অপেক্ষায়
রাতকাটে আঁধারের ভীরে।
আশার আলো ফুটার অনেক বাকী।
হয়তো একদিন ধরা দিবে প্রিয় মুহুর্ত।
তাই খুব আপন মনে হয় পিয়ানোর আবেগী সুর।
০১ লা জুন, ২০১৬ দুপুর ১:২৮
রাহাত মাহফুজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন..
২|
০১ লা জুন, ২০১৬ দুপুর ২:৩৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০২ রা জুন, ২০১৬ রাত ১:০৯
রাহাত মাহফুজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩|
১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫৫
ইলিয়াছুর রহমান বলেছেন: অসাধারণ !! ভালো লেগেছে ভাইয়া
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৬ দুপুর ১:২২
দ্বীপের সন্তান বলেছেন: ভালো লেখেছেন।শুভ কামনা রইলো।