নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের ব্লগ :)

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

নিঃসঙ্গ

আমি রাহী জন্ম চট্টগ্রাম শহরে। আমার রক্তের গ্রুপ: এবি নেগেটিভ। বেড়ে ওঠা ঐ চট্টগ্রামেই, বিদেশ থেইক্কা দেশেই ভালো তাই বর্তমানে দেশেই আছি। কামলা দেই দেশের নামকরা একটা লোহা ফেক্টরিতে। কামডা মোটামোটি ভালোই, কোনমতে বউ পোলা নিয়া খাইয়া পইরা বাইচ্চা আছি। ২৭ মার্চ ২০১১ ইং তারিখে আমার পোলা জারীফ আইলো আমাগো কোলে। এখন অবসর সময়ে পোলার লগে খুট খাট আর হুট হাট করতে করতেই সময় পার হয়। আমার ই-মেইল এড্রেস Rahi10@জিমেইল.কম

নিঃসঙ্গ › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রথম বাবা ডাক শোনা।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৪





শিরোনাম দেইখা মনে কইরেন না আমি বাবা হইয়া গেছি ;)



জীবনের প্রথম বাবা ডাক শুনি কিছুদিন আগে ফোনে আমার একমাত্র ভাতিজা নাফির বলে বাবা দাদু বকা দিছে। ঠিক ঐ সময়টায় আমার কলিজার মধ্যে এমন একটা মোচর দিলো ভাষায় প্রকাশ করার মত না :( এতো দিন ফোনে কত কিছুই না বলতো তেমন কিছুই বুঝতামনা কিন্তু ঐদিন পরিস্কার বুজলাম ওর বাবা ডাক :(( কিন্তু আমি এমন এক হতভাগা চাচ্চু ঐ সময় আমি ওকে বুকে তুলে নিতে পারলাম না :(( পারলাম না ওর কপালে আদোর করে একটা চুমু দিতে :(( আমি পারিনা আমার বাবা টার নরম হাট ধরে ওকে নিয়ে ঘুরতে :( আমি পারি না ওর ছোট ছোট আবদার পুরন করতে। আমি পারিনা আমার বাবা টার হাজার প্রশ্নের উত্তর দিতে।





আর কিছু লিখতে ইচ্ছা করতেছেনা :((

মন্তব্য ২২ টি রেটিং +৭/-১

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬

ল্যাপটপ বলেছেন: ব্যাফার না , ঠিক অইয়া যাইব ।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ ল্যাপটপ ভাইজান ।

২| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১০

চাচামিঞা বলেছেন: শীগ্রই আপনার ছেলের সাথে দেখা হবে দোয়া করছি।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ চাচামিঞা :)

৩| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৩

শিক কাবাব বলেছেন:
সত্য কতা কই

যখন চকলেট চাওন শুরু করবো তখন বাবা ডাক আর মজা লাগবো না

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০

নিঃসঙ্গ বলেছেন: একটা সত্য কথা কই আমি কিন্তু আপনার মত বাচ্চা কাচ্চাদের উপরে বিরক্ত না আমার পিচ্চিদের সাথে সময়টা ভালোই কাটে :)

৪| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৪

রাশেদ বলেছেন: আইচ্ছা।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২১

নিঃসঙ্গ বলেছেন: ঠিক আছে।

৫| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭

ডালটন বলেছেন: এটাই নাফির? হেব্বি স্মার্ট! যখন দেখা হবে ওর সাথে, আমার তরফথেকে একটা আদর দিয়েন। আমার মা'মনির নাম পূণ্য। আপনার জন্য নিচের লিঙ্ক।

Click This Link

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৪

নিঃসঙ্গ বলেছেন: মা'মনির জন্য অনেক আদোর :) আমার তরফ থেকে ওর কপালে একটা চুমু দিয়ে দেন।

৬| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১৭

তসলিম আহমেদ বলেছেন: বিয়ে করেছেন? নাকি করবেন?

বাবা বাবা লাগে বুঝি?

সবই বয়সের দোষ। একেক সময় একেক কিছু মিস্ করি। বাবা হয়ে গেলে দাদা হতে ইচ্ছা করবে।

দোয়া করেন সবারা সব ভালো চাওয়াগুলো যেন পূরণ হয়।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২৬

নিঃসঙ্গ বলেছেন: জ্বী না ভাইয়া বিয়ে করিনাই :|

৭| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৮

নিবিড় বলেছেন: ভাই বিয়ে না করেই বাবা ডাক শুনাটা কিন্তু সবার ভাগ্যে জুটেনা.(!)

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১২

নিঃসঙ্গ বলেছেন: নাফি আমার বাবা আমি ওর বাবা না ;)

৮| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

রাত বলেছেন: উহ উহ উহ অনেক কষ্ট দিলেন ভাই। বাচ্চারা সবসময়ই আমার খুবই প্রিয়।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

নিঃসঙ্গ বলেছেন: কষ্ট দেয়ার জন্য দুঃখিত :(

বাচ্চারা আমারও খুব প্রিয় :)

৯| ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১০

লিপিকার বলেছেন: আচ্ছা ঠিক আছে। মন খারাপ করেননা।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৫

নিঃসঙ্গ বলেছেন: মন খারাপ করতে চাই না কখনো... কিন্তু হয়ে যায় :(

১০| ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৯

রুবেল শাহ বলেছেন: কিউটটটটটটটটটটটটটটটটটটটট..

১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৯

নিঃসঙ্গ বলেছেন: ধইন্না ;)

১১| ১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:২২

সুলতানা শিরীন সাজি বলেছেন: মাশাল্লাহ।কিউট পিচ্চিটা।
শুভেকামনা থাকলো।

১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:২৪

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ সাজিপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.