নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেরোখাতা (Kherokhata)

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন।আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ।এই নিয়েই আমাদের জীবন

রাহিক

বলার মতো তেমন কিছু করতে পারিনি এখনো । বাপের হোটেলে ঘুমাই; মায়ের রেস্টুরেন্টে খাই; সরকারের টাকায় পড়াশুনা নামক ক্ষতিকারক কাজের অপচেষ্ঠা করি । যেহেতু খাওয়া-পরা ও পড়া নিয়ে টেনশন নাই, তাই আপাতত সুখেই আছি।

রাহিক › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক মেরুকরণঃ সংকট উত্তরণের পথ আছে কী?

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশে রাজনৈতিক মেরুকরণ আরো ঘনিয়ে এসেছে । এবারো অবস্থা সেই ১৯৯৬ সালের মতো । পুরনো দুই দলও আছে,আছেন দল দুটির নেত্রীও । তবে পরিবর্তন ঘটেছে তাদের মধ্যকার অবস্থানের ।





১৯৯৬ তে বেগম খালেদা জিয়া ছিলেন চালকের আসনে,আর শেখ হাসিনা রাজপথে । এবার হয়েছে উল্টো,এবার শেখের বেটি ক্ষমতার মসনদে,আর জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী রাজপথে ।



এবার যেমন শেখ হাসিনা গো ধরে বসে আছেন সংবিধান ছাড়া একচুল নড়বেন না,সেবারও খালেদা জিয়া এমন গো ই ধরেছিলেন । ফল হয়েছিল জনবিহীন নির্বাচন এবং ১৭ দিনের রাষ্ট্রীয় ক্ষমতা । এবারো এমন হবে মনে হচ্ছে ।





তবে আসল কথা,নির্বাচনে ২৬০ টা আসন পাওয়া মানে দেশটা এক্কেবারে কিনে নেওয়া না,আমাদের শেখের বেটিকে এটা বুঝতে হবে । পাঁচ বছর আগে জনগণ কি চাইতো আর এখন তারা কি চায়,এর মধ্যে তফাৎ অনেক । এমনিতেই দেশের জনগণ নানাবিধ বিষয় নিয়ে উনার এবং উনার আশেপাশের লোকেদের উপর বিরক্ত,এর উপর আবার এত্তো বেশী তেরীবেরী করলে ক্ষমতা তো দূরে থাক,মানুষ তাদেরকে আস্তাকূড়ে ফেলে দেবে ।





পুনশ্চঃ ক্ষমতার স্বাদ বড় মধুর,যিনি একবার পেয়ে যান তিনি আর ছাড়তে চান না । এই অবস্থার আশু পরিবর্তন জরুরী । নাহলে গণতন্ত্র কখনোই গণতন্ত্রে রূপ নেবে না,পরিবারতন্ত্রের আবর্তেই ঘুরপাক খাবে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

নিষ্‌কর্মা বলেছেন: যে কোন নেতাকেই দুই মেয়াদের পরে আর খমতায় দেখতে চাই না আমরা।

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রাহিক বলেছেন: আমিও একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.