![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তিম প্রাসাদ প্রাচীরে বন্দী সবুজ মায়া,এরি মাঝে খুজে ফিরি নিজের অচেনা ছায়া,নবজীবনের প্রারম্ভিকতায় হৃদ স্পন্দনের ছন্দপতন,রহস্যময়তায় ঘিরে রাখে আমার শঙ্কিত মন.
আজকে ATM বুথে ভুলক্রমে ৩ বার ভুল PIN প্রবেশ করায় আমার ATM কার্ডটি লক হয়ে গেছে। এখন কি করবো। ব্যাংকে দিলে ওরা কতক্ষণে এটা ঠিক করে দিতে পারবে? কেউ জানেন কি ? জানলে দয়াকরে জানাবেন।। আমার কার্ডটি ঢাকা ব্যাংক এর...
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২২
মুন্তাসীর আর রাহী বলেছেন: ধন্যবাদ ভাই.
২| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৪
চিপাভুত বলেছেন: ফোন করেন তাতে কাম না হইলে স্বশরীরে ব্যাংকে দৌড়ান
৩| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৪
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
বার'টাকা দিয়ে, একটা হ্যাক্সো ব্লেডেড কিন্না নেন। যে কোন মোড়ের হার্ডওয়ারের দোকানে পাবেন। এতে কাম ওয়, হ্যাক্সো ব্লেডেড় কামের ব্লেড ......
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৭
মুন্তাসীর আর রাহী বলেছেন:
৪| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৫
শিকদার বলেছেন: আমার একবার হয়েছিল, ATM বুথ ব্যাংকের পাশেই ছিল, সাথে সাথে জানিয়েছি। কিন্তু তারা বলল, পরের দিন যোগাযোগ করতে। পরের দিন দিয়া দিছিল।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৬
মুন্তাসীর আর রাহী বলেছেন: তারা কি সাথে সাথে PIN চেঞ্জ করে দেয় নাকি আবার নতুন PIN এর জন্য আপ্লিকেশন করা লাগে ?
৫| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৯
সাদি হক বলেছেন: লন্ডনে কার্ডটি এটিএম মেশিনে নিয়ে গেলে "আনলক" একটা অপশন আসে।তাতে সঠীক পিনটা দিয়ে দিলে কার্ড আনলক হয়ে যায়।বাংলাদেশে এরকমই কিছু হবে।
২৭ শে জুলাই, ২০১২ রাত ১২:২৪
মুন্তাসীর আর রাহী বলেছেন: আপাতত নাই, অদূর ভবিষ্যতে হবে হয়তো।।
৬| ২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:১৮
আমার নাম ছিলোনা বলেছেন: আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
বার'টাকা দিয়ে, একটা হ্যাক্সো ব্লেডেড কিন্না নেন। যে কোন মোড়ের হার্ডওয়ারের দোকানে পাবেন। এতে কাম ওয়, হ্যাক্সো ব্লেডেড় কামের ব্লেড .....
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:৪১
জাহান শাহ বলেছেন: কার্ডের পিছনে ঢাকা ব্যাংকের ফোন নাম্বার আছে। সরাসরি ফোন করেন, তারাই আপনাকে সব জানিয়ে দিবে।