নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূণ্য আকাশ...

মো. সাইদুর রহমান

ব্লগে প্রকাশিত সমস্ত লিখাই আমার একান্ত নিজস্ব ভাবনা উৎসারিত। কোনো ব্যাক্তি, গোষ্ঠি বা মত-কে আঘাত দেবার কোনো অভিপ্রায় নেই। যেসকল উৎস, তথ্য বা সংবাদের ভিত্তিতে আমার ভাবনা প্রভাবিত...সেইসকল উৎস, তথ্য বা সংবাদ প্রশ্নবিদ্ধ হলে আমার ভাবনা আপনাতেই ভুল এবং সংশোধনীয়।

মো. সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তুনে কামাল কিয়া ভাই

০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১৩

হঠাৎ করেই আজকে আমার একটি গীতি নাট্যের কথা মনে পড়ে গেল।সত্যি করে বলতে শুধু একটি লাইন-ই মাথায় ঘুরছিল। সেই প্রসঙ্গে একটু পরে আসছি।



আমার আজকের এই লিখায় আমি ৪ জন ব্যাক্তিত্ব কে নিয়ে কথা বলব।



প্রথমজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- জাতীয় সংসদের ২ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। অনেক চড়াই-উৎরাই পার হয়ে তার আজকের এই রাজনৈতিক অবস্থান।অবশ্য এর জন্য তাকে মূল্য ও দিতে হয়েছে অনেক। ৭৫ এ হারিয়েছেন বাবা-মা-ভাইদের।বঙ্গবন্ধুকে হত্যা করবার পর, আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করে দেবার উদ্যোগ ও নেয়া হয়েছিল।সভানেত্রী হিসেবে দেশে ফিরে তিনি তিলতিল করে গড়ে তুলেছেন আওয়ামী লীগকে।



তার জীবনের উপর আঘাত অনেকবারই এসেছিল। ভয়াবহ ছিল সেই ২১ আগস্টের গ্রেনেড হামলা।শুধুমাত্র জনগনের ভালবাসা আর দোয়াই আমাদের নেত্রীকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখে।



নেত্রীকে সইতে হয়েছিল ওয়ান ইলেভেন এর ধাক্কা। জেল জুলুম নির্যাতন সয়েছেন। মাইনাস টু ফর্মুলার সামনে দাঁড়িয়ে ভীত হননি।অবিচল থেকেছেন। ভেঙ্গে পড়া দলের মনোবল এক করে দলকে নির্বাচনে জিতিয়ে নিয়েও এসেছেন।তিনি-ই আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



দ্বিতীয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।



আমি শুরুতে যেই গীতি নাট্যের কথা বলেছিলাম সেটি তারই লিখা।'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।আর যাকে নিয়ে তিনি এ লিখা লিখেছেন তিনি হলেন আমার তৃতীয় ব্যাক্তিত্ব মোস্তফা কামাল আতাতুর্ক বা কামাল পাশা। আধুনিক তুরস্কের স্থপতি।ঢাকার বনানীতে তার নামে একটা রাস্তাও আছে- "কামাল আতাতুর্ক এভিনিউ"।



এই মোস্তফা কামাল আতাতুর্ক বা কামাল পাশা'র বীরত্ব নিয়ে কাজী নজরুল লিখেছিলেন-



"ওই ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই

অসুর-পুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই

কামাল তুনে কামাল কিয়া ভাই

হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই



সাব্বাস ভাই। সাব্বাস দেই, সাব্বাস তোর শমসেরে

পাথিয়ে দিলি দুষমন সব যম-ঘর একদম-সে রে

বল দেখি ভাই, বল হাঁ রে

দুনিয়ায় কে ডর করে না তুর্কীর তেজ তলোয়ারে??”



আমার চতুর্থ ও শেষ ব্যাক্তিত্ব হচ্ছেন কামাল আহমেদ মজুমদার! বর্তমান ক্ষমতাসীন সরকার দলীয় এমপি।আওয়ামী টিকেটে ঢাকা উত্তর সিটি কোর্পোরেশনে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী।



তবে ইদানিং তিনি ভিন্ন কারনেই সংবাদের শিরোনাম।আর টিভি'র একজন নারী সাংবাদিক কে শারীরিক ভাবে আঘাত করেই তিনি সংবাদ হয়েছেন।



আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্বভরে নারীর যেই ক্ষমতায়নের কথা বলেন, আমাদের এই নারী সাংবাদিক হয়ত তাতে বিশ্বাসী ছিলেন ।কিন্তু তারপর ও তিনি মার খেলেন। কি করেছিলেন ওই সাংবাদিক?



মনিপুর স্কুল এণ্ড কলেজের ভর্তি ফি ৫ হাজার টাকার অতিরিক্ত, উন্নয়ন ফি বাবদ আরো ২০ হাজার টাকা আদায় করা হচ্ছিল এবং তা বিনা রসিদেই।এই বিষয়টি অভিভাবকদের মধ্যে তৈরি করেছিল তীব্র ক্ষোভ। এটি নিয়েই রিপোর্ট করতে আর টিভি'র সাংবাদিক অর্পনা সিংহ গিয়েছিলেন মনিপুর স্কুলে। কথা বলেছিলেন অভিভাবকদের সঙ্গে। পরবর্তীতে কথা বলতে চেয়েছিলেন স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমেদ মজুমদারের সাথে।তিনি তো কথা বলেনই নাই বরং গালাগালি করেছেন এবং পরবর্তীতে সাংবাদিক অর্পনার হাত মুচড়ে ধরেন, মাইক ফেলে দেন এবং তার সাথের লোকজন আর টিভি'র ক্যামেরা ও ভাংচুর করে। এ দৃশ্য শুধু উপস্থিত অভিভাবক-অভিভাবিকারাই দেখেননি বরং মিডিয়ার কল্যানে সবাই ই জেনে গেছে। শুধু তাই না পরবর্তীতে কামাল আহমেদ মজুমদারের সাথে থাকা একজন লোক বলে সাংবাদিক দের গুলি করবার ও হুমকি দিয়েছিলেন!



ভিডিওটি অনেকই হয়তো দেখেছেন। তারপর ও আমি লিঙ্ক দিচ্ছি http://www.youtube.com/watch?v=-GcMnNr4s4E



আমার তো মনে হয় এই ঘটনার পর কামাল আহমেদ মজুমদারের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। এই তিনি-ই উত্তর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী টিকেট চেয়েছিলেন!! মিডিয়ার কল্যানে মানুষ তো সব দেখে নিল।



জননেত্রী শেখ হাসিনা জেল-জুলুম-নির্যাতন পেরিয়ে দলকে সংগঠিত করে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সাগরে নৌকা ভাসাচ্ছেন। আর কিছু নৌকার সওয়ারি প্রতিনিয়ত সেই নৌকায় ফুঁটো করছেন।



নারী সাংবাদিক নির্যাতনের এই ঘটনার পর তো বলতেই হয়-



কামাল তুনে কামাল কিয়া ভাই

হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই!!...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.