নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার ছন্দ, স্ট্যাটাস ও কবিতা ২০২৪
ভালোবাসার ছন্দ নিয়ে হাজির হলাম রোমান্টিক কাপলদের মাঝে। প্রেমিক প্রেমিকারা প্রায়সই তাদের মনের ভাব ছন্দ আকারে প্রকাশ করে থাকে। তাদের অনুভূতির মধ্যে থাকে রোমান্টিকতা আবার কখনো কখনো তাকে অবর্ণনীয় যাতন বেদনা।
শুধু প্রেমিক প্রেমিকা নয়, স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, প্রত্যেকে নিজেদের ভালোবাসা ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারে। আজকের আমাদের এই আয়োজনে আপনারা পেয়ে যাবেন এমন কিছু সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে সাজানো ছন্দ।
আজকের এই পোস্ট থেকে আপনি পেয়ে যাবেন ভালোবাসার ছন্দ এর সাথে সাথে কষ্টের স্ট্যাটাস ,
আশা করি ছন্দ গুলো পড়ার পর আপনাদের অনেক ভালো লাগবে। তাইতো পুরো পোস্টটি পড়ার আমন্ত্রণ রইল।
ভালোবাসার ছন্দ
ভালোবাসার ছন্দ দিয়ে আপনার মনের ভাব প্রকাশ করুন আপনার প্রিয় মানুষের কাছে। এখানে বেশ কিছু বাছাই করা রোমান্টিক প্রেমের ছন্দ দেওয়া হলো আপনার জন্য। আশা করি নিচের দেওয়া ছন্দ গুলো আপনার পছন্দ হবে।
আপনার ভালোবাসার মানুষটি যদি কখনো আপনার উপর রাগ,অভিমান করে। তাহলে আপনি তাকে ছন্দ গুলো পড়ে শোনানোর মাধ্যমে তার রাগ, অভিমান সহজেই ভাঙ্গাতে পারবেন। এতে করে আপনাদের ভালোবাসার সম্পর্ক আরো বেশি মধুর হয়ে উঠবে।
** আমার দুটি চোখের পাপড়ি নড়ে যতবার,
সারা রাত দিন তোমায় আমি মনে করি ততবার।
ওই আকাশ ভরা তারা আছে যত,
তোমায় আমি ভালোবাসি তত।
** ভালোবাসি তোমায় বোঝনা কেন তুমি,
দূরে যদি চলে যাও হারিয়ে যাব আমি।
আমার এই ছোট্ট জীবনে শুধু একটিমাত্র চাওয়া,
এ জীবনে তোমাকে আপন করে আমার শুধু পাওয়া।
** গোলাপ ফুল লাল তার পাতা হয় সবুজ,
আমার মনটা তোমার জন্য কেন এত অবুঝ?
কথা কম বলিয়া বলিয়া করিব কাজ বেশি,
এই মন শুধু চায় ফিরে ফিরে তোমার কাছে আসি।
তুমি যদি মেঘ হও আমি হব বৃষ্টি,
তুমি যদি চাঁদ হও আমি হব নিশি।
বলবো তোমায় আমি কত ভালবাসি।
** দিন শেষ হবে রাত ও ফুরাবে, ফুরাবে ফুলের প্রাণ।
এই জীবনের সময় ফুরাবে, ফুরাবে মোর জান।
তবুও তোমার জন্য ফুরাবে না আমার ভালোবাসার টান
তোমাকে অনেক ভালোবাসি প্রিয়।।
** লাল গোলাপের পাপড়ি সাজিয়ে, লিখবো
তোমার আমার নাম,
হাজার পাখিদের সুর মিলিয়ে, গাইবো প্রেমের গান।
তুমিই আমার সবকিছু, তুমিই আমার প্রাণ।
ভালোবাসার ছন্দ স্ট্যাটাস
ভালোবাসার ছন্দ স্ট্যাটাস হিসেবে দিয়ে আপনি আপনার প্রিয় মানুষকে বার্তা দিতে পারেন। সে নিশ্চয়ই বুঝে যাবে আপনার মনের কথা। আপনার মনের কথাগুলো ছন্দ আকারে সাজানোর কাজে সহযোগিতার জন্য আমারা আছি আপনার পাশে।
তাই তো দেরি না করে আমাদের দেওয়া সুন্দর সুন্দর ভালোবাসার ছন্দ গুলো পড়ে মন এবং আপনার প্রিয় মানুষের জন্য বাছাই করুন।
** এক জীবনে এত ভালোবাসা কোথাও পাবে না তুমি,
যতটা গভীর ভাবে তোমায় ভালোবাসি আমি।
তুমি মোর ভালোবাসা হয়ে আছো আমার প্রেমের ছবি,
যত্ন করে আদর করে তোমায় এই বুকের মাঝে রাখি।
**তোমাকে ছাড়া আমার এই দুনিয়া সাজেনা,
পাবো না তোমাকে আমি এ কথা মোর মন মানতে পারেনা। হয়তো সহজে তোমাকে পাবো না।
এই হৃদয়ের ভালোবাসা দিতে চাই তোমাকে,
তোমার জীবনের অংশ জুড়ে রেখে শুধু আমাকে।
** তুমি থাকো আমার সমস্ত হৃদয় জুড়ে,
তুমি থাকো আমার সমস্ত স্বপ্নের মাঝে
তুমি রয়েছো আমার সকল কাজে কর্মে,
তুমি থাকো মনে, তুমি থাকো মোর কাব্যগ্রন্থে।
** রাতের আকাশে জ্বলে অনেক অনেক তারা,
থাকতে পারিনা আমি একলা তোমায় ছাড়া।
আমি যেমন ভাবি তোমার কথা,
কেমন আছো তুমি আমাকে ছাড়া?
** আজকের এই সুন্দর কাটানো দিনগুলো কাল তো স্মৃতি হয়ে যাবে,
এই স্মৃতিগুলো মনের খাতায় ডায়েরির পাতায় লেখা রয়ে যাবে।
তখন এই কথাগুলো যদি উল্টে দেখো,
আচ্ছা সকল স্মৃতির মাঝে শুধু আমায় খুজে পাবে।
ভালোবাসার ছন্দ কবিতা
ভালোবাসার ছন্দ থেকে শুরু করে রোমান্টিক প্রেমের কবিতা ও পেয়ে যাবেন আমাদের এই পোস্টটিতে। আপনারা যারা ভালোবাসায় পরিপূর্ণ প্রেমের কবিতা অনুসন্ধান করে চলেছেন তারা পড়ে নিন নিচের দেওয়া রোমাঞ্চকর কবিতা গুলো।
** আজ আমার ছন্দ মহলে
মিলেছে তোমার আমার দুটি মন,
আজকে দুটি মন শুধু
করবে গল্প সারাক্ষণ,
গল্প কথায় থাকবে শুধু
গভীর ভালোবাসা,
আর ভালোবাসার মধ্যে থাকবে শুধু
দুটি মনের ব্যাকুলতা।।
** তুমি আমার স্বপ্ন রঙিন,
আমার চাঁদের আলো,
সারাটি জীবন তোমায় আমি
বেসে যাবো ভালো।
তুমি আমার হৃদয়ের নদীতে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালোবাসার
হাজার গোলাপ ফুল।।
** মেসেজ হয়ে থাকতে চাই আমি
তোমার হৃদয় জুড়ে,
রিংটোন হয়ে বাজতে চাই
মিষ্টি মধুর সুরে।
কখনও যাবো না আমি
তোমার থেকে দূরে,
মনি হয়ে আছি আমি
তোমার হৃদয় জুড়ে।।
** এই মুখ দিয়ে নয় হৃদয়ের ভাষা দিয়ে
ভালোবাসি বলতে চাই তোমায়,
নৈশব্দের কোলাহলে তোমার সাথে
শব্দ নিয়ে খেলা করতে চাই।।
** নীল আকাশে হয়
অসংখ্য তারার মেলা,
মধ্য রাতে
চাঁদটা করে খেলা।
স্নিগ্ধ সকাল থাকে
শিশিরে ভেজা,
আমার প্রেমে পড়লে বুঝবে
ভালোবাসায় কত মজা।।
ভালোবাসার ছন্দ লেখা হয় অনেক সময় কষ্টের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য। ছন্দের মাধ্যমে নিজের ভালোবাসার কষ্টগুলো প্রকাশ করতে পারেন এবং স্ট্যাটাস দিতে পারেন। মানুষের জীবনে কখনো না কখনো কষ্ট আসেই। আর কষ্ট সব সময় একা আসে না আসে দল বেধে। এতক্ষন আপনার মনের অনুভূতি প্রকাশের মাধ্যম হতে পারে ছন্দ।
এখানে আপনি পেয়ে যাবেন আমি কিছু কষ্টের অনুভূতি নিয়ে লেখা ভালোবাসার ছন্দ। নিচে দেওয়া কষ্টের ছন্দ গুলো পড়ে স্ট্যাটাস হিসেবে আপনার ফেসবুক পেজে পোস্ট করুন।
** এই জীবনে সব পেয়েছি পাইনি কারো মন,
জানিনা যে এই জীবনে কি হবে আমার আপনজন?
মনের মত চাই তারে চাই তার মন,
হবে কি তুমি আমার ভালোবাসার এমনই একজন।
** যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,
সেই কষ্ট আমার হৃদয় বৃষ্টি হয়ে আসে।
শত কষ্টেও বদলে যায় না মনের অনুভূতি,
তবুও ভালোবাসা শুধু বাড়তেই থাকে তোমার প্রতি।।
** এতটা কষ্ট দিও না আমায় যতটা সইতে পারবোনা,
এত কষ্ট দিলে হয়তো আমায় আর খুঁজেও পাবে না।।
** কিছু কথা ভাবতে ভাবতে চোখে চলে আসে জল,
জলকে বললাম তোর হঠাৎ কেন বাইরে আসলি বল?
জল বললো চোখটি তোমার সুখে ভরা নীড়,
কি করে সইবো বলো আমি এত দুঃখের ভিড়।।
** স্বপ্ন ভরা জীবনে যখন দুঃখ চলে আসে,
পর হয়ে যায় সবাই তখন কেউ থাকেনা পাশে।
কষ্টগুলো যখন মনের মধ্যে দিয়ে যায় অনেক ব্যথা,
সবাই ঠিকই ভুলে যায় তখন সেই সম্পর্কের কথা।।
** যখন এক বিন্দু জল গড়িয়ে চোখ দিয়ে পড়ে,
সেই বিন্দু জল শুধু তোমার কথা যায় বলে।
মনের কথা বুঝে নাকি তুমি মুখে বলে তাই,
শত কষ্টের পরেও তুমি শুধু ভালোবেসে যাই।।
** তুমি কি কাঁদবে তখন চিরনিদ্রায় হয়ে যাব যখন?
মনে রাখবে কি আমাকে না ফেরার দেশে যাবো যখন?
ডাকবে কি আমাকে তোমার ডাকে সাড়া দেব না যখন?
ভালোবাসার ছন্দ sms
ভালোবাসার ছন্দ sms আকারে লিখে পাঠাতে পারেন আপনার প্রিয় মানুষের জন্য। আপনার মনের ভিতরে সুন্দর ভালোবাসার অনুভূতিগুলো ছন্দের মতো করে লিখে প্রকাশ করতে আমাদের লেখা ছন্দ গুলো ব্যবহার করতে পারেন।
এজন্য তাড়াতাড়ি নিচের উল্লেখিত সুন্দর সুন্দর ছন্দ গুলো এবং পাঠান আপনার মনের মানুষের কাছে।
** সারাক্ষণ ভালো থেকো, ভালোবাসা মনে রেখো।
দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো, স্বপ্নের মাঝে আমায় রেখো।।
** একটা আকাশ হেরে গেল হারিয়ে তোর মন,
অন্য আকাশ হঠাৎ হলো চাঁদের প্রিয়জন।
তবুও তোর ভালোবাসা চাঁদেরও ভালো চায়,
নতুন আকাশ চাঁদ কে যেন সুখের ছোঁয়া দেয়।।
** মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ,
ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয়ে হত তুমি তবে হতে খুশি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।।
** তুমি আমার ভালোবাসা আমি তোমার জান,
ভালোবাসার ফুল দিয়ে লিখব তোমার নাম।
তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া,
তোমায় আমি রাখবো বুকে ভালোবাসা দিয়া।।
** চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোঁট যেন তোমার রক্তে রাঙা জবা ফুল।
চেহারা তোমার মায়ায় ভরা মুখে তোমার মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি অনেক ভালোবাসি।।
** স্বপ্ন দিয়ে আঁকবো আমি সুখের আলপনা,
হৃদয় দিয়ে খুঁজবো আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে।।
শেষ কথা
ভালোবাসার ছন্দদিয়ে সাজানো পোস্টটি নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। এই পোস্টটি থেকে আপনি আপনার পছন্দমতো ছন্দ বাছাই করে নিয়ে আপনার প্রিয় মানুষদের কাছে অনুভূতি প্রকাশ করতে পারবেন।
পোস্টটি আপনার পছন্দ হলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিবেন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন।
©somewhere in net ltd.