![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানালার পাশে বসে ফোনের স্ক্রিনের দিকে বিচক্ষণ চোখে তাকিয়ে অদৃশ্য কি জেনো দেখে সে।হয়তোবা অনুশোচনায় ঘেরা কিছু অতীতের আক্ষেপে মস্তিষ্ক তাকে কিছু স্মৃতির স্মরণে নিয়ে যায়। নিথর মৃতদেহের মতো বসে আছে সে.. ভাবনার গাম্ভির্যে নিমজ্জিত মস্তিষ্ক তাকে হয়তো স্মৃতির কাঠগড়ায় দাঁড় করিয়ে ভুলগুলোর উত্তর চাইছে, হয়তো সে উত্তর দিতে ব্যর্থ। মস্তিষ্ক তাকে অনুতপ্ত করায় আবার মস্তিষ্কই প্রেরণা দেয় ভুলে গিয়ে বেঁচে থাকার।
চিন্তাগুলো অতীতেই সীমাবদ্ধ হয়না। ভবিষ্যৎ পদক্ষেপের ভুলের মধ্যেও অচিন্তনীয় চিন্তার সৃষ্টি করতে পারে।কাঙ্ক্ষিত পদক্ষেপ একটু ভিন্ন হলেই মাঝেমধ্যে তৈরি হয় অনেক ব্যর্থতা আর অনুশোচনার পাহাড়। মস্তিষ্ক তাকে ভুলতে দেয়না এই ব্যর্থতার কথা আর অনুশোচনার পাহাড় বড় হতে থাকে।
ভবিতব্য এবং অতীতব্যের মধ্যেই জীবন সীমাবদ্ধ হয়ে পরে। অতীতের কথা ভেবে বর্তমান কে নষ্টের নদীতে ডুবিয়ে দেয় আর ভবিষ্যতের জন্য তৈরি করে আরেকটি নতুন "ব্যর্থ অতীত"
©somewhere in net ltd.