নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I quit. Be happy

©রায়হান কবীর. আমার অনুমতি ব্যতিরেকে আমার ব্লগ কপি-পেস্ট করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ

রায়হান কবীর

চিকিৎসক সামুতে ৪৭৭৫৭

রায়হান কবীর › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেন্টাইনস ডে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮



প্রিয়া বেজায় ব্যস্ত। রাজীবের অনুরোধে সাড়া দিচ্ছে না। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে রাজীব দেখা করতে চেয়েছিলো। প্রিয়া অফিসের দোহাই দিয়ে এড়িয়ে চলছে রাজীবকে।



রাজীবের চাকরি নেই মাস দুয়েক। এ কারনেই হয়তো প্রিয়া রাজীবের খরচ হবে ভেবে ভ্যালেন্টাইনস ডে তে দেখা করতে চাচ্ছে না, এটাই ধরে নিয়েছে রাজীব। তবু নিজের জমানো টাকা থেকে প্রিয়ার জন্য গিফট কিনেছে রাজীব। প্ল্যান করেছে প্রিয়ার অফিস শেষে ওর সাথে দেখা করবে কিন্তু আগে থেকে ওকে বলবে না।



দেখতে দেখতে ১৪ তারিখ এসে গেলো। প্রিয়া অফিসে, রাজীব তার প্ল্যান নিয়ে ব্যস্ত। সন্ধ্যায় প্রিয়ার অফিসের নিচে উপস্থিত রাজীব, সাথে প্রিয়ার জন্য ফুল, কার্ড আর চকোলেট। প্রিয়া চকোলেট পছন্দ করে এটা রাজীব জানে।



কিন্তু প্রিয়া নামছে না কেন? অন্যান্য দিন এর মাঝেই প্রিয়া কাজ সেরে বেরিয়ে পড়ে। গোলাপ হাতে রাজীব ফোন দিলো প্রিয়াকে।



'হ্যালো রাজীব!'

-' প্রিয়া, অফিসে কি করছো এতক্ষণ? আমি নিচে দাঁড়িয়ে আছি, নেমে এসো'

'রাজীব, আমি বাসায় ফিরে এসেছি, আজ শরীর টা ভালো লাগছে না'



আর কিছু বলতে পারলো না রাজীব। কোনমতে লাইনটা কেটে হাঁটতে শুরু করলো। ফুলটা পড়ে গিয়েছে হাত থেকে এরই মাঝে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ঘুমন্ত আমি বলেছেন: আমি প্রথমে পড়েছিলাম প্রভা ভীষন ব্যাস্ত রাজীবের তাড়নায় :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

রায়হান কবীর বলেছেন: প্রভা-রাজীব সুখে থাকুক।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

তুন্না বলেছেন: এটি জীবন.......মানুষের মন, বোঝা বড় কঠিন.......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

রায়হান কবীর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

আরজু পনি বলেছেন:

এতো সহজেই রাজিবের হার মানা ঠিক হয় নি।





======
আগের সব পোস্ট ফিরিয়ে আনুন প্লিজ।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

রায়হান কবীর বলেছেন: আগের অনেক পোস্টই মানসম্মত হয়নি। তাই কিছু ড্রাফটে রেখেছি।
মানসম্মত মনে হয় এমন কিছু পোস্ট ফিরিয়ে এনেছি।


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

আরজু পনি বলেছেন:

কি যে করেন না!!!!

ব্লগে পোস্ট দিয়ে আবার মডারেট করে রাখেন কেন??

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

রায়হান কবীর বলেছেন: মডারেশন টা বাই ডিফল্ট ছিলো, তাই সমস্যা হচ্ছিলো কমেন্ট দেখাতে। ঠিক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.