![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কাজে সবসময়
১২টা ১ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মদিন উপলক্ষেকেক কাটা হয়।
বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬৭ বছর পেরিয়ে আজ ৬৮-তে পা দিলেন। জন্মদিনের এই শুভলগ্নে মদিনায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইবাদত-বন্দেগি করে এবারের জন্মদিন কাটাবেন বলে জানা গেছে।
আজ সকালে ম্যাডাম (খালেদা জিয়া) তায়েফ থেকে মদিনায় যাবেন। জন্মদিনের শুভলগ্নটি তিনি সেখানেই ইবাদত-বন্দেগি করে কাটাবেন। ১৬ আগস্ট রাতে তিনি মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
খালেদা জিয়া ১৯৪৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। এরপর তিনি সময়ের পরিক্রমায় সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে যোগ দেয়ার মাধ্যমে আপসহীন নেত্রী এবং অবশেষে সফল সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নেন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী হিসেবে তিনবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পঞ্চম থেকে অষ্টম সংসদ পর্যন্ত চারবারই তিনি সাংবিধানিক সুযোগ অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি করে আসনে নির্বাচন করে পাঁচটিতেই বিজয়ী হন।
খালেদা জিয়ার জন্মদিন পালন
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন দলীয় নেতা-কর্মীরা। রাত ১২টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।
ওমরাহ পালনের উদ্দেশ্যে খালেদা জিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাই অন্যবারের মতো এবার আর কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করতে পারছেন না।
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৫
রায়হান রাহী বলেছেন: এটা কে? আপনি নাকি?
২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬
ব্রেথ অব ফেট বলেছেন: না.. আপনার গুলাপি ম্যাডাম!
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪১
রায়হান রাহী বলেছেন: তাহলে প্রোফাইল পিকচারের এটা তুমি?
৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৮
বড় ঠাকুড় বলেছেন:
নেত্রীকে জন্ম দিনের শুভেচ্ছা|
৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩০
ভুদাই বলেছেন: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৬৮ তম জন্মদিনে আন্তরিক অভিনন্দন, প্রানঢালা শুভেচ্ছা ও শুভ কামনা রইল"
বেঁচে থাকুক হাজার বছর আমাদের মাঝে আমাদের প্রাণের দেশনেত্রী বেগম খালেদা জিয়া..জিয়ার সৈনিক এক হও ..
১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৭
রায়হান রাহী বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩১
চাচু বলেছেন: শুভেছা বেগম জিয়া
১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫০
রায়হান রাহী বলেছেন: শুভেচ্ছা
৬| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৩
chai বলেছেন: বিএনপি করেন খুব ভাল কথা। তাই বলে লীগের লোকদের মত নেত্রী যে যে কাজ করেছেন বা করবেন তার সব ভাল বললে তো ভাই হবে না।
১৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৫৫
রায়হান রাহী বলেছেন: মানে কি?
৭| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৩
তীর্থযাত্রী বলেছেন:
৮| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৪
ভুদাই বলেছেন: @ তীর্থযাত্রী, গলায় তাবিজ বানায়া ঝুলায়া রাখ। বেটা নিজের জন্মসাল ঠিক আছে কিনা দেখ।
৯| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৬
বড় ঠাকুড় বলেছেন:
-
@তীর্থ:
আমরে ব্লক করছস কেন বাকশালী?? ব্লক তোল, তোরে আইজকা ওয়াশ করমু!!
১০| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৬
ইউনিকর্নের পুনর্জন্ম বলেছেন:
১১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৭
বেঈমান আমি বলেছেন: খালেদা জিয়ার জন্মদিন কয়টা ?
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯
রায়হান রাহী বলেছেন: আপনার কয়টা?
১২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪১
বাবা নুড়া বলেছেন: +++++++++++++
১৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪২
ম্যানিলা নিশি বলেছেন:
কাঁদো বাঙ্গালি কাঁদো
পদ্মা সেতু চিরতরে হাতছাড়া হয়ে যাবার জন্য কাঁদো
ষোল কোটি বাঙ্গালীকে বাঁশ দেয়ার জন্য কাঁদো।
১৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ১৯৪৬ জানতাম
১৫| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৭
ক্রস ফায়ার০০৭ বলেছেন: অভিনন্দন
১৬| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৮
বড় ঠাকুড় বলেছেন: @বেঈমান:
আবালীয় প্রশ্নটা ঘরে যদি ৭৫ বছর বয়েসী কেউ থাকে তাদের জিগাও যাও|
১৭| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৫০
ইবনে 'উমার বলেছেন: একদিকে শোক আরেকদিনে আনন্দ...এইতো জীবন
১৮| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৪
কামরুল হাসান শািহ বলেছেন: ৬৮তম জন্মদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা
১৯| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৬
কাঠাঁল পাতা বলেছেন:
২০| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ২:০৯
আমি ব্লগার হইছি! বলেছেন: ৬৮ বছর ব্য়স, চেহারা দেখে তো বোঝা যায় না!
২১| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৬
হিম০৬ বলেছেন: ম্যাডামের জন্মদিনে নিরন্তন শুভেচ্ছা।হ্যাপি বার্থডে।
২২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩০
হাদী নয়ন বলেছেন: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৬৮ তম জন্মদিনে আন্তরিক অভিনন্দন, প্রানঢালা শুভেচ্ছা ও শুভ কামনা রইল"
বাংলাদেশ জিন্দাবাদ।
২৩| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১২
তন্ময় ফেরদৌস বলেছেন: সবার কমেন্ট দেখতেসি আর বুঝার চেস্টা করতেসি।
২৪| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:৪১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন:
২৫| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৩১
শিপন মোল্লা বলেছেন: আমি জাতীয়তাবাদীর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী এবং করি কিন্ত খালেদা জিরার আজকের জন্মদিন পালন করতে আমার ভাল লাগেনা তিনি এটা করেও রাজনিতিক ভাবে কোন লাভবান হন না । শুধুই সমালচনা ও নিন্দা কুরায়েছেন। যদি উনি না করতেন এই জন্মদিন তাহলে হয়তো একটি নজির থেকে যেতো রাজনীতিতে। যখন নতুন প্রজন্ম যানতেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সুক দিবস হয়াতে খালেদা জিয়া তার জন্মদিন পালন করা বাদ দিয়েছেন। তাহলে হয়তো সে দল মত সবার কাছ থেকে স্যালুট পেতেন।
২৬| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৬:১৭
সুদীপ্ত কর বলেছেন:
২৭| ১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৩৮
আলাপন বলেছেন: বেগম খালেদা জিয়ার আজকের জন্মদিন পালন করাটা আমার কাছে ভাল লাগেনা। এবং রাজনৈতিক ভাবেও কোন লাভ হয়না । প্রাপ্তি শুধুই সমালচনা ও নিন্দা। যদি উনি না করতেন এই জন্মদিন তাহলে হয়তো একটি নজির থেকে যেতো রাজনীতিতে। যখন নতুন প্রজন্ম জানতেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শোক দিবস হওয়াতে বেগম খালেদা জিয়া তার জন্মদিন পালন করা থেকে বিরত থেকেছেন। তাহলে হয়তো সে দল মত সবার কাছ থেকে স্যালুট পেতেন এজন্য।
তারপরেও উনি জন্মদিন পালন করলে এবং আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে শুভেচ্ছা জানিয়ে গেলাম। ঈদের পরে খাওয়া দিবেন।
২৮| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৩
রিমন রনবীর বলেছেন: শীতের কোল ঘেসে বসন্তের আভাস...
তুমি গায়ে আতর মাখছো এটা কি তারই সুবাস ?
খালেদা তোমার আতরের সে কি গন্ধ
দামি জিনিস
নো কমেন্টস
এইযে মুখ করলাম বন্ধ।
বসন্ত এলো বুঝি
নয়া যৌবন
ভেরি পিনিক
তাইতো ১৫ আগস্টে তোমার জন্মদিন
শুভেচ্ছা ডেলিভারী দিলাম ঠিক ঠিক।
২৯| ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৬
আলাপন বলেছেন: আপনাদের ক্যাচাইল্লাদের নিয়া আমি লিখেছি Click This Link
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২১
ব্রেথ অব ফেট বলেছেন: