![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কাজে সবসময়
শাহবাগের আন্দোলনকর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের খুনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের খুনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে শাহবাগ আন্দোলনে তরুণেরা ঐক্যবদ্ধ হয়েছে। আন্দোলনের উদ্যোক্তা আমাদের প্রিয় এক সন্তানকে গতকাল খুন করা হয়েছে।” ৪৮ ঘণ্টার মধ্যে রাজীবের খুনিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
শনিবার রাজধানীর ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের পাশে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে এদিন রাজধানীর বিভিন্ন স্থানে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের।
সুত্র- View this link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
রায়হান রাহী বলেছেন: ঠিককক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: একটা ছাগল ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রায়হান রাহী বলেছেন: উনি কিন্তু মাওলানা নিজামীর ভগ্নীপতি। জানেন নাকি?
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
েতপান্তর বলেছেন:
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
রায়হান রাহী বলেছেন:
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: উনি যে মাওলানা নিজারীর বোন জামাই, তার প্রমান দেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রায়হান রাহী বলেছেন: পাবনা এবং সিরাজগঞ্জে যোগাযোগ করেন।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
মিতক্ষরা বলেছেন: এইটা কি কোন নূতন কথা?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
রায়হান রাহী বলেছেন: আসলেই। বোকা ব্যাতিত সবাই তাদের ধরে ফেলেছে
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন:
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
রায়হান রাহী বলেছেন:
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
টয় বয় বলেছেন:
হাসিনা পুত্র জয় শাহ বাগে হাজির হয়েছেন, ল্যান্জা আর কত লুকাইবো??
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
রায়হান রাহী বলেছেন: নানার জমিদারী ভালোই উপভোগ করছে।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
বিডি আইডল বলেছেন: শাহবাগে দল-মত নির্বিশেষে তরুণরা আছে...ছাত্রদল এই যদি পালস না বুঝে বেকুবের মত এদিক-সেদিক মন্তব্য মতামত দেয়...দে উইল বি দ্যা লুজারস
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
রায়হান রাহী বলেছেন: ইউ দ্যা রিয়াল লুজার। কারন মিডিয়ার মিথ্যায় আপনিও হুদায় লাফ দিয়েছেন আওয়ামী প্রযোজিত নাটক দেখে।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
রাফা বলেছেন: যুদ্ধাপরাধী ব্যাতিত কাউকে কি শাহাবাগে নিষিদ্ধ করা হইছে! এখানে কারো কিছু লুকোনর নেই।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
টয় বয় বলেছেন: বিডি:
নেতৃত্বে আছে ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক|
ছাত্র ইউনিয়ন|
ছাত্র মৈত্রী|
ছাত্র ফ্রন্ট|
ছাত্রদল সেইটার ধারে কাছে গেলে কোপাইয়া টুকরা টুকরা কইরা ফালাইবো| সুশীল হওয়া বন্ধ করেন| বিএনপির সুশীল চোদনাদের জন্য আজ দলের এই দুরবস্হা|
ছাত্রদল গত ৭ বছর বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটা মিছিল করতে পারছে ছাত্রলীগের পিটানির ঠেলায়??
ছাত্রদল আলাদা কইরা মন্চ করুক প্রেস ক্লাবের সামনে, তাইলে বাচতে পারবো, শাহ বাগে গেলে ফেরত আইতে পারবো না|
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
সাদা রং- বলেছেন: ওতো সত্য কথা বলেছে।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
বিডি আইডল বলেছেন: @টয়...কোপায় কিনা যেয়ে দেখতে বলেন?? এমনিতেও তো আছে দৌড়ানির উপরেই...না হয় এই তরুণ প্রজন্মের সামনে কোপ খেয়ে শহীদ হলোই??
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১
বিডি আইডল বলেছেন: আর শাহবাগে সশরীরে নেতারা না থেকেও পার্টি থেকে একাতত্মা ঘোষণা করতে পারে...এই অবস্হান নিয়ে নেতিবাচক বক্তব্য থেকে বিরত থাকতে পারে....আফসোস খালেদা জিয়ার পাশে আজ পরামর্শ দেবার মত কোন নেতা আর নাই
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
ছবির জীবন বলেছেন: বিডি...
গুলাবি লিপিস্টিক নিয়া ব্যস্ত...
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
মিতক্ষরা বলেছেন: শাহবাগে দল-মত নির্বিশেষে তরুণরা আছে...ছাত্রদল এই যদি পালস না বুঝে বেকুবের মত এদিক-সেদিক মন্তব্য মতামত দেয়...দে উইল বি দ্যা লুজারস
@বিডি আইডল, শাহবাগের বেশ কয়েকটি ইস্যু বিএনপির সাথে খাপ খায় না। তারা তো আমার দেশও পুড়িয়েছে, বন্ধ করার কথা বলছে.......। নয়াদিগন্ত, আমার দেশ কেন বন্ধ করতে হবে? এদের সমস্যা থাকলে প্রেস ক্লাবে মামলা সহ অনেক কিছুই করা যায়। পত্রিকা কেন বন্ধ করতে হবে। ঠিক কি কারনে কি ইস্যুতে পত্রিকা বন্ধ করতে হবে। হত্যার হুমকি দেয়া হয়েছে সবার সামনে। এক জাফর ইকবালকে নাকি শিবির হুমকি দিয়েছিল সেটা নিয়ে কত প্রতিবাদ আমরা করেছিলাম। প্রথম আলোর কার্টুন নিয়ে বাড়াবাড়ির প্রতিবাদ করেছিলাম। আর এখন তো একই সুর দেখছি? এর মধ্যে শাহবাগীদের আহ্বানে সরকার সোনা ব্লগ বন্ধ করে নিজের ক্ষমতা দেখিয়েছে। সোনা ব্লগ আর মাসখানেকের মধ্যেই সবচেয়ে জনপ্রিয় কমিউনিটি ব্লগ হত। ওখানে জামাতীরা লিখত এটা যেমন সত্য, কিন্তু জামাত বিরোধীরাও যে লিখত - এটা তেমনি সত্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
সাবাব ইকবাল বলেছেন: কখনও না। শেখ হাসিনার ডাকে কেউ সারা দেয় নি এই আন্দোলনে। এই আন্দোলন তরুণদের আন্দোলন। এখানে তরুণদের অংশগ্রহণ সতস্ফূর্তভাবে হয়েছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য এখানে নেই। আর হাসিনা আছেন তার মতো। সবাই দেখে স্বার্থ। হাসিনা স্বার্থের কারনে আন্দোলনে যোগ দিয়েছে আবার বি এন পি ঐ স্বার্থের কারনেই চুপ আছে। একমাত্র তরুণরাই দেশকে ভালবেসে পথে নেমেছে।