![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারুণ্যর পছন্দের পোষাক এখন টি-শার্ট। পরতে আরাম সাথে বাহারী ডিজাইনের কারণে টি শার্ট এখন ফ্যাশনে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে। তবে সব কিছুকে পেছনে ফেলে টি শার্ট বর্তমানে একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। টি শার্ট এখন শুধু পরিদেয় বস্তুই নয় এটি একটি শিল্প। টি-শার্ট কে শিল্প বলার অন্যতম প্রধান কারন হলো টিশার্ট গুলোর জমিনে এখন শোভা পাচ্ছে বাংলার সাহিত্য , সংস্কৃতি ও ইতিহাস। প্রতিটি টি শার্ট এর ডিজাইনে ফুটে উঠেছে এক একটি মোটিফ। এ যাবৎ কাল পর্যন্ত টি শার্টের ডিজাইনে সবচেয়ে বেশি উঠে এসেছে রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সুলতান, জয়নুল, হাসন রাজার মুখাবয়ব, ময়মনসিংহ গীতিকাসহ লোকজ মোটিফ গুলো। তবে ক্রমশই ৭ ই মার্চের ভাষণ, স্বৈরাচারবিরোধী আন্দোলেনের স্লোগান, মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্রপট ফুটে উঠতেছে আমাদের টি শার্ট গুলোতে । এছাড়া বিভিন্ন কবিতার পঙক্তি, বিভিন্ন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়মিত শোভা পাচ্ছে টি-শার্ট গুলোতে। যার ফলশ্রুতিতে আমরা বর্তমান প্রজন্ম খুব সহজেই আমাদের সাহিত্য , সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করতে পাচ্ছি। এটি বলতে দ্বিধা নাই যে, আমাদের তরুণ সৃজনশীল উদ্যোক্তাদের বধৌলতে টি-শার্ট আজ শিল্পের কাতারে উঠতে সক্ষম হয়েছে।
©somewhere in net ltd.