নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেছড়া লেখক

রাইয়ান পাটোয়ারী

সম্পাদক, তরুণোদয়

রাইয়ান পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

সাহিট্যিক

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

মিঃ কাসেম মিয়া এ যাবৎ কাল পর্যন্ত তিনি তিন হাতে টাকা কামাইয়া যথেষ্ট ভিত্তশালী হইয়াছেন। হঠাৎ একদিন ফেব্রুয়ারী মাসের মধ্যেভাগে কোনো এক বিশেষ কারণে টিএসসিতে যাইয়া এক অদ্ভুত জিনিসের সাথে তাহার পরিচয় ঘঠিলো। ইহাকে নাকি গ্রন্থমেলা বলা হয়। তিনি ইহার ভিতরে প্রবেশ করিলেন, এবং যথেষ্ঠ পুলকিত হইলেন । না ! কোনো ধরনের বই দেখিয়া পুলকিত হন নাই, মূলত তিনি পুলকিত হইয়াছিলেন উঠতি বয়সের তরুণ-তরুণীরা যখন কোনো লেখক এর গায়ের উপর ঝাপটাইয়া পড়িয়া অটোগ্রাফ সম্মিলিত বই ক্রয় করেন পাশাপশি কুলপি নামক বস্তু তোলা দেখিয়া। আল্লাহতালা তার তিনহাতের বদৌলতে যথেষ্ট টাকা পয়সার মালিক করিয়াছেন কিন্তু এ ধরনের সম্মান তিনি কোনো কালে পাননি। তাই বাসায় ফিরিয়া তিনি সংকল্প আঁটিলেন যেকরেই হোক তহাকে কবি বনিতেই হইবো। তিনি তাহার সিদ্ধান্তে অটুট থাকিয়া কাঁচা দিয়া মাঠে নামিয়া পড়িলেন। তিনি গুগল নামক একখানা পরাজগতে ডুকিয়া লেখক হইবার কোর্স এর সন্ধান করিলেন। কিন্তু তিনি এ যাত্রায় তেমন একটা আলোর মুখ দেখিতে পাইলেন না। তবে কিছুদিনের মধ্যেই তিনি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি নামক দুইখনা যাদুর পাথর আবিষ্কার করিলেন । যাহার দ্ধারা তিনি খুব সহজেই লেখক বনিতে পারিবেন। তাহার চিন্তা ভাবনার ধারুণ অগ্রগতি হইলো বেশ কিছু দিনের মধ্যেই তিনি দুইখানা গ্রন্থের ডিম পাড়িলেন এবং তথাকথিত কিছু প্রকাশককে টাকা দিয়া সেই ডিম থেকে বাচ্ছা ফোটানোর দায়িত্ব দিলেন। বছরান্তে তিনি এই ভাবে বেশ কিছু গ্রন্থে ফোটাইছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.