নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেছড়া লেখক

রাইয়ান পাটোয়ারী

সম্পাদক, তরুণোদয়

রাইয়ান পাটোয়ারী › বিস্তারিত পোস্টঃ

ব্যাঙ্গ রচনা ও আবুল মনসুর আহমেদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১০

বাংলা সাহিত্যে ব্যাঙ্গ রচনার জগতে আবুল মনসুর আহমেদ ছিলেন এক কালজয়ী নাম। মূলত আধুনিক বাংলা গদ্য সাহিত্যে ব্যাঙ্গ রচনা তার সমহিমায় প্রতিষ্ঠা লাভ করেছে আবুল মনসুর আহমেদ এর হাত ধরে। আবুল মনসুর আহমেদ ছিলেন একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক এবং সাহিত্যিক। এই তিনটি শাখায় তিনি তার স্বপ্রতিভার সাক্ষর রেখেছেন। আবুল মনসুর আহমেদকে কোনো নির্দিষ্ট গন্ডিতে রেখে আলোচনা করা সম্ভব না। কারণ তার জীবনদশায় তিনি তিন প্রজন্মের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন তাই স্বভাবতই তার লেখনীর সাথে ওতপ্রতভাবে জড়িত রয়েছে তার রাজনৈতিক ও সাংবাদিক জীবন। তবে আবুল মনসুর আহমেদকে মানুষ আজো আলাদা ভাবে মনে রেখেছে তার ব্যাঙ্গ রচনা সমূহের জন্য। উনিশ শতকের প্রাক্কালে যখন আমাদের সমাজের প্রতিটি অঙনে কুসংস্কার ,হীনমন্যতা আর সমাজের উপর তলার লোকদের অতিমাত্রায় ক্ষমতার লোভ আছন্ন করে ফেলেছিল চারদিকে, ঠিক তখনি এসব কুসংস্কার আর কূপমন্ডুদের বিরুদ্ধে কটাক্ষের বাণ ছুঠাতে কলম হাতে আবির্ভূত হন আবুল মনসুর আহমেদ। আবুল মনসুর আহমেদ এর ব্যাঙ্গ রচনাতে দুটি স্বতন্ত্র বিষয় ফুটে উঠেছিল। ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রুপের বাণ ছুটিয়েছিলেন ঠিক তেমনি ক্ষমতা লোভীদের বিরুদ্ধেও তিনি একই বিদ্রুপের বাণ ফুটিয়ে তুলেছিলেন। যার স্পষ্ট উধাহরন তার ব্যাঙ্গাত্মক গল্পগ্রন্থ ফুড কনফারেন্স , গালিভরের সফরনামা ও আয়না । মূলত এই তিনটি গল্পগ্রন্থতে ঠাই পেয়েছে তার ব্যাঙ্গাত্মক রচনা সমুহ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.