![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৬ ই ডিসেম্বর। মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে জাতির সুর্যসন্তানরা আমাদের হাতে এনে দিয়েছিলেন এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে। প্রতি বছর ডিসেম্বর মাস এলেই বাঙালী জাতি জেগে উঠে সৃষ্টি সুখের উল্লাসে। কারণ বাঙালী জাতির ইতিহাসে এই দিনের তাৎপর্য অপরীসীম। লক্ষ লক্ষ শহীদের এক সমুদ্র রক্ত ও বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক সৈনিকদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের কাঙ্খিত বিজয়।
আমরা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখিনি। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সর্বদাই অনুপ্রাণিত করে। মুক্তিযোদ্ধারা সেদিন যেই চেতনাবোধে উদ্ভদ্ধ হয়ে নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করে ঝাপিয়ে পড়েছিল পাক হানাদারদের উপর , সেই একই চেতনাবোধে আমরা বর্তমান প্রজন্ম যদি উদ্ভদ্ধ হতে পারি তবেই আমরা দ্বীতিয় প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারবো।
প্রায়শই আমরা মুক্তিযোদ্ধের চেতনার কথা শুনি, কিন্তু অত্যান্ত দুঃখজনক হলেও সত্য আমরা বর্তমান প্রজন্মের অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধের চেতনা অনুধাবন করতে পারি না। আমরা যদি আমাদেরকে ভেঙে চুরে ৭১ এ নিয়ে দাড় করাতে পারি, যদি সেদিনে বীর মুক্তিযোদ্ধাদের বুক চিতিয়ে লড়াই করার দৃশ্য আমাদেরে রোমাঞ্চিত করে, সেদিনের গুমোট পরিবেশ যদি আমাদের শিহরিত করে, পাক বাহীনির নির্যাতনের দৃশ্য যদি আমাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘঠায়- কেন সেদিন আমরা জন্ম নিলাম না। তবেই বুঝতে পারবো আমরা প্রকৃত মুক্তিযোদ্ধের চেতনাবোধ ধারন করতে সক্ষম হয়েছি। আর সেই চেতনার বাস্তবায়ন ঘঠাতে হবে বর্তমানে । তবেই আমরা একাত্তরের বীর সেনানীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে সক্ষম হবো। আর চতুর্ত শিল্প বিপ্লবে অর্জন করতে পারবো আমাদের কাঙ্খিত অর্থনৈতিক বিজয়কে।
৭১ এর এমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার নিজের মুর্খতার পরিচয় দিয়ে বলেছিলেন বাংলাদেশ তলাবিহিন ঝুড়ি। আসলে তিনি বাঙালীদের শক্তি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি জানতেন না আমাদের আছে শেখ মুজিবের মতো নেতা, আমাদের আছে ৭ ই মার্চের ভাষণের মতো অফুরন্ত প্রাণশক্তির আধার,,,, আমাদের আছে গৌরবের, বীরত্বের ,, সাহসিকতার ইতিহাস । একটি জাতি তার কাঙ্খিত লক্ষ্য পৌছাতে চাইলে এর থেকে আর বেশি কি দরকার । আমরা বর্তমান প্রজন্ম এই সাহসিকতার ইতিহাসকে পুজি করে আমরা আমাদের দেশকে বিশ্বের বুকে তুলে ধরবো এক উন্নত রাষ্ট্র হিসেবে। আজকের এই বিজয় দিবসের এই হোক আমাদের তরুণ প্রজন্মের প্রতিজ্ঞা।
©somewhere in net ltd.