![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
আকাশের বিশালতা কমবেশি আমাদের সবাইকে হাতছানি দিয়ে ডাকে। কিছু কিছু মানুষের পক্ষে এই হাতছানি এড়িয়ে যাওয়া সম্ভব হলেও কারো কারো পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু সেই কথা ভেবে কষ্ট পাই, যে সব মানুষ আকাশের বিশালতার হাতছানি স্বাদরে গ্রহণ করে সেই সব মানুষের মন পাখির মতো মুক্ত, তহলে বাকি সব মানুষের মন কি মুক্ত নয়? তাদেরকে কি আমরা মুক্তমনা বলতে পারব না?
তারা আসলেই মুক্ত। তাদের মুক্ত মন নানা কারণে নিজের মুক্ত ভাব প্রকাশ করতে পারে না। অপ্রিয় হলেও সত্য যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মুক্ত চিন্তাগুলোকে প্রকাশ করতে দেয় না। আমাদের সমাজ কোন ভাবেই মানতে চায় না আমাদের মুক্ত চিন্তা আমাদের সমাজ উন্নয়নের জন্য শুধু প্রয়োজনই নয়, বরং অপরিহার্য।
মানুষের একটি অনেক বড় দর্শন যা মানুষ সহজে স্বীকার করতে চায় না তা হল, আমরা আমাদের কঠিন সময় ও আমাদের সামগ্রিক প্রয়োজন উপলব্ধি করতে পেরেও আমরা আমাদের অলসতা কিংবা কর্মবিমুখিতার কারণে আমরা আমাদের অপূর্ণতা পূরণ করতে পারি না। যা আমাদের স্বাধীন সফলতার পেছনে অন্যতম বাধা।
আমার মনে হয় মানুষই এক মাত্র প্রাণী যে কিনা বিনা কারণেই নিজের ক্ষতির কথা জেনেও চুপ করে থাকে। যদিও খুবই কম সময় তা আমরা দেখি না। শুধু একটু খানি কাজ না করার জন্য আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। অনেক সময় আমরা কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদের করণীয় কাজ করতে পারি না।
দিন দিন মুক্ত মনের মানুষ কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের রক্তে মুক্তির নেশার তেজ দিন দিন কমছে। আকাশের মতো বিশাল হওয়ার জন্য আমাদের প্রয়োজন নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা। আকাশের যেমন শেষ সীমানা খুঁজে পাওয়া ভার, তেমনই আমাদের বুদ্ধির দৌড় ও হতে হবে অসীম। কোন প্রকার নিরাশায় ভর করা যাবে না। আকাশের রং নীল। সেই নীলের মধ্যে কালোর কোন স্থান নেই। তেমনই আমাদের মনের সকল অন্ধকার দূর করতে হবে। তবেই না আমরা আকাশ হতে পারব।
আকাশ সকল মুক্তপ্রাণীদের নিরাপদ আশ্রয়, সেই সাথে নিরাপদ বিচরণ স্থান। আমাদের অন্তরে সেই রকম এক প্রকার অভয়াস্রম তৈরি করতে হবে যেন সকল মুক্তমনাদের জন্য তা নিরাপদ হতে পারে। এমনকি আমাদের মনটাকে সেই সব মানুষদের জন্যও তৈরি করতে হবে যে সব মানুষ সামান্য সহানুভুতি পেলেই ভালো মানুষে রূপান্তরিত হবে। মনটাকে সব সময় উন্মুক্ত রাখতে হবে, যেমনটা সব সময়ই আকাশ উন্মুক্ত থাকে।
২১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর পোষ্ট। ভেবে দেখার মত ভাবনা। ভাল লাগল। ধন্যবাদ।।