নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

চাকর বানানোর রোডম্যাপ

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৭

আমি যদি বলি আজ বাংলার মানুষের সুখ নেই, শান্তি নেই তাহলে কি সেই কথাটা বলা খুব অপরাধ হয়ে যাবে ? অনেকেই বলতে পারেন আমরা তো সুখেই আছি, শান্তিতে আছি। তাহলে আপনাদেরকেই বলতে চাই, সুখে আছেন ঠিক আছে, কিন্তু শান্তিতে নেই। কারণ, আমার মতে নিজেকে নিয়ে ভালো থাকাটা হচ্ছে সুখ কিন্তু সকলকে নিয়ে ভালো থাকাটাই শান্তি। আমরা সকলে কি ভালো আছি?
না নেই। আমাদের হাজার হাজার বেকার যারা শিক্ষার বড় ডিগ্রি নিয়েও আজ কর্মহীন তারা ভালো নেই। আজ দেশে কর্মসংস্থান কম। তার উপর আমাদের শিক্ষা ব্যবস্থা এক মরার উপর খরার ঘা হয়ে আছে। শুধু মুখস্থ করছি আর কিছুদিন পর ভুলে যাচ্ছি, শিখছিনা কিছুই। তাই তো আমাদের সৃজনশীলতার বড়ই অভাব। সৃজনশীলতা ছাড়া এই জাতি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তা আমি কিছুতেই বুঝতে পারি না।
ব্রিটিশরা আমাদের শাসন করার জন্য শিক্ষা ব্যবস্থা এমন ভাবে সাজিয়েছিল যেন আমরা সারা জীবন চাকর হয়ে থাকতে পারি। সেই চাকর হওয়ার পথ এখনো খোলা আছে। উপনিবেশিক শাসনের মতো এখনো আমরা শোষণের শিকার হচ্ছি। আর চাকর বানানোর প্রক্রিয়াতো প্রতিনিয়তই চলছে। সেই প্রক্রিয়ার সাথে গা ভাসিয়েছে আমাদের অবুঝ অভিভাবকরাও। আজকে আমাদের এমন শিক্ষা দেওয়া হয় যা আমাদের প্রশ্ন করার কোন সুযোগ দেয় না। আমারা বকার মতো তা গিলে খেয়ে ফেলি। জায়গা মতো গিয়ে সেই গিলে ফেলা শিক্ষা আবার বমি করে আসি। কথা বলার মতো কোন মানুষ আমাদের পাশে নেই। যারা আছে তারা কোন এক অজানা কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে।
এখন সবাই পড়ালেখা শেষ করে চাকরির পেছনে ছুটে বেড়ায়। উদ্যোক্তা হওয়ার ভূত কারো মাথায় চাপে না, যদিও চাপে তা খুব কম এবং পরিবেশ তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে।
এখন যে হিসেবে সাহিত্যিক, কবি, বিজ্ঞানী, দার্শনিক বের হওয়ার কথা সেই হারে কি বের হচ্ছে? কেন বের হচ্ছে না? কারণ আমাদের সমাজে টাকার দাম এই সবগুলোর চেয়ে মনে হয় সামান্য বেশি। তাই তো টাকা উপার্জন করাটাই মানুষের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, হোক তা বৈধ কিংবা অবৈধ উপায়ে।
আমাদের দেশের কতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা করেন? গবেষক শিক্ষকের সংখ্যা খুব কম। তাদের গবেষণা মুখী করার জন্য যথেষ্ট উদ্যোগ কোথায়? তার চেয়ে বরং জাতির পরিচালকদের সময় কাটে সভা সমাবেশ করে। কিন্তু এই ভাবে আর কত দিন?
গ্রাজুয়েশন করে আজ হাজার হাজার যুবক বেকার জীবন কাটাচ্ছে। কিন্তু দুই একজন বাদে কাউকে নিজের উদ্যোগে উদ্ভাবনী কিছু করতে দেখা যাচ্ছে না। আমাদের সরকার তাদের না দিতে পারছে প্রয়োজনীয় মূলধন, না দিতে পারছে প্রয়োজনীয় মানসিক সাহায্য। কেউ যদি নতুন কিছু করছে সেই জায়গায় চাঁদার জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কতিপয় দলীয় ক্যাডার যাদের মাথার উপর আশীর্বাদের হাত রাষ্ট্র পরিচালকদের। এভাবেই থেমে যাচ্ছে নতুনের নতুনত্ব।
তোমার পড়ালেখা শেষ এখন তুমি একটা ভালো চাকরির খোঁজ করো। এই শিক্ষা আমাদেরকে যুগ যুগ ধরে দিয়ে যাচ্ছে আমাদের মেরুদণ্ডহীন সমাজ ব্যবস্থা। যে ভালো চাকরি করে না সে নিঃসন্দেহে ভালো নয়। তার জীবন জাপন ভালো নয়। তার বউও সুন্দর হবে না। এই রোডম্যাপ আর কতদিন চলবে?
আমাদের দৃষ্টি ভঙ্গি বদলানো দরকার। এই চাকর বানানোর রোডম্যাপ বন্ধ করতে হবে। আমাদের তরুণ প্রজন্মকেই নতুন ভাবে চিন্তা করতে হবে। অন্যথায় জাতি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে না।
আমাদের মনভাব তৈরি করতে হবে যে “আমরা চাকরি নেব না দেব”।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

মাহিরাহি বলেছেন: চিন্তনীয়

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। চিন্তা আমাদের সবারই করা উচিৎ। চিন্তা করতে থাকুন, কিছু পেলে শেয়ার করতে ভুলবেন না।

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

সত্যের অন্বেষণকারী বলেছেন: কোন নতুন বিনিয়োগ হচ্ছে না তাহলে কি ভাবে চাকুরির বাজার সৃষ্টি হবে।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু রাস্তা অলিখিত ভাবে বন্ধ করে রাখা হয়েছে। সমস্বরে আওয়াজ তুলতে হবে।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

ক্যাকটাস বলেছেন: এখানে যোগ দিন আমরা সব দাবি আদায় করব এক এক করে....https://www.facebook.com/groups/864800680294156?ref=m_notif&notif_t=like

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: ন্যায়সঙ্গত যে কোন কাজে আমাকে পাশে পাবেন, কথা দিলাম।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০

ক্যাকটাস বলেছেন: এখানে যোগ দিন আমরা সব দাবি আদায় করব এক এক করে...

https://www.facebook.com/groups/864800680294156?ref=m_notif&notif_t=like

৫| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: ন্যায়সঙ্গত যে কোন কাজে আমাকে পাশে পাবেন, কথা দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.