![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
হাজার বছরের পরিক্রমায় আমরা পাল্টে ফেলেছি আমাদের পোশাক , বাহ্যিক আবরণ ও আমাদের আচরণ। আমরা নিজেরাই নিজেদের জাহির করেছি সভ্য হিসেবে। প্রাচীন মানুষদের আখ্যায়িত করেছি অসভ্য , বর্বর, চাষা হিসেবে। কোন রকম অনুশোচনা হয়নি আমদের যদিও তারাই ছিল আমাদের পূর্ব পুরুষ । কিন্তু এই কথাটা অপ্রিয় হলেও সত্য যে, আমাদের সমসাময়িক অবস্থা আমাদের মেনে নিতে বাধ্য করাচ্ছে যে, আসলে তারাই ছিল সভ্য এবং তাদের বদলে আমরাই হচ্ছি অসভ্য।
আমার কথা গুলো পড়ে অবাক লাগছে, তাই তো? লাগারই তো কথা। আমরা বাস করি আধুনিক যুগে । তাহলে আমরা যে অসভ্য তার যুক্তি কি? যুক্তি তো আছেই। তবে আমার কথা খারাপ লাগলেও আমাকে দোষী ভাববেন না, কারণ কথা গুলো অপ্রিয় হলেও সত্যি।
আমরা সভ্য তাই আমরা পহেলা বৈশাক পালন করি অনেক আয়জনের মাধমে। কিন্তু অনুষ্ঠান স্থলে তরুণীদের শাড়ি ধরে টানা, তাদের ব্লাউজ ছিরে ফেলা আমাদের অসভ্য আচরণের দিকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা বড় বড় গাড়ি ব্যবহার করি । তাহলে অবশই আমরা প্রাচীন মানুষদের চেয়ে সভ্য,কারণ আমরা সভ্যতার উপাদান ব্যবহার করি । তাই যদি হয় তাহলে আধুনিক যুগে আমার সভ্য হয়ে সভ্যতার উপাদান ব্যবহার করে চলন্ত গাড়িতে যে তরুণী ধর্ষণ করি , সেটাও কি সভ্য মানুষের আচরণ ?
আমাদের তরুণেরা (সভ্য) যেন ইভটিজিং না করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে সে জন্য আমাদের সরকার প্রতি জেলায় কেন্দ্রীয় ভাবে সকল স্কুল এর ছাত্র ও ছাত্রী নিয়ে সমাবেশ করে সকলকে শপথ করিয়েছে । আমি নিজেও বাক্তিগত ভাবে তেমনই এক অনুষ্ঠানে উপস্থিথ ছিলাম । মহৎ অনুষ্ঠানের মহত্ত্বটা আমার মনে ঠিক তখনই মলিন হয়ে গিয়েছিলো যখন আমি দেখেছিলাম এক ছেলে ডান হাত তুলে শপথ করছে ঠিকই কিন্তু একই সময়ে বাম হাত দিয়ে অদূরে দাঁড়ানো একটি মেয়েকে ঢিল ছুঁড়ছে । সভ্য হতে এসে আমাদের অসভ্য আচরণ! আসলে দোষ কার? সভ্য যুগে আমাদের আচার-আচরণ এমন কেন ? আমরা যদি খারাপ কাজ না করার শপথ নিতে না নিতেই খারাপ কাজ করি তাহলে কিভাবে আমরা সভ্য হলাম?
বাস, ট্রেন ইত্যাদি যান – বাহনে যাতায়াত করার সময় আমরা যাত্রার শুরুতে বা মাঝে সেলফি তুলি । আমার পেছনের সিটে যে লোক মহিলা বা তরুণী বসে আছে সেটা কি আমরা লক্ষ্য করি? আধুনিক সভ্যতার দোহাই দিয়ে আমরা সভ্য হচ্ছি নাকি অসভ্য হচ্ছি সেটা তো আমরা ভাবীই না বরং আমরা কি কোন দিন ভেবেছি যে, আধুনিক সভ্যতা আমরা কি ভাবে ব্যবহার করছি?
মোবাইল ফোনে আমরা কেন মেয়েদের বিরক্ত করবো? কেন ইনটারনেটে অন্য কারো খারাপ ছবি ছড়িয়ে দেবো?
তবুও আমরা এ সব করি । কেন করি তাও জানি । কিন্তু আমরা নিজেদের সংশোধন করি না। আমরা এমন এক সভ্য জাতি যারা নিজেদের দোষ বুঝতে পেরেও তা সংশোধন করার জন্য কোন রকম চেষ্টা করি না । সমাজের মহৎ বাক্তিরা প্রতিনিয়ত আমাদের আত্ম-উন্নয়ন যেন সাধিত হয় তার জন্য সংগ্রাম করে আসছেন । কিন্তু আমাদের জন্য তাদের এই শ্রম এর আমরা কোন মূল্য দেই না । উদাহরণ সরূপ বলা যায় যে, প্রতিনয়ত যে কলাম গুলো বিভিন্ন সংবাদ পত্রে লেখা হয় সে গুলো আমরা কজনই বা পড়ি? এসব পড়লে যে আমাদের আত্মার উন্নয়ন হয় তা আমরা কেউ বুঝতে চাই না।
“পদ্মানদীর মাঝি” উপন্যাসে লেখক তৎকালীন সমাজ ব্যবস্থার সাথে মানুষের সামগ্রিক জীবন যাপন এর চিত্র তুলে ধরার জন্য বলেছেন “প্রাচীন সভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার”। প্রাচীন কালের মানুষদের আমরা অসভ্য বলি । আর এখন যদি আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে আমরা যা দেখতে পাই তা যদি লেখকের ভাষায় বলতে হয় তাহলে বলতে হবে “আধুনিক সভ্যতার আবেষ্টনী, অভিনয় ঘৃণিত সমাজ ব্যবস্থার”।
শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের উচিৎ সভ্য রুপ ধারণ করা, সভ্যতার উপাদান গুলো সঠিক ভাবে ব্যবহার করা, সর্বোপরি প্রাচীন মানুষদের খারাপ গুণগুলো বর্জন করে তাদের ভাল গুণগুলো গ্রহন করা । তাহলে জনে জনে আর বলতে হবে না আমরা সামাজিক জীব । আমাদের সামাজিক কর্মকাণ্ড গুলোই আলোকপাত করবে আমরা কতোটুকু সামাজিক।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় পাশে থাকেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
নিষিদ্ধ নির্ঝর বলেছেন: ভাই আমার বোঝায় ভুল থাতে পারে......আপনি কি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে দোষ দিয়েছেন??আর সভ্যতার বিকাশের সাথে সাথে কিছু বেজন্মা এস ইউজইয়্যাল জন্মাবে তাই বলে আপনি সভ্যতা ওইসব বেজন্মাদের দিয়ে বিচার কিভাবে করবেন!!!
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: না ভাই আমি জন্মনিয়ন্ত্রণ কে দোষ দিচ্ছিনা। আপনি তো ভালো করেই জানেন, একশ লিটার দুধ নষ্ট করার জন্য এক গ্রাম গোবরই যথেষ্ট।
কষ্ট করে লেখা পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪
আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: ভালো লেখা।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: খুব ভাল লেখা। ধন্যবাদ
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে লেখা পড়ার জন্য ধন্যবাদ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: প্রাঞ্জল ও স্পষ্ট বক্তব্যের জন্য সাধুবাদ।
যে লাইনে আপনি চিন্তা করেছেন, ক'জনাই বা সেটা করে?
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৪
রায়হানুল এফ রাজ বলেছেন: লেখা ভালো লাগার জন্য ধন্যবাদ। আমাদের সবারই এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করা উচিৎ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
দিন বদলে যাচেছ।