![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
ভাবতে পারছিনা আর কিছুই। ভাবনাগুলো কোন ভাবেই শেষ হতে পারছে না। দেশের মেধাগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছে। কি দোষ তাদের? তাদের কি শান্তি মতো মৃত্যু বরণ করাও হবে না? ১৯৭১ এ একবার বাঙালি জাতিকে মেধাশূন্য করার প্রয়াস চালানো হয়েছিলো। যার শিকার হয়েছিলো বাংলার অগণিত মেধাবী সন্তান। এই শতাব্দীতে এসেও কোন এক অজানা কারণে শুরু হয়েছে সেই হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি। তখন না হয় দেশে যুদ্ধ চলছিল। কিন্তু এখন তো দেশ স্বাধীন।
আমাদের সরকার কি চাইছে? জয়কে হত্যার পরিকল্পনা করা হয়েছিলো বিদেশে সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়, কিন্তু দেশের ভেতর এত খুন, ধর্ষণ, অবিচার হচ্ছে সেইসবের কোন রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না কেন? আমরা সাধারণ মানুষ কি ঘাস খাই নাকি? নাকি এখনো ফিডার খাই?
কাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে এই সব করা হচ্ছে তা অচিরেই বের করা হোক। সেই সাথে নিশ্চিত করা হোক প্রতিটি মানুষের নিরাপদ পথ চলা।
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: কিন্তু কিছু সময় আমাদের অবচেতন মন আমাদের ঠিক সেই ভাবে ভাবতে দেয় না। কিছু বিশেষ মুহূর্তে তা হয়েই যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: তখন না হয় দেশে যুদ্ধ চলছিল। কিন্তু এখন তো দেশ স্বাধীন -- কতটা স্বাধীন? আমরা কি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণতান্ত্রিক পন্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছি?
০৫ ই মে, ২০১৬ রাত ১:৩৭
রায়হানুল এফ রাজ বলেছেন: না পারছি না। আমরা এখন প্রভুভক্ত স্বাধীন।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২
কালনী নদী বলেছেন: যদি আসামিই হয় পরামর্শদাতা তাইলে বিচারকার্যে আসবে কেমনে সমতা?
দেখেও না দেখার ভান করেন, বেঁচে থাকবেন অনেকদিন।