নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘু নির্যাতনঃ নিরাময়ে জনমত প্রয়োজন

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৪৭


টিভি, পত্রিকা, অনলাইন নিউজ, ফেসবুক সামাজিক যোগাযোগের মাধ্যম যে জায়গায় যাই না কেন সবখানে যে বিষয়ে আলোকপাত করা হয় তা হল সংখ্যালঘু নির্যাতন। এই বিষয় এতই প্রকট হচ্ছে যে সমাজে এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু এই স্পর্শকাতর বিষয়টির দিকে সরকারের যে সুদৃষ্টি আছে তা আমার বোধগম্য হচ্ছে না। সরকার এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। লোক দেখানো আইন প্রয়োগ চাই না। চাই সমন্বিত উদ্যোগ সেই সাথে প্রয়োজনীয় জনমত। সবাইকে এক হয়ে এই অন্যায়ের প্রতিবাত করতে হবে।
প্রথম আলোতে পড়লাম ঝিনাইদহের নলদাঙ্গায় পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার পর সেই এলাকার মানুষ আতঙ্কে দিনযাপন করছে। দিনের বেলায়ও মানুষ একলা চলতে ভয় পাচ্ছে। হিন্দু-অধ্যুষিত এই এলাকায় ২০টির মতো ছোট বড় মন্দিরে পূজা-অর্চনা চলছে সীমিত ভাবে। আবার ১০ জুন জামাইষষ্ঠীর কোন পূজা সেখানে হয় নি।
এটি একটি ঘটনা। সারা বাংলাদেশে এমন আরও অনেক ঘটনা ঘটছে। কিন্তু আর কতদিন? এটা সহ্য করার মতো কোন ঘটনা নয়।
দেশ মদিনা-সনদ, সংবিধান, ধর্ম-নিরপেক্ষতা, সাম্প্রদায়িক যে নিয়ম অনুযায়ী চলুক না কেন, সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পরে।
কিছু মানুষকে বলতে শুনি এই সব স্বাভাবিক ঘটনা। আপনারা কোথায় এটা পেলেন? পবিত্র কুরআন ও হাদিসে স্পষ্ট উল্লেখ আছে তারা আমাদের আমানত। তাদের কষ্ট নয় বরং তারা যেন ভালো থাকে আমাদের সেই ক্ষেত্র তৈরি করতে হবে।
আল্লাহ্‌-তায়ালা সুরা আল-কাফিরুনের শেষ আয়াতে বলেছেন, হে নবী আপনি বলুন, তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য।
আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি। অল্প কিছু মানুষের জন্য সংখ্যালঘু নির্যাতন হবে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই মিলে সোচ্চার হই। তারা অন্য ধর্মের হলেও তারা আমাদের আপনজন। মানবিক দিক বিবেচনা করেও আমাদের এগিয়ে আসা উচিৎ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:০৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: দেশে কি সংখ্যাগুরু লোক নির্যাতিত হচ্ছে না?
দু'একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, তারমানে এই নয় যে, দেশের সংখ্যালঘু অনিরাপদ!

আসল কথা হচ্ছে এটাই যে, দেশে সংখ্যাগুরু, সংখ্যালঘু সবাই ই এখন অনিরাপদ!!

২৬ শে জুন, ২০১৬ রাত ১১:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: এটা আপনি যথার্থ বলেছেন। ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:




বাংগালীরা জেনেটিক্যালী ভারত বিরোধী, সেই ক্ষোভ উড়াচ্ছে হিন্দুদের উপর।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: এভাবে মানবতা তো টিকবে না। জনমত প্রয়োজন।

৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: যেকোন নির্দোষ, নিরীহ প্রাণ হরণ, নিপীড়ণ, নির্যাতন করা আমাদের ধর্মে কঠোরভাবে নিষেধ করা আছে। অথচ আমরা অনেক সময় ধর্মের নামেই তা করে থাকি।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

রায়হানুল এফ রাজ বলেছেন: ধর্মান্ধতাই এর অন্যতম কারণ।
ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানবেন।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৮

মহসিন ৩১ বলেছেন: যে ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই পল্লির জনপদে ঘটছে। সুধু প্রতিক্রিয়া বাক্ত করে থামানোর বিষয় নয় এসব । ...... সামাজিক মূল্যবোধগুলির বিশাল কোন পরিবর্তন হয়েছে কিনা সেটা নিয়ে ভাবা উচিৎ আমাদের। স্কুল , কলেজ, মাদ্রাসাতে পড়ুয়াদের সংখ্যাধিক্য হয়েছে অথচ সহশিক্ষা নাই বললেই চলে ওসব অঞ্চলে।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি ঠিক বলেছেন। তবে আমাদের সকলের প্রয়োজন সমন্বিত জনমত।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

মহসিন ৩১ বলেছেন: আমি যতদূর জানি বিদেশে অপ্রাপ্ত বয়স্কদের নিয়ে সরকার কিছু গবেষণা প্রকল্প হাতে নিয়ে থাকে; যাতে তারা ভবিষ্যত সুনাগরিকের স্থান দখল করতে পারে, অথচ আমাদের আশেপাশেও শিশু এবং অপ্রাপ্ত বয়স্কদের কোথাওই কোন সামাজিক সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। একমাত্র পরিবারের সাপোর্ট টুকু ছাড়া ।

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সরকার নিজের ক্ষমতা আর বিরোধীদের নিধনে এতই চাপে থাকে যে তরুণদের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.