![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
প্রতি বছরের মত এবারও ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে গরু কুরবানি দেওয়া হয়েছে। আবার আশেপাশে চামড়ার হাটও বসেছে। ধর্মীয় মতে হিন্দু ধর্মে গরু খাওয়া হয় না। কিন্তু বার বার তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্দিরের পাশে গরু কুরবানি দেওয়া হয়। এটা কেন? তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নি।
এটা সংখ্যালঘু নির্যাতনের শামিল। এত জায়গা থাকতে মন্দিরের আশেপাশে এই কাজ না করলেও হত।
যারা মুসলিম তাদের কাছে কিন্তু সংখ্যালঘুরা আমানত। তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কাম্য নয়।
আসুন আমরা সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: তাই বলে অন্যের ক্ষতি করে???
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৯
মুসাফির হাসান বলেছেন: ওহ! মিয়া আপনি কোন বন থেকে ওঠে আসলেন?
শুধু তাদের কথায় আপনার মাথায় ধরলো, তার ওদের কথা?
কোরবানী বন্ধ করার জন্য তো তারা অস্ত্র হাতে নিতে প্রস্তুত।
সেটা কই গেল, যে যার ধর্ম পালন করবে, কিন্তু তাতে কেন
বাধা আসবে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০
রায়হানুল এফ রাজ বলেছেন: সেটা অবশ্যই খারাপ। যৌক্তিক বিরোধিতা করেন। সাথে আছি।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: lol
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২
রায়হানুল এফ রাজ বলেছেন: "বিচার মানি তালগাছ আমার" দর্শন এমন হলে লোল তো মনে হবেই।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
ইসলাম ধর্মের উৎপত্তি আরবেরা, আরবেরা ভয়ংকর হিংসুক; সেটা ধর্মের সাথে বহন করছে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২২
রায়হানুল এফ রাজ বলেছেন: এই একটি দিকই আপনার চোখে পড়লো???
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২১
খায়রুল আহসান বলেছেন: যারা মুসলিম তাদের কাছে কিন্তু সংখ্যালঘুরা আমানত। তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কাম্য নয়।
আসুন আমরা সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি -- আপনার এ উদার দৃষ্টিভঙ্গী প্রশংসাযোগ্য। ফেৎনা ফ্যাসাদ পরিহার করা মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩
নাইম রাজ বলেছেন: বুঝতে পারছি না কি কমু ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৫
রায়হানুল এফ রাজ বলেছেন: যুক্তি যুক্ত যে কোন সমালোচনার জন্য স্বাগতম।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৫
মনোটোনাস মনোলগ বলেছেন: " আরে মিয়া ! হিন্দুদের অনুভূতি নিয়া আমরা চিন্তা করমু কা ? অনুভূতি আছে খালি আমাগো । অগো মন্দিরের মইধ্যে ফালাই নাই এইতো বেছি ! "
হিউম্যানস অফ নিউইয়র্ক নামের এক ফটোগ্রাফি ভিত্তিক ফেসবুক পেজ এ একজন অখ্যাত পন্ডিতের ফটো-ইন্টারভিউ পড়েছিলাম । উনাকে প্রশ্ন করা হয়েছিল উনার মতে আজকালকার ক্যাওটিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ "একটি" দর্শন কি হতে পারে । উনি যেটা বলেছিলেন সেটা অনেকটা এরকম - "তোমাদের সন্তানদের এটা ভাবতে শেখাও যে তার নিজের জন্য যেটা খারাপ সেটা বাকি সব মানুষের জন্যই খারাপ । নিজের জন্য একরকম স্ট্যান্ডার্ড আর বাকিদের জন্য আরেক রকম স্ট্যান্ডার্ড, এরকম চিন্তা যেন তারা না করে ।"
শুনতে খুব সাধারণ মনে হলেও, এটা খুব গুরুত্বপূর্ণ জীবন দর্শন । বিশেষ করে, সংখ্যায় গরিষ্ঠ যারা, তাদের এটা মনে রাখা টা বেশী দরকার ।