নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভালোবাসাহীন জগতের বাসিন্দা, জীবন যেখানে নীরস। প্রতিনিয়ত খুঁজে যাই ভালবাসার রূপ এবং অবগাহন করতে চাই যুক্তির সাগরে।

রায়হানুল এফ রাজ

আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।

রায়হানুল এফ রাজ › বিস্তারিত পোস্টঃ

পরীর জন্য ভবিষ্যৎ চিন্তা

১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৭



আমার দুই বছর বয়সী মেয়েটা সারা বাড়ি জুড়ে থপথপ করে হেঁটে বেড়ায়। ড্রয়িং রুম থেকে রান্না ঘর, আমার স্টাডি রুম থেকে আমার বাবা মায়ের রুম কোথাও কোন দরজা বন্ধ করে রাখা যাবে না। করলে চিৎকারে সারা বাড়ি মাথায় তুলবে। সে হাঁটে আর আমি অপলক তাকিয়ে থাকি। মাঝে মাঝে তো অফিস যাওয়ার কথাই ভুলে যাই। আমার বউ আমাকে চোখ রাঙায়। পাছে মেয়ের নজর লাগে। আমি ঐ সব হিসেবের মধ্যেও নেই না। সে কি বলছে বলুক। ওত কথা তো শুনলে চলবে না।
বিয়ের আগে একটা ছোট্ট পরীর স্বপ্ন দেখতাম। কল্পনায় লাল রঙের ফ্রকে তাকে সাজাতাম। দেখতাম চোখের সামনে সে হাঁটছে, দৌড়াচ্ছে। কিন্তু আমার মেয়েটা সেই পরীকেও হার মানিয়েছে। মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই। এতো সুন্দর একটা পরী আমার ঘরে!
যখন আমি লিখতে বসি তখনকার সেই সময়টা হচ্ছে আমার মেয়ের কাছে সবচেয়ে অপ্রিয় সময়। দুই বছরের মেয়েটা যে কীভাবে বুঝেছে যে আমি এই সময় তাকেও পাত্তা দেই না আমি সেটা নিজেও বুঝি না। সে আমার পাশে এসে মাউসের তার নিয়ে টানাটানি করে। মাউস হাতে দিলে সেটার ইউএসবি পোর্ট হাতের মুঠোয় নিয়ে মাউসটাকে গাড়ি বানায়। আর আমার দিয়ে মুচকি হাসে। আমি অবাক হয়ে যাই।
যখন আমি আমার মেয়েকে নিয়ে আবেগে গড়াগড়ি করি ঠিক তখনই তার অল্প অল্প বেড়ে ওঠা আমাকে ভাবায়। শুধু ভাবায় না, কাঁদায়। এই মেয়েটা বড় হলে রাস্তায় একা একা চলতে পারবে না। হায়েনারা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাবে, সময়ে অসময়ে বিরক্ত করবে, পারলে খুবলে খাবে। আমি আর কিছু ভাবতে পারি না, ভাবতে চাইও না।
যারা ক্যামেরার সামনে অনেক বড় বড় কথা বলেন তারা কি পারবেন আমার এই পরীটির জন্য একটি সুন্দর, নিরাপদ, সুশৃঙ্খল সমাজ গড়ে দিতে?

ছবিঃ ইন্টারনেট
© লেখক
রায়হানুল ফেরদৌস রাজ
ঝিনাই কুঁড়ির পাড়
পঞ্চগড়।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৪৮

দূর দ্বীপবাসী বলেছেন: শুভকামনা

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৭

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। আপনার জন্যও শুভকামনা রইলো।

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


"যখন আমি আমার মেয়েকে নিয়ে আবেগে গড়াগড়ি করি ঠিক তখনই তার অল্প অল্প বেড়ে ওঠা আমাকে ভাবায়। শুধু ভাবায় না, কাঁদায়। এই মেয়েটা বড় হলে রাস্তায় একা একা চলতে পারবে না। হায়েনারা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাবে, সময়ে অসময়ে বিরক্ত করবে, পারলে খুবলে খাবে। আমি আর কিছু ভাবতে পারি না, ভাবতে চাইও না। "

-আপনার মেয়ে বড় হোক, সুশিক্ষিত হোক, এই আশা রলো।
-কিন্তু আপনার ধারনাগুলো অমুলক ও অর্থহীন।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আমার এই ভাবনা নিতান্তই অমূলক নয়। দেশে যা শুরু হয়েছে তাতে না ভেবে উপায় কি? ক্যান্টনমেন্টের ভেতরেই কি ঘটে গেল সেটা তো নিশ্চয় দেখেছেন।

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:০৩

কাছের-মানুষ বলেছেন: মেয়েকে স্বনির্ভর এবং ভাল মানুষ হিসেবে গড়ে তুলুন। সমাজে খারাপ মানুষ যেমন আছে তেমনি ভাল মানুষের অভাব নেই। নয়ত সমাজ সংসার চলত না।
শুভ কামনা রইল আপনার মেয়ের জন্য।

২২ শে জুন, ২০১৭ সকাল ৯:৫৯

রায়হানুল এফ রাজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:১২

মন থেকে বলি বলেছেন: ইন্টারনেটের ছবি কেন? পরিকে দেখতে দিন। ওর জন্য অনেক আদর আর দোয়া।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

রায়হানুল এফ রাজ বলেছেন: দুঃখিত। লেখাটি সম্পূর্ণ কল্পনা থেকে লেখা। এখনো বিয়েই করিনি। আগে পড়াশোনা শেষ হোক।

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন," দুঃখিত। লেখাটি সম্পূর্ণ কল্পনা থেকে লেখা। এখনো বিয়েই করিনি। আগে পড়াশোনা শেষ হোক। "
-বাংলাদেশ অনেক ডোডো প্রসব করছে।

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার কথাটা ঠিক বুঝিনি।

৬| ১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

উম্মে সায়মা বলেছেন: কাছের-মানুষের সাথে সহমত। পরীকে সেভাবে গড়ে তুলতে হবে।

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:০০

রায়হানুল এফ রাজ বলেছেন: ঠিক বলেছেন আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

৭| ১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:১১

চাঁদগাজী বলেছেন:


আমার কথা বুঝতে সময় লাগবে; ফাঁস-করা প্রশ্নে লেখাপড়া করছেন, মনে হয়?

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার যে চুলকানির সমস্যা আছে সেটা জানি। নিজেকে অনেক বড় মনে করেন সেটাও ঠিক আছে। একটা কথা মনে রাখবেন নগ্নতা কখনো ফ্যাশন হতে পারে না।

৮| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:




লেখক বলেছেন, " আপনার যে চুলকানির সমস্যা আছে সেটা জানি। নিজেকে অনেক বড় মনে করেন সেটাও ঠিক আছে। একটা কথা মনে রাখবেন নগ্নতা কখনো ফ্যাশন হতে পারে না। "

-নগ্নতাই আপনার একমাত্র ফ্যাশান; আপনি আপনার মেয়ের ছবি দিয়েছেন পোস্টে ( যে বাচ্চা আসলে আপনার নয়), বুদ্ধিমান লিলিপুটিয়ান।

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি কখনো মানুষ হবেন না বোঝা যাচ্ছে। আমি তো লিখেই দিয়েছি ছবিটা ইন্টারনেট থেকে নেওয়া। আজাইরা কোথাকার।

৯| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


"মেয়ে বাচ্ছা " নিয়ে চিন্তিত? পিগমী টাইপের ভাবনা

২২ শে জুন, ২০১৭ সকাল ১০:০১

রায়হানুল এফ রাজ বলেছেন: তাই না???

১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: সন্তানকে ছোট থেকেই সুআচরণ শেখাবেন, সুশিক্ষা দেবেন, আত্মনির্ভরশীল হতে শেখাবেন। আশাকরি, সমস্যা হবেনা।

২০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫১

রায়হানুল এফ রাজ বলেছেন: জি অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.