![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারণ মানুষ।পৃথিবীতে এই অল্প সময় বিচরণে আমি বুঝে গেছি আমার সম্বল একমাত্র আমি। প্রকৃতির মাঝে আমি আমিই। আমার অস্তিত্বও আমি। তাই নিজেকে নিয়ে খেলতেই আমি বেশি পছন্দ করি। মেতে থাকতে চাই যুক্তির খেলা নিয়ে।
একাত্তরের ডিসেম্বরে জন্ম এক মহাকাব্যের,
একদিকে তার নায়ক মুজিব,
অন্য প্রান্তে বাংলা তখন রক্ত মঞ্চ।
নায়কের বানী বুকে বেঁধে মুক্তি সেনার দল
সাহসিক মহিমায় বঁধিছে হানাদার।
সাত মার্চের অতৃপ্ত রেসকোর্স,
ডিসেম্বরের ষোলতে পেল মুক্তি।
যুগান্তরের শোষণের অবসানে,
বাংলাদেশের মহান স্বাধীনতা।
স্বাধীনতার মহাকাব্য জুড়ে,
বাঙ্গালীর সংগ্রাম-স্বকীয়তা।
© রায়হানুল ফেরদৌস রাজ
১৬ ডিসেম্বর ২০১৯।
ঝিনাই-কুঁড়ির পাড়,
পঞ্চগড়।
ছবিঃ ইন্টারনেট
১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
রায়হানুল এফ রাজ বলেছেন: চেষ্টা চলছে
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আরেকটু লিখলে আরও ভালো হতো।
শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
রায়হানুল এফ রাজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
রায়হানুল এফ রাজ বলেছেন: শেখ মুজিবুর রহমানকে এখানে সরাসরি নায়ক বলে পুরো দেশ একদিকে আর উনাকে পুরো দেশের সাথেই তুলনা করা হয়েছে। তবুও পরবর্তীতে আরো সাবধানতা অবলম্বন করা হবে।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: শীতের কনকনে হাওয়ার সাথে- স্বাগত জানাই বিজয় তোমাকে।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
রায়হানুল এফ রাজ বলেছেন: নূর ভাই পঞ্চগড়ে আসলেই কনকনে শীত। আমন্ত্রণ রইলো।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি; তবে, স্বাধীনতার কবিতায় মানুষের স্হান আরো বড় হওয়ার প্রয়োজন।