নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্বী তরুণী

তন্বী তরুণী

তন্বী তরুণী › বিস্তারিত পোস্টঃ

হায়রে প্রেম

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

আজকাল মেক্সিমাম ছেলে মেয়ে দের মাইন্ড এ থাকে তার জ্বি এফ অর বি এফ হবে এরকম,নাহয় ওরকম ,নাহয় সেরকম। . মানে ব্বি এফ জ্বি এফ এর উপর এক্সপেক্টেশন থাকে অনেক। . প্রাই সবাই ই চায় তার জীবনসঙ্গী,জীবনসঙ্গিনী হান্ড্রেড পার্সেন্ট perfect হবে। . তারে সব উজার করে ভালবাসবে। . এটা কেন রে ভাই?কেন কেউ এটা vabena যে আমার perfect কাউরে দরকার নেই। আমি তার জননে perfect হব। নিজেকে কোনদিক দিয়ে কম rakhbona। খুঁত্ না রাখার চেষ্টা খর্ব। যেটা দেখে শা আমার সাথে ভুল কিছু কর্তে পারবেনা। আমি আমার ভালও গুন দিয়ে তাকে ভালও বানাব। আমার ভেতরের ভালো গুলও দেখে শে খারাপ কিছু করার আগে ১০ বার ভাববে। . আমার ভালো কাজ,সত্যবাদিতা দেখে শা নিজে খারাপ কিছু অর ভুল কিছু করতে বিবেক এর বাঁধা পাবে। !



এরকম কেউ ই ভাবেনা। সবাই চায় শে জেন সবদিক দিয়ে ভালও রেডি মেট জীবনসঙ্গী পাক। . নিজের দিক টা আগে কেউ দেখেনা। আমিও একবার প্রেম করেছিলাম। এন্ড শে আমাকে ছেড়ে চলে গেছে। আমি তার মনের মতও না তাই। শা আমাকে চেঞ্জ করার চেষ্টা কর্ত। বাট আমি হতাম না আগে। ক্যারন আমি চাইতাম শা আগে এই আমি টাকে ভালবাসুক। এরপর তার জননে আমি তার পছন্দ মতও নিজেকে পরিবর্তন খর্ব . কিন্তু শা এই আমি টাকে ভালবাসতে pareni.tai শা যখন চলে যায়,আমি তাকে আটকাইনি..



জানি আপনাদের অনেকের মাইন্ড এরকম.. তবে আমার একটাই অপিনিয়ন জানাই,একটা মানুষের ভালও খারাপ দুই টা দিক ই আছে। শুধু মাত্র ভালোর প্রতি দুর্বল না হয়ে তার খারাপ দিক তারেয় ভালবাসুন। দেখবেন শে আপনার জননে আরও ভালও হয়ে যাবে... কারন আমি বিলিভ করি যে আমাকে ভালবাসে শে আমাকে চেঞ্জ করার চেষ্টা করবেনা। ..!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অলস_ছেলে বলেছেন: প্রেম নিয়ে ব্যাপক গবেষণা করছেন দেখি ... :D

২| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০২

অদ্ভুত_আমি বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.