![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিস্নাত রংধনু। নামের সাথে কোনো মিল নেই। তবুও নিজেকে তাই ভাবতে ভালো লাগে বেশ!
যদি বলি ভালোবাসি অনেকখানি
যদি বলি তোমাকেই আমার মানি।
যদি বলি স্বপ্ন দেখি কিছু,
ক্লান্ত আমি হাঁটি তোমার পিছু পিছু।
যদি বলি নিঝুম রাতের চাঁদটা খুব হাসে,
চুপচুপি আমার কানে তোমার কথাই বলে।
যদি বলি একটু বসো, হাতটা একটু ধরো,
ছেলেমানুষি আবদারে একটুখানি হাসো।
যদি বলি বাতাসের কাছে তোমার গল্প শুনি,
যদি বলি, তোমায় নিয়ে মিছে স্বপ্ন বুনি।
যদি বলি তোমাকেই চাই আমার প্রতিটি ক্ষনে,
তবে কি ভালোবাসবে আমায় আমার মতো করে?
©somewhere in net ltd.