![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিস্নাত রংধনু। নামের সাথে কোনো মিল নেই। তবুও নিজেকে তাই ভাবতে ভালো লাগে বেশ!
ভালোবাসার স্বপ্ন দেখে তুইও কি কাঁদিস?
আমার কথা কখনও কি একটুখানি ভাবিস?
রংতুলিতে আঁকা স্বপ্ন গুলো দেয় যে খুব পীঁড়া,
তোর দেয়া স্মৃতিগুলো দিয়ে যায় নাড়া।
ওই যে ওই গোলাপটা তোর, একদম চুপসে গেছে,
তবু জানিস রেখে দিয়েছি তোর কথা ভেবে।
গোলাপটাও বুঝি অভিমানী মান করেছে শত,
মান ভাঙ্গাতে ব্যর্থ আমি বরাবরের মতো।
বৃষ্টি এলেও আজকাল হয় না আর ভিজা,
তোর কথা ভাবতে গিয়ে নিজেই পাই সাজা।
তাইতো ভাবি এবার থেকে ভুলেই যাবে তোকে,
ভালোবাসার নীল কাব্য তবু আমায় ডাকে।
©somewhere in net ltd.