![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিস্নাত রংধনু। নামের সাথে কোনো মিল নেই। তবুও নিজেকে তাই ভাবতে ভালো লাগে বেশ!
ধুর ছাই! ভাল্লাগেনা কিছু,
বিড়ালটা ওই ছুটছে দেখো,
বাচ্চা পাখিটার পিছু।
ভাল্লাগেনা বৃষ্টিজলের,
বিরামহীন টুপটাপ।
কাদাপানির ঘনঘটায়,
নতুন জামাতেও ছাপ।
পুকুরঘাটে কচুরিপানা আর,
আকাশে মেঘের খেলা।
গোমড়া মুখে যায় যে আমার
ভাল্লাগেনা বেলা।
শুনো মেয়ে, তুমি যে এক,
ভাল্লাগেনা রোগী।
ভাল্লাগেনা মহামারীর,
সাধের ভুক্তভোগী।
দুষ্ট ওই বিড়ালটাকে,
ঢিল মেরে দেখো।
ভো দৌড় দেয়া বিড়াল দেখেও,
মন কি ভরে নাকো?
কখনও কি দেখেছো ওই,
কাঁদায় খুকি যায় হেঁটে?
পা পিছলে পড়ে গিয়ে,
খিলখিলিয়ে ওঠে।
কাঁদা মাখা জামা নিয়েও তার,
চোখ ঝলমল করে।
নোংরা খুকির মুক্তোর হাসি,
দেখলে মন যে ভরে ওঠে।
পুকরের ওই কচুরির,
রংটা দেখেছো নাকি?
সজীব সতেজ সবুজ রঙে ,
তোমার মন বুঝি আঁকা বাকী।
বৃষ্টিজলের টুপটাপে ,
গান শুনেছো কখনও?
আকাশের কালোমেঘে,
ভালো লাগে খুব তখনো।
মেয়ে, মনটা আজ দাও খুলে
দুর আকাশে মেলো।
বৃষ্টিবিলাসে উঠবো মেতে,
সাধের বর্ষা যে এলো।
ভাল্লাগেনার নিকুচি করো,
বর্ষা তোমায় ডাকে,
চলো অসুখটা ফেলে যাই আজ,
সজীব সুন্দর পল্লীর বাঁকে।
©somewhere in net ltd.