![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিস্নাত রংধনু। নামের সাথে কোনো মিল নেই। তবুও নিজেকে তাই ভাবতে ভালো লাগে বেশ!
রাত্রি নিঝুম, চোখ নির্ঘুম।
কলম হাতে বালিকা বসে,
কুটকুটিয়ে লিখে।
আবুল তাবুল কত কথায়,
পৃষ্টা ভরিয়ে চলে।
মধ্যরাতের একটা বিশে,
চোখে নেই তার ঘুম।
কি এতো লিখে চলে,
তার কথা কেউ শুন।
সুদূর বালক এমন জেগে রয়,
ভাবছে ঘটনা কি?
বালিকা হঠাৎ উধাও হলো,
কারন তো বলে নি।
ও বালক, তুই শুন কথা,
ঘুমিয়ে পড় গিয়ে যা।
বালিকা শুন, তুইও ঘুমা,
আর জাগিস না।
©somewhere in net ltd.