![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন নিভৃতচারী ব্যক্তি। আমার সবাইকে পড়তে ভালোলাগে। আমি সবকিছু সহজে বলতে বা করতে সংকোচ বোধ করি। ভয় পাই যেন আমার কথায় বা লিখায় যেন কেউ আঘাত না পায়। আমি সবকিছু পর্যবেক্ষন করি আমার আপন আলোকে। তবে আমি কারোও ভালো কাজকে সবসময় উৎসাহিত করি।
একটি শহরে কত বেশী মানুষ হলে এবং সেই অনুপাতে পাবলিক টয়লেট না থাকলে কি পরিনাম হতে পারে ঢাকা শহর তার এক উদাহরন। ঢাকা শহরে প্রতিদিন কি পরিমান মানুষ বিভিন্ন কাজে আগমন করে তা আমার জানা নেই। তা পরিমাপের জন্য কোন প্রতিষ্ঠান বা সংস্থার কোন জরিপ/তথ্য সমৃদ্ধ কোন পরিসংখ্যান আছে কিনা তাও জানিনা। তবে এটুকু জানি বা বুঝি যে মানুষ কতটা অসহায় হলে যত্র তত্র নিজের লজ্জা ত্যাগ করে মুত্র ত্যাগ করতে পারে। বিশেষ করে ডায়াবেটিস বা অন্যান্য রোগীদের ক্ষেত্রে তা একান্তই জরুরী কাজ। একটি আধুনিক সিটি কর্পোারেশন যদি মানুষের প্রস্রাব করার মত মৌলিক চাহিদা পুরন করতে না পারে তবে তা সত্যিই মানব জাতির জন্য কলংক জনক অধ্যায়।
©somewhere in net ltd.