নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইতো আমি..........

রাজনীতির ভাষা

ভালোবাসি রাজনীতির ভাষা আর নিজেকে।

রাজনীতির ভাষা › বিস্তারিত পোস্টঃ

মতি চোরার 'আলুচোর' (চোর-আলো= আলুচোর) পত্রিকা কি কয়?

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৬

উল্লেখ্য, এবারের 'মেরিল্-প্রথম আলো পুরস্কার' আয়োজনের অন্যতম লক্ষ্যই ছিল সাভারে রানা প্লাজা ধসে (ধ্বসে) ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। সেই তহবিলে এ পর্যন্ত জমা পড়েছে ব্লা ব্লা ব্লা।







কথা শোনেন, ওদের নর্তন-কুর্দনের অন্যতম লক্ষ্যই নাকি ছিল ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তা। হারামীর দল, প্রোগ্রামের সিডিউল করছে কত আগে, অথচ মনে হইতাছে রানা প্লাজায় ধ্বস হইছে আর ওরা প্রোগ্রাম নামাইছে। ভাবখানা এমন যে ২৪ তারিখ রানা প্লাজায় ধ্বস নামবে এটা ওরা আগে থেকেই জানত। তাই ২৬ তারিখ প্রোগ্রাম ফালানোতে কোন সমস্যাই হয়নাই। আরও লক্ষ্য করার মত, ওরা আমগো বুঝাইতাছে যে নাচ-গানের অনুষ্ঠান না করলে দেশের মানুষ ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াইতো না। অগো অনুষ্ঠান অনেক আগেই প্রচার করা হইত। কিন্তু জনরোষের ভয়ে প্রচার করা হয়নাই। ভাবছে পরিস্থিতি ঠান্ডা হইলে প্রচার করব। ২৬ এপ্রিল অনুষ্ঠান হইল আর সেইটা সম্প্রচার করব ২১ জুন। ভাবছে সবাইতো সবকিছু ভুইলাই গেছে। হারামীরা পাবলিকরে কত ভয় পায়।



হারামী অজগর আলো তরার দিন ফুরাইছে। খালি একটা ভালো পত্রিকা আইতে দে, দেখবি কুত্তায়ও তগো পত্রিকায় পেশাবও করতে যাইবনা। সমস্যা হইল একশ নব্বই বছরের গোলামীর শাসন, তারপর বর্বরগুলার শাসনের কারনে আমরা এমনভাবে সংকীর্ণ হয়ে পড়েছি, যে নজরুলের শিকল ভাংগার গানগুলোও আমাদেরকে জিঞ্জীর ছেড়ার সম্পূর্ণ শক্তি যোগাতে পারেনি। সময়ে সময়ে হয়তো এর বহিঃপ্রকাশ হয়েছে, কিন্তু সমগ্র জাতি প্রায়শই ভুল করছে। সাহসী কন্ঠের বড় অভাব। সবাই সঠিক সত্য প্রকাশে ভয় পায়। সত্য প্রকাশের সৎ সাহস আছে এমন লোকের সংখ্যা নেহায়েতই হাতে গোনা। এজন্যই মাঝে মাঝে মনে হয়, মাফিয়া হয়ে যাই। মানুষ খুন করতে যেমন মাফিয়াদের দরকার আছে, তেমনি মানুষ বাঁচাতেও মাফিয়া দরকার।



অজগর আলোর কথা আর কি বলব, রানা প্লাজার দুর্ঘটনার সময়, ওদের সমালোচনা করে কিছু লিখেছিলাম। সে লেখাটা অল্প হলেও, ক্ষোভে ভরা ছিলঃ





প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত। এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে।

অসত্য খবরকে রংচং মেখে সত্য করে তোলার দারুন ক্ষমতা তোমার প্রথম আলো। চালিয়ে যাও বাবা চালিয়ে যাও। তোমার পতন বেশি বাকি নেই। সবাই তোমরা এক সাথেই ডুবে মরবা।

প্রথম আলোর প্রতি আমাদের চরম ঘৃণা, ঘৃণা, ঘৃণা। যতদিন এই পত্রিকা সচল আছে, একে আমাদের ঘৃণা নিয়েই চলতে হবে।



প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৩৫

বিশ্বাস করি 1971-এ বলেছেন: প্রথম আলু চোদে ভালু

১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫

রাজনীতির ভাষা বলেছেন: লা জওয়াব!

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

সময়ের কন্ঠস্বর বলেছেন: মতিচুরের আলু নিয়া কিছুই বলার নাই। মতিকন্ঠের ভাষায় কইতে গেলে আলু হইল বৃহত্তর জামাতী ইসলামীর সুশীল শাখার মুখপাত্র!
ভাল লেখেছেন!

আমার গল্পটা পড়ার নেমন্তন রইল!

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০৬

রাজনীতির ভাষা বলেছেন: মতিকন্ঠের ভাষায় কইতে গেলে আলু হইল বৃহত্তর জামাতী ইসলামীর সুশীল শাখার মুখপাত্র! [/sb

বুঝা গেলনা। ধন্যবাদ।

৪| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৪১

ননদালীনাজ বলেছেন: সেইরাম হইচে! চালায়া যান! !!

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১

রাজনীতির ভাষা বলেছেন: ভাই আপ্নের কমেন্টও সিরাম হইছে!

৫| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৬

খেয়া ঘাট বলেছেন: সত্য প্রকাশের সৎ সাহস আছে এমন লোকের সংখ্যা নেহায়েতই হাতে গোনা।

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

রাজনীতির ভাষা বলেছেন: হুম্!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.