নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইতো আমি..........

রাজনীতির ভাষা

ভালোবাসি রাজনীতির ভাষা আর নিজেকে।

রাজনীতির ভাষা › বিস্তারিত পোস্টঃ

আরেফীন সিদ্দীক স্যার যা বললেন, সেটা উপাচার্য সুলভ তো নয়ই বরং শিক্ষকসুলভও নয়

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

শিক্ষার্থীদের চরম ন্যায্য এই দাবিতে পুলিশি হামলা কোনমতেই গ্রহণযোগ্য হতে পারেনা। এক পুলিশ কর্মকর্তা বললেন, শিক্ষার্থীরাই নাকি আগে হামলা করেছে। চরম মিথ্যাচার। মিথ্যাচার মনে হচ্ছে গাছে ধরে। শান্তিপূর্ণ আন্দোলনে এরকম বাধা। এরাতো রাজনৈতিক আন্দোলন করছেনা। এরা যদি সরকার পতনের জন্য রাজপথে শামিল হতো, সেক্ষেত্রে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আচরণের একটা ব্যাখ্যা দাড় করানো যেত।

যাই হোক শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের দাবিতেই আন্দোলন করছে। তারা কখনোই আগ্রাসী হয়ে কোন হামলার ঘটনা ঘটায় নি।



তাদের এই দাবির সাথে অনেক শিক্ষক একাত্মতা প্রকাশ করেছেন। ধন্যবাদ ও সালাম জানাই তাদেরকে। এই মুহুর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আরেফীন স্যারের স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছিলাম। অথচ উনি বললেন যারা ওনার অফিস এবং আশপাশ ভাংচুর করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, বহিরাগত ইত্যাদি ইত্যাদি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাংচুর করলে, সেটাকি ওনার গায়ে লাগবে এজন্য উনি এটা বললেন। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভাংচুর করলে উনি সেটা অনায়াসে এড়িয়ে যেতে পারবেন। উনিতো এখানে সাম্প্রদায়িক আচরণ করলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সকল ছাত্রই তার কাছে সমান স্নেহ পাবার দাবি রাখে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়। উনি যদিও বলেছেন, বহিরাগত। তবে উনি বহিরাগত ছাত্র বুঝিয়েছেন কিনা সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলতেই পারে। তবুও বলব, শিক্ষার্থীদের এই প্রাণের দাবির ব্যাপারে ওনার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করি। বিসিএস ক্যাডার যারা হয় তাদের উল্লেখযোগ্য অংশই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, সুতরাং এ ব্যাপারের দায় এড়ানোর কোন সুযোগ নেই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

ঢাকাবাসী বলেছেন: সরকার মনোনীত একজন উপাচার্য চাকরী বাঁচাতে অনেক কথাই বলেন, বলতে বাধ্য।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

রাজনীতির ভাষা বলেছেন: স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে স্বাধীন উপাচার্য থাকা দরকার। তবে সম্ভবত সে আশা সুদূর পরাহত।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

বাতায়ন এ আমরা কজন বলেছেন: সব শালা দালাল।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৫

রাজনীতির ভাষা বলেছেন: রাজা দেয় প্রতিশ্রুতি

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

নষ্ট ছেলে বলেছেন: আরেফিস সিদ্দিক কোন নির্বাচিত ভিসি না। লীগের চামচামী করে এখন পর্যন্ত টিকে আছে। ঢাবির ইতিহাসে আরেফিন সিদ্দিকের মত এত অযোগ্য ও বেহায়া ভিসি আর কোন সময় ছিল না।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

রাজনীতির ভাষা বলেছেন: বেহায়াদের শেষ পরিণতি কোন কালেই ভালো হয়না। এটা হাজার বছরের ইতিহাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.