| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা গরীব ছেলে ভালবাসতো একটা বড়লোক মেয়েকে।
একদিন ছেলেটা মেয়েটাকে প্রপোজও করলো।
কিন্তু মেয়েটা বলল,'শোনো,তোমার মাসিক ইনকাম আমার প্রতিদিনেরব্যায়ের সমান,আমার কি তোমার সাথে সম্পর্ক করা উচিৎ?
তুমিই বলো?তুমি এটা ভাবোও কিভাবে? আমি তোমাকে কখনোই ভালবা সতে পারবো না।বেটার তুমি আমাকে ভুলে
যাও,তোমার নিজের লেভেলের কাউকে বিয়ে করো।'
কিন্তু ছেলেটা সেই মেয়েটাকে এতসহজ়ে ভুলতে পারলো না।
3 ছরর পর......
একদিন একটা শপিং সেন্টারে তাদের দুজনের দেখা হলো।
মেয়েটি বললো,'আরে তুমি?কেমন আছো?আমি এখন বিবাহিত।তুমি কি জানো আমার হাসবেন্ডের মাসিক
ইনকাম কতো?প্রতি মাসে ২ লাখ ! ভাবতে পারো? আর সে অনেক স্মার্ট'!'
কথাগুলো শুনে ছেলেটির চোখ পানিতে ভরে উঠলো।
2 মিনিট পরে ভেতর থেকে
মেয়েটির হাসবেন্ড বাইরে এল,মেয়েটি তার সাথে ছেলেটিকে পরিচয় করিয়ে দেয়ার আগেই হাসবেন্ড বলে উঠলো,
'স্যার!আপনি এখানে!!
আমার মিসেস এর সাথে পরিচিত হোন।' এরপর সে মেয়েটিকে বললো, আমি স্যারের সাথে তার নতুন প্রোজেক্টে কাজ
পেয়েছি,যেটা টোটাল 2 কোটি টাকার প্রোজেক্ট!
কিন্তু তুমি কি জানো,স্যার একটা মেয়েকে ভালবাসতেন,কিন্তু তিনি
তাকে পাননি,একারনে স্যার এখনোবিয়ে করেননি।
চিন্তা করে দেখো মেয়েটি কতটা লাকি ছিল!এখনকার দিনে কে এমনভাবে ভালবাসতে পারে?
জীবন খুব ছোট নয়,তাই নিজের উপর খুব বেশি গর্ববোধ করে অন্যকে ছুঁড়ে ফেলো না।
অন্যের ভালবাসার প্রতি শ্রদ্ধা দেখাতে শেখো।
©somewhere in net ltd.