নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বই আমাদের জীবনের একটা অংশ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

রবীন্দ্রনাথ যেমন বিচিত্র রকম উৎসর্গ পত্র লিখতেন, হুমায়ূনও ঠিক তাই। মাঝে মাঝে সেখানে থাকে উৎকট রসিকতা, মাঝে মাঝে গভীর জীবনবোধ, মাঝে মাঝে মৃত্যুর হাহাকার, আবার মাঝে মাঝে শুধুই একান্ত শুভ কামনা। নিজের স্ত্রী, পুত্র-কন্যা থেকে শুরু করে ভাই-বোন, মা-বাবা, চেনা-অচেনা মানুষজন কাউকেই উৎসর্গ করতে ছাড়েন নি! এমনকি অনেক উৎসর্গ পত্রে এমনও লিখেছেন, উৎসর্গ করার মতো কাউকে পাচ্ছেন না!



বলপয়েন্ট [উৎসর্গ পত্রে লেখা ]

নিতাদ বেবী’কে

(নিষাদ হুমায়ূন)

বাবাকে সে খুব বেশিদিন কাছে পাবে বলে মনে হচ্ছে না। যদি কোন বিষণ্ণ চৈত্রের দিনে বাবার কথা তার জানতে ইচ্ছা করে, তখন এই বই সে পড়বে। এবং সে নিশ্চয়ই বলবে, আমার বাবা ছিলেন একজন ‘দুঃখী বলপয়েন্ট’!



মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হলে যে বইগুলো না পড়লেই নয়...



১। একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম

২। মূলধারা’৭১ – মইদুল হাসান

৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে – মাহবুব আলম

৪। স্মৃতি -১৯৭১ – রশিদ হায়দার

৫। একাত্তরের ঘাতকরা কে কোথায়- মুক্তিযুদ্ধের চেতনা ও বিকাশ কেন্দ্র

৬। উইটনেস টু স্যারেন্ডার – সিদ্দিক সালিক

৭। লক্ষ প্রাণের বিনিময়ে – রফিকুল ইসলাম (বীর উত্তম)

৮। জোছনা ও জননীর গল্প – হুমায়ুন আহমেদ

৯। জনযুদ্ধের গণযোদ্ধা – মেজর কামরুল হাসান ভুঁইইয়া

১০। তালাশ – শাহীন আখতার



১.স্পিনোজা বলেন: ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।

২. দেকার্তে বলেন: ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।

৩. ইউরোপ কাপানো নেপোলিয়ান বলেন: অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ।

৪. জন মেকলে বলেন: প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না ।

৫. নর্মান মেলর বলেন: আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

ডাইস বলেছেন: :|

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: !

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

শিপন মোল্লা বলেছেন: চমৎকার ভাই

২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.