নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১/ টাইটানিক জাহাজের দাম ছিলো মাত্র ৭ মিলিয়ন ডলার আর এটি নিয়ে নির্মিত টাইটানিক মুভির দাম ২০০ মিলিয়ন ডলার !!
২/ গ্রীন টি বা সবুজ চা। জাপানি ভাষায় এটাকে বলা হয় ‘ওচা’, মানুষের স্বাস্হ্যর জন্য উপকারি একটি চা পাতা। প্রায় ৪০০০ বছর আগে থেকেই চীনে মাথা ব্যাথার ঔষধ হিসাবে এটার ব্যাবহার ছিল।
৩/ মেঘের স্তরে বরফ জমা হয়ে মেঘের ঠিক নিচের সারফেসের কাছে এরকম ঝোলার সৃষ্টি হয় যাকে ম্যামাটাস মেঘ বলে। এই মেঘমালা একশ মাইল ব্যাসার্ধের জায়গা জুড়েও হতে পারে। ম্যামাটাস মেঘ ক্ষতিকর কিছু না হলেও এটা চরম প্রাকৃতিক দূর্যোগের এক অশনি সংকেত।
৪/ লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
৫/ রবীন্দ্রনাথ ঠাকুর:বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
৬/ হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।
৭/ খুব ধীরে ধীরে চেষ্টা করতে করতে কয়েক মাসের মধ্যে সকালে ঘুম থেকে উঠে চার গ্লাস পানি খাওয়ার অভ্যাস করুন। এর পর বাথরুমে যান।
৮/ বাদুড়ের মধ্যে দুঃখ ও সহানুভূতি বোধ অনেক বেশী, একটি বাদুড় রোগগ্রস্থ হলে সব বাদুড় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়।
৯/ পৃথিবীর মোট ক্ষুধার্ত লোকের ৫০% লোক ভারতে বসবাস করে যা পুরো আফ্রিকা মহাদেশের ক্ষুধার্তের সমান।
১০/ ৯০% মানুষ টুথব্রাশে টুথপেস্ট নিয়ে তা দাঁতে দেয়ার আগে পানিতে ভিজিয়ে নেন অথবা টুথব্রাশ আগে ভিজিয়ে নেন।
১১/ ২০০৩ সালের জানুয়ারিতে আমেরিকাতে একটি জরিপ হয়, কোন কোন আবিষ্কার ছাড়া আমেরিকানরা একদিনও চলতে পারবে না- তার উপর। তাতে প্রথম আবিষ্কার হিসেবে মনোনীত হয় টুথব্রাশ!
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩০
খাািলদ বলেছেন: অনেক কিছু জানলাম। ভালো লাগলো।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
নাহিদ সৈকত বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪
সাধারণ মুসলমান বলেছেন: ভালো লাগল।