নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।"পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন, বলেই মারধর" ।এই বাংলাকে তো আমরা আফগান হতে দিতে পারি না।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের উপর হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ কর্মসুচিতে যোগ দেয়া মুসল্লিদের আক্রমণ।
আমাদের একটা কথা মনে রাখা দরকার- ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক ।আল্লামা শাফি সাধারণ মানুষের সরল বিশ্বাস নিয়ে খেলছেন।ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না ।এখন আর কাউকেই সঠিক ইসলামের অনুসারি বলে বিশ্বাস করতে পারছি না।মাদ্রাসার সব ছেলে পেলে আজ বিপুল আনন্দ নিয়ে মহাসমাবেশে এসেছে। পেট ভরে খেয়েছে। তবে তাদের কারা এতো হিংস্র বানালো? বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন খুবই দরকার।আমার কেন জানি মনে হয়- জামায়াত ইসলাম ৫ কোটি টাকা দিয়েছে হেফাজতে ইসলাম কে। এবং হেফাজতে ইসলামের কেউ মারা গেলে তার পরিবারকে দেওয়া হলে ৫ লক্ষ টাকা।বিনিময়ে তাদের যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত শিবির নিষিদ্ধ করন বন্ধ করতে হবে। লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য অভিশাপ স্বরুপ। চার ব্লগারকে গ্রেফতারের পরে শূধুমাত্র সামহোয়ার ইন ব্লগেই ব্ল্যাক আউট কর্মসূচী পালিত হচ্ছে না।আজ ব্লগার সমাজ সবার চক্ষুশূল হলো!
জয় বাংলা।
ক্ষমতা দখলের রাজনীতির চক্রে পড়ে বাংলাদেশের মানুষ আজ নিতান্তই অসহায়!ধর্মের নামে দেশবাসীকে বিভ্রান্ত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক চক্রান্ত নতুন ভাবে শুরু হয়েছে। আজ থেকে ১৪৫০ বছর আগে রোমের সামন্ত রাজারা প্রতিক্রিয়াশীল মৌলবাদী খ্রিষ্টান ক্যাথলিক চার্চের যাযকদের সহায়তায় জনগনের উপর ধর্মের নামে যে অত্যাচার করে ছিল তার নাম দেওয়া হয়েছিল "ব্লাসফেমি"। ৯ তারিখ এইচ.এস.সি পরীক্ষা থাকাও সত্বেও বিএনপির হরতাল দিল! আল্লাহ তুমি ওদের হেদায়েত দান করো।হরতাল শব্দটার প্রতি এক আকাশ ঘৃ্না জমেছে।এতো হরতাল ডাকার মানে কি? এরা নাকি দেশের ভাল চায়।আমাদের এত কষ্ট দেবার অধিকার তাদের কে দিল ?ফকরুল, খালেদা বা হাসিনার, কথা মনে হলেই মুখে এক দলা থুত জমে যায়।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম বলেছেন: লেখক বলেছেনঃ আমাদের একটা কথা মনে রাখা দরকার- ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক ।আল্লামা শাফি সাধারণ মানুষের সরল বিশ্বাস নিয়ে খেলছেন।ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না ।এখন আর কাউকেই সঠিক ইসলামের অনুসারি বলে বিশ্বাস করতে পারছি না।
ইসলাম ধর্ম সম্পর্কে কোনদিন এক লাইন পড়ছেন? ইসলাম ধর্মের উপর যখনি আঘাত এসেছে তখনি আল্লাহতা'লা নবী-রাসূল-ওলী-পয়গম্বরের মাধ্যমে সেই আঘাতকে প্রতিহত করেছে।
আল্লামা শফি হলো এই যুগের ধর্ম রক্ষা করার আমির।
আপনে পুরানা ব্লগার। দেখেন নাই অভিযুক্ত ব্লগাররা কিভাবে ইসলাম ধর্মকে গালাগালি করেছে!! কিভাবে নবী-রাসূলদের গালাগালি করেছে!!
আপনের কি মনে হয়না তাদের বিচার হওয়া উচিত?