নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে ?

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

১৫ আগষ্ট । শুক্রবার । মেজর ফারুকের জন্মবার । তার জন্মের পরপরই আজান হয়েছিল। কাজেই এই দিনটি তার জন্য শুভ । ফারুকের স্ত্রী ফরিদা কোরান শরীফ নিয়ে জায়নামাজে বসেছেন। শুভ সংবাদ (?) না-পাওয়া তিনি কোরান পাঠ করেই যাবেন।

মসজিদে আজান হচ্ছে। শেখ মজিব বললেন, তোমরা কি চাও? শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব । শেখ মুজিব আবার বললেন, তোমরা কী চাও ?

মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু বাইরে আসুন।

কোথায় আসবো ?

মেজর আবারও আমতা আমতা করে বলল, স্যার, একটু আসুন ।

শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও ? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি, সে কাজ তোমরা করবে ?

এই সময় স্বংয়ক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজন নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশফায়ার করল। সময় ভোর পাঁচটা চল্লিশ। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিড়িতে লুটিয়ে পড়লেন।



বত্রিশ নম্বরের বাড়িটিতে কিছুক্ষনের জন্য নরকের দরজা খুলে গেল । একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল ।



( দেয়াল, পৃঃ ১০২, হুমায়ূন আহমেদ। )



বঙ্গবন্ধু মন খারাপ করে ৩২ নম্বর বাড়ির উঠানে এসে দাড়ালেন। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়ে গেল। উঠান ভরতি মানুষ। ভুখা মিসিলের মানুষ না। সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুকে এক নজর দেখতে এসেছে।

স্লোগান শুরু হলো, 'জয় বাংলা- জয় বঙ্গবন্ধু'। বঙ্গবন্ধু হাসি মুখে তাদের দিকে তাকিয়ে হাত নাড়লেন।

ধব ধবেসাদা পায়জামা-পাঞ্জাবি পরা অতি সুপুরুষ এক যুবক দামি ক্যামেরায় মিছিলের ছবি তুলছে। যুবক একপর্যায়ে ইশারায় বঙ্গবন্ধুর ছবি তোলার অনুমতি প্রার্থনা করল।বঙ্গবন্ধু উচ্চ স্বরে বললেন, ছবি তুলতে চাইলে তুলবি। অনুমতির ধার ধারবি না।

যুবককে বঙ্গবন্ধুর পরিচিত মনে হচ্ছে। তবে তিনি তারনাম মনে করতে পারছেন না।হঠাৎ হঠাৎ তার এ রকম হয়, নাম মনে আসে না।

যুবক এসে বঙ্গবন্ধুকে কদমবুসি করল।বঙ্গবন্ধু বললেন, কই মাছ খেয়ে যাবি।কই মাছ ভাজা হচ্ছে।



( দেয়াল, পৃঃ ৯০,৯১, হুমায়ূন আহমেদ। )



মানুষের আত্মার মতো দেশেও আত্মা থাকে । কিছু সময়ের জন্য বাংলাদেশের আত্মা দেশ ছেড়ে গেল । শেখ মুজিবুর রহমানের মৃত্যুসংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগন হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় ।

মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত, তাতে কী হয়েছে ? ভাইস প্রেসিডেন্ট তো আছে ।



জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন- মাত্র দুই মাসে জিয়াউর রহমানের নির্দেশে ১১৪৩ জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। পাকিস্তান থেকে ফিরিয়ে আনলেন যুদ্ধাপরাধী গোলাম আযমকে। নাগরিত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন।

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:০১

খেয়া ঘাট বলেছেন: মানুষের আত্মার মতো দেশেও আত্মা থাকে । কিছু সময়ের জন্য বাংলাদেশের আত্মা দেশ ছেড়ে গেল ।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: দেয়াল। হুমায়ূন আহমেদ।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: হ, তর কানে আইসা হুনাইয়া গেছি্লো ।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: !

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: সেনাপ্রধান সাইফুল্লাহ আর রক্ষী বাহিনী প্রধান নাসিম তখন লেমেনচুষ চুষতেছিলেন আর বাল ফেলতেছিলেন।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের ভাষা এরকম কেন?

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩০

আমি ভূমিপুত্র বলেছেন:
১৫ ই আগস্ট অভ্যুত্থানের কথা ১০ দিন আগেই শেখ মুজিবকে জানান উপসেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান (ফার ইস্টার্ন ইকোনমিক রিভিঊ - আগস্ট ২৯ , ১৯৭৫ সংখ্যা)



১৫ই আগস্টের ষড়যন্ত্রের কথা অগ্রীম জেনেও কাউকে জানাননি খালেদ মোশাররফ/আবেদ খান/আনোয়ার হোসেন মঞ্জু ইতিহাসের কাছে এ আমার দায় - আবেদ খান

অন্যদিকে, পিটসবার্গ পোস্ট গেজেট জুন ১-১৯৮১-জিয়া হত্যাকান্ডের পর ভারতে পালানোর সময় হাসিনা আটক

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ইতিহাসের কলংক জনক কাল অধ্যায় ভুলে
এক হও বাঙালী , শোষক পদদলে ।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২

বাঙ্গালীর কুঠার বলেছেন: "আমি শেখ হাছিনার সমর্থক নয়"
বঙ্গবন্ধুকে হত্যা করা যায়না/যেতেপারে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২২

এ.এ.এম বিপ্লব বলেছেন: আফসোস ! হুমায়ুন দেয়াল টা শেষ করতে পরেন নাই । প্রকৃত দেয়াল ছিলো পথরের দেয়ালের মতই ডালাই করা , যার কয়েকটা পর্ব প্রথম আলোতে প্রকাশের পরপরই দেখা যায় ভুয়া জটাধারীদের নাচন কুদন । আর এখনকার সংযোজিত ,বিযোজিত দেয়াল দেখলেই মনে হয় কেউ একজন যেন দেয়ালে পেরেক ঠুকে ঠুকে ফাটানো দেয়ালের ফাটা ঢাকার জন্য মাটির প্রলেপ দিয়েছে ।

আফসোস ! বাঙালীর কখনই সুযোগ হলো না আসল ইতিহাস জানার ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ইচ্ছা থাকলে সঠিক ইতিহাস জানা অসম্ভব না।

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬

রেওয়ান বলেছেন: মুজিবেরা মরেনা, তারা ফিরে আসে সময়ে দাবিতে..... জয় বাংলা....জয় হউক বাংলার মেহনতি মানু্ষের....।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

সাইফুল আলী বলেছেন: জিয়াউর রহমান বাংলাদেশের আজ পর্যন্ত সবচেয়ে যোগ্য প্রেসিডেন্ট।তিনি ৭১ এর রনাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা।বীরের মত লড়াই করে দেশকে স্বাধীন করেছেন তিনি,চোরের মত আত্মসমারপন করেন নি।পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার খায়েশও তার ছিলো না।যে লোক দেশের স্বাধীনতা না চেয়ে স্বায়ত্তশাসন চেয়েছেন উনি নাকি আমাদের মুক্তিদাতা !!!!!!!!

যে জাতি তাদের সঠিক ইতিহাস জানে তা সে জাতির কপালে বড় দুঃখ আছে।এইভাবে কিছুদিন দালালি পোস্ট করতে থাকবে ভবিষ্যৎ এ মৃণাল কান্তি দাশের জায়গায় আপনি যেতে পারবেন বলে আমার বিশ্বাস।ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: বিনোদন পেলাম।

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৪

শিব্বির আহমেদ বলেছেন: তৎকালীন পরিস্থিতিতে শেখ মুজিবের উচিৎ ছিল ক্ষমতা ছেড়ে দেয়া , কারণ তিনি ছিলেন শাসক হিসেবে পুরোপুরি অসফল । তারপরও পরিবার সহ তার হত্যাকান্ড সমর্থন করি না ।

আমার হিসেবে শাসক হিসেবে শুন্য পেলেও নেতা হিসেবে তিনি ১০০ তে ১৫০ পাবেন ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানা ছিল না......


২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

লেখাজোকা শামীম বলেছেন: এখানে লোকজন আপনাকে কেন গালাগালি করছে। এই লেখাগুলো তো আপনার না - হুমায়ূন আহমেদের। দেয়াল উপন্যাস থেকে নেয়া। গালি দিলে হুমায়ূন আহমেদকে দেয়া উচিত।

তবে গালি দেয়ার আগে কেন গালি দিচ্ছেন, সেটা জেনে নেয়া উচিত। জানতে হলে পড়তে হবে দেয়াল উপন্যাসটি।

এই নেন ডাউনলোড লিংক ।

Click This Link

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ইশারায় বঙ্গবন্ধুর ছবি তুলতে চাওয়া লোকটা মনে হয় মেজর ডালিম। হারামজাদা শেখ ফজিলাতুন্নেছাকে মা ডাকত। বেঈমান।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: না, না। উনি নন।
মনে হয় বিদেশি কোনো সাংবাদিক।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ভারতীয় কোনো সাংবাদিক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.