নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষের মন বড় বা ছোট হয় না, ছোট-বড় হয় মানুষের চিন্তা

২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

একদিন শিওলিন তার গুরুকে জিজ্ঞেস করলেন: 'গুরু, মানুষের মন কি ছোট-বড় হয়?'

'না, হয় না।' গুরু উত্তর দিলেন ।

"তাহলে কেন আমরা 'এর মন ছোট' 'ওর মন বড়' এমন ধরণের কথা বলি?" জিজ্ঞেস করলেন শিওলিন।

গুরু বললেন: 'তুমি একটি বড় হাতির কথা কল্পনা করো।'

'জি, আমি একটি বড় হাতির কথা কল্পনা করছি।' শিওলিন বললেন।



'যখন তুমি বড় হাতি নিয়ে কল্পনা করছিলে, তখন কি তোমার সম্পূর্ণ মন দিয়ে কল্পনা করছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।

' অবশ্যই।' বললেন শিওলিন।

'এখন তুমি একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা কর।' বললেন গুরু।

'জি, আমি এখন একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করছি।' শিষ্য জবাব দিল।





'তুমি কি সমস্ত মন দিয়ে সরিষার দানার কথা ভাবছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।

'জি, আমি সমস্ত মন দিয়ে ভাবছিলাম।' উত্তর দিলেন শিওলিন।



এবার গুরু বললেন: 'মন তো মাত্র একটি। তাহলে কীভাবে তুমি একই মন দিয়ে একটি বড় হাতি ও একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করতে পারলে? আসলে, যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'



#### #### ##### #### #### ####



একদিন কয়েকটি পোকা একটি বড় গাছের গায়ে ছিদ্র করে বাসা বানালো। ক্ষুধা লাগলে এরা গাছের কাণ্ড খায়; পিপাসা লাগলে পান করে গাছের রস। বাইরের বাতাস বা বৃষ্টি এদের ক্ষতি করতে পারে না। কিছুদিন পর গাছ তাদের বলল: 'তোমরা কেন আমার গায়ে বাসা বানিয়েছ? আমার গায়ে অন্যদের বসবাস আমার একদম ভালো লাগে না। তা ছাড়া, তোমাদের এ-আচরণ সঙ্গতও নয়। তোমরা আমার শরীর থেকে সরে যাও।"



গাছের কথা শুনে একটি বড় পোকা বলল: 'তুমি এত নিষ্ঠুর কেন? আমাদের জন্য হাতের তালুর মতো সামান্য জায়গাও দিতে চাও না? তোমার শরীরে বাস করতে আমাদের আরাম লাগে। আমরা তোমার শরীরের অংশ খেতে পারি; রস পান করতে পারি। তা ছাড়া, রোদ-বৃষ্টি-ঝড় থেকেও আমরা নিরাপদে আছি। কী আনন্দের জীবন! আমরা এখান থেকে যাবো না।"



বড় গাছ মাথা নেড়ে দীর্ঘ নিশ্বাস ফেলল। ঠিক সে-সময় একটি কাঠঠোকরা সেখানে এলো এবং সব পোকা খেয়ে ফেললো। তারপর সে বড় গাছকে বলল: 'দুষ্টুদের কাছে যুক্তির কোনো মূল্য নেই। তাদের প্রতি দয়া প্রদর্শন করাও অর্থহীন। সবচেয়ে কার্যকর উপায় হলো তাদের নির্মূল করা।'



এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে, অন্যকে দুঃখ দিয়ে নিজের সুখ নিশ্চিত করতে চাইলে জীবন বিপন্ন হতে পারে; হতে পারে বড় ধরণের বিপদ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লিখেছ প্রিয় ব্লগার
থিসিস গ্রেট
শুভকামনা +

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

আমি অখণ্ড ভারতীয় বলেছেন: নকে বোঝা বড়ই কষ্টকর ধন্যবাদ

৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখেছেন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

৪| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখেছেন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

আমার কম্পিউটারে লাইক বাটনটা কাজ করেনা কেন , বুঝলাম না।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:



অসাধারন লিখেছেন।

২৪ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.