নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না ।
মানুষের জিভের স্বাদের প্রাথমিক অংশই লবনের। লবন ছাড়া তরকারী! কল্পনাই করা যায়না! দেহের জন্য লবণ খুবই আবশ্যক। আপনি যদি খুব বেশি পানি পান করেন তাহলে তা সেই লবণ ধূয়ে দিয়ে প্রাণঘাতী নাতিউষ্ণতা সৃষ্টি করতে পারে।মাত্রাতিরিক্ত লবণ খাওয়া প্রাণঘাতী প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পাঁচ গ্রাম (এক চা-চামচ) বা তারও কম লবণ গ্রহণ করতে পারেন। অপ্রাপ্তবয়স্কদের জন্য এ পরিমাণ অবশ্যই আরও কম হতে হবে। হতে পারে।
দেহের প্রতি কিলোগ্রাম ওজনের হিসাবে ১ গ্রাম করে লবণ খেলে মৃত্যু অনিবার্য। একসময় এভাবে লবণ খেয়ে চীনে আত্মহত্যার প্রবণতা ছিল।অধিক লবণ গ্রহণ স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতির কারন। এর ফলে আমাদের রক্তচাপ বৃদ্ধি পায় এবং মস্তিষ্কেক রক্তক্ষরণ বা স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ও হার্ট ফেইলিউরের ঝুঁকি বেড়ে যায়।
রাজধানী ইসলামাবাদ থেকে ১শ মাইল দক্ষিণে রয়েছে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম লবন খনিটি। এখানে বছরে আড়াই লাখেরও বেশি পর্যাটক ভ্রমণ করে থাকে।খ্রীস্টপূর্ব ৩২০ সালে মহান যোদ্ধা আলেকজান্ডারের সৈন্যরা খাওয়ারা খনিটি আবিষ্কার করেন। তবে ষোড়শ শতকে মুঘল শাসনামলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। বৃটিশ শাসনামলে খনি প্রকৌশলী ডা. ওয়ার্ট ১৮৭২ সালে খনির মূল সুরঙ্গটি তৈরি করেন।
অতিরিক্ত লবণ গ্রহণের জন্য প্রতিবছর হৃদরোগে মারা যায় প্রায় ২৩ লাখ মানুষ। এর মধ্যে ইউক্রেনে সবচেয়ে বেশি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: সহমত।
২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪২
আজাদ আল্-আমীন বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২
মোমেরমানুষ৭১ বলেছেন: বলেন কি ভাই লবণ কম খাব, ভাত না খেয়ে থাকতে হবে তাহলে। লবণ ভেজে খাওয়ার কথা শোনা যায়...। এটা কেমন?
২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৯
ঢাকাবাসী বলেছেন: লবনে সোডিয়াম ক্লোরাইড থাকে সেটার সোডিয়াম শরীরের জন্য বিপদজনক, লবন ভেজে খেলেও গুন দোষ একই থাকবে। পোষ্টের জন্য ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩২
তারেক বলেছেন: বছরে একদিন "বিশ্ব অতিরিক্ত লবন ভক্ষন বিরতি দিবস" পালন করা হউক।