নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাত ব্যক্তিদের জীবনের শেষ কথা

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

১) “ঈশ্বর ও মানবজাতিকে আমি হতাশ করেছি, কারণ আমার কাজগুলো যথাযথ মানদণ্ডে পৌঁছাতে পারে নি।” লিওনার্দো দ্য ভিন্চি, ইটালিয়ান চিত্রশিল্পী। মৃত্যু ১৫১৯।



২) “মৃত্যুকে নির্ভীকভাবে গ্রহণ করে যারা, তাদের জন্য পরকালে কী আছে আমি খুব জানতে চাই।” পাদ্রির প্রতি পিয়েট্রো পেরুগিনো, ইটালিয়ান চিত্রশিল্পী। মৃত্যু ১৫২৩।



৩) “আমি আমার সর্বশেষ ভ্রমণে যাচ্ছি – অন্ধকারে একটি বড় পদক্ষেপ।” থমাস হব্স, লেখক, মৃত্যু ১৬৭৯



৪) “আমি তোমায় ভালোবাসি, সারাহ। চিরদিনের জন্য, আমি তোমাকে ভালোবাসি।” স্ত্রীর প্রতি জেমস কে পোক, যুক্তরাষ্টের প্রেজিডেন্ট, মৃত্যু ১৮৪৯



৫) “মরতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না।” চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রচলক, মৃত্যু ১৮৮২



৬) “কালো আলো দেখতে পাচ্ছি।” ভিকটর হুগো, লেখক, মৃত্যু ১৮৮৫



৭) “আমাকে ভেতরে যেতে হবে, কুয়াশা বেড়ে যাচ্ছে।” এমিলি ডিকিনসন, কবি, মৃত্যু ১৮৮৬



৮) “হয় দেয়ালের ছবিটি যাবে, নতুবা আমি।” অসকার ওয়াইল্ড, লেখক, ১৯০০



৯) “আলোগুলো জ্বালিয়ে দাও। অন্ধকারে আমি বাড়ি ফিরতে চাই না।” ও’ হেনরি (উইলিয়াম সিডনি পোর্টার), লেখক, মৃত্যু ১৯১০



১০) “ওখানে অনেক সুন্দর!” থমাস আলভা এডিসন, বিজ্ঞানী ও আবিষ্কারক, মৃত্যু ১৯৩১



১১) “কিছুরই মূল্য নেই, কিছুরই মূল্য নেই।” লুইস বি মেয়ার, চলচ্চিত্র প্রযোজক, মৃত্যু ১৯৫৭



১২) “আমি জানি, তুই আমাকে মারতে এসেছিস। গুলি কর, কাপুরুষ! তুই তো শুধু একজন মানুষই পারবি।” গুপ্তঘাতকের প্রতি আরনেস্টো চে গুয়েভারা, মৃত্যু ১৯৬৭



১৩) “হায় ঈশ্বর! একি হলো!” ডায়ানা স্পেনসার, ওয়েলসের রাজকন্যা, মৃত্যু ১৯৯৭





তথ্যসুত্রঃ প্রথম আলো ব্লগ।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

েবনিটগ বলেছেন: জীবন , আমার জীবন ----- এক অখ্যাত লোক

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০

অশ্রুহীন মন বলেছেন: খুব ভাল লাগলো............

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রিয়তে রাখি............


পোস্টে ++++++++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:
অন্যধাচের পোস্ট ।ভাল লাগল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৭

প্রত্নপ্রতিম মেহদী বলেছেন: “আমাকে ভেতরে যেতে হবে, কুয়াশা বেড়ে যাচ্ছে।”

এই কথাটা ভাবাচ্ছে...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ভাবুন।

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় রাজীব নূর, আমার পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। “মৃত্যুকথা পর্ব ৩: পৃথিবীর ‘খ্যাতিমানদের’ জীবনের শেষ কথা ” থেকে হুবহু তুলে দিয়েছেন।

অন্যের লেখা শেয়ার করলে কমপক্ষে তার ‘সূত্র’ উল্লেখ করতে হয়।

শুভেচ্ছা জানবেন :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: স্যরি।

৭| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমি কারও লেখা কপি পেস্ট করি না। বিখ্যাতদের বাণী হলেও, বাঙলায় আমিই প্রথম প্রকাশ করেছি।

এটি আমার ‘অনুবাদ সাহিত্যের’ অংশ, গত মে মাসে নিজের ব্লগে প্রকাশ করেছি।

আগে প্রথম আলো ব্লগে প্রকাশ পেয়েছে।

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: কেউ আমারে মাইরালা।
- মোস্ট ওয়েলকাম দেখার পর এক দর্শক।


০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

- সকল মুসলিম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫০

বাধা মানিনা বলেছেন: আমি অতি নাকাবোচা মানুষ.....

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.