নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কত কিছু জানি না !!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০২

১/ টাইটানিকের সব ঘরেই বৈদ্যুতিক বাতি ছিল। জাহাজে মোট বাতি ছিল প্রায় ১০ হাজার!



২/ কিছু দেশের পতাকার ডাকনাম আছে। যেমন- বৃটেনের পতাকার নাম ইউনিয়ন জ্যাক, তারপর গ্রিসের পতাকার নাম দ্য ব্লু-এন্ড-হোয়াইট ।মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার ডাকনাম আবার দু’টি- দ্য স্টার্স এন্ড স্ট্রাইপস এবং ওল্ড গ্লোরি।



৩/ পৃথিবীর প্রায় প্রত্যেকটি লাইব্রেরী থেকেই বই চুরি হয়। কখনও কোনো গল্পের বই কখনও বা কোনো গবেষণার বই। কিন্তু তোমরা কি জানো পৃথিবীতে সবচে বেশিবার চুরি হওয়া বই হিসেবে কোন বইটি রেকর্ড করেছে? ‘গিনেজ বুক অফ রেকর্ডস’ এর নাম তো আমরা সবাই জানি। এ বইটিই কিন্তু লাইব্রেরি থেকে সবচে বেশিবার চুরি হওয়া বই হিসেবে রেকর্ড করেছে।



৪/ হীরা হলো পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ। আবার সবচেয়ে শক্ত পদার্থও কিন্তু হীরা। অন্য কোনো পদার্থ দিয়ে নয়, হীরাকে কাটতে পারে একমাত্র হীরাই। হীরা পাওয়া যায় খনি থেকে। আর বিদ্যুত কুপরিবাহী হলেও হীরা তাপ সুপরিবাহী। এর তাপ পরিবাহিতা তামার চেয়ে পাঁচ গুণ বেশি।



৫/ ওক গাছ প্রায় ২০০ বছর বেঁচে থাকতে পারে। আর ৫০ বছর বয়স না হলে এই গাছে কোন ফল ধরে না।



৬/ আমেরিকার ‘দি নিউ ইয়র্ক টাইমস’ সংবাদপত্রের রবিবারের সংখ্যাটি ছাপতে যে পরিমাণ কাগজ প্রয়োজন তার জন্য ৬৩ হাজার গাছ কাটতে হয়।



৭/ পৃথিবীর সব সাপই ছন্নছাড়া। কিন্তু কিং কোবরা পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাঁধে।



৮/ চায়নায় কোন জাতীয় ফুল ও পাখি নেই।



৯/ একটা কথা কি জানো হিমালয় পর্বতের যে উচ্চতা রয়েছে তা কিন্তু বাড়ছে প্রতিনিয়ত। প্রতিবছর প্রায় ৪ মিলিমিটার করে বাড়ছে হিমালয়ের উচ্চতা!



১০/ ঘনাদার দুইটি গল্প ‘মশা’ আর ‘নুড়ি’ অবলম্বনে রেডিও নাটকও বানানো হয়েছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫০

নূর আদনান বলেছেন: জেনে ভাল লগল

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঘনাদা কে?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

আমি অপদার্থ বলেছেন:
ভ্রতা আন্তরিক ভাবে আশাকরি আপনি সামনের পোষ্ট থেকে আপনার মন্তব্য নেওয়ার অফশনটা বন্ধ রাখিবেন। আপনাকে মন্তব্য করিলে আপনি কখনই তাহার উত্তর দেন না। অতএব যাহা আপনি নিতে জানেন না তাহা নেওয়ার কোন দরকার আপানার আছে বলে মনে হচ্ছে না। X(( X(( X(( X(( X((

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ৮ নাম্বার বুঝলাম না !!!! হাচা নি ? B:-)

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: জানলাম অনেক কিছু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.