নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আনন্দ গুলো সাঁজাই আজ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

বৃক্ষের মতন সুখী হতে দাও আমায়- কোনো এক পূর্ণিমার রাতে

ঢেলে দেবো এক আকাশ নীল জল ভালোবাসা শুভ্র শরীরে

এই শহরে কারো আনন্দের খবর, কারো অজানা নয় বন্ধু ।

তোমার এক একটা চাহনি-বুকে বৃষ্টির ফোটার মতন এসে বিধে

বোকা মেয়ে, আমি জানি- তোমার কতটা ভালোবাসার দরকার!

কবিতা হলো সস্তা জিনিস- সিগারেটের ধোয়ার মতন ভুসভুসে আবেগ

তুমি চা-সিগারেট খেতে মানা করেছো- বলেই

ঝুম বৃষ্টির মতন চা-সিগারেট খেতে ইচ্ছা করে

তোমার দিকে তাকিয়ে, পুতু পুতু টাইপ কবিতা লিখে- কি আর হবে ?

তাতে দ্রব্য মূল্যের দাম কি আর কমে, তুমি বুঝতে চাও না কিচ্ছু !

কত কিছু হয়নি বলা আজও, অথচ সময় কি দ্রুত চলে যাচ্ছে

চলো, রঙ তুলি নিয়ে নিজেদের আনন্দ গুলো সাঁজাই আজ ।



( আমি কবিতা লিখতে জানি না। আর সেই চেষ্টা করিও না। তারপরও মাঝে মাঝে কবিতার মতন করে কিছু একটা লিখতে ইচ্ছা করে। আসুন, আজ একজন কবির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই- ১৯৯৫ সালে সাহিত্যে নোবেলজয়ী হিনিকে ডাব্লিও বি ইয়েটসের পরে সবেচেয়ে শক্তিমান কবি হিসেবে মনে করেন সাহিত্য সমালোচকরা।১৯৩৯ সালের ১৩ এপ্রিল জন্ম নেয়া হিনির প্রথম কাব্যগ্রন্থ ‘ডেথ অফ এ ন্যাচারালিস্ট’ প্রকাশিত হয় ১৯৬৬ সালে। নৈতিকতা, মানবিকতা আর ছন্দের মাধুর্য ছিল তার কবিতার অন্যতম দিক।

অনবদ্য সৃষ্টিকর্মের জন্য ১৯৯৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই কবি। হিনির জন্ম উত্তর আয়ারল্যান্ডের ডেরি কাউন্টিতে। পরিবারে নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।



সবাই ভালো থাকুন। সুন্দর থাকুন । জয় বাংলা । )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই কি থাইল্যান্ড গিয়া কবিতাটা লেখছিলেন নাকি?? ;) ;) :P :P

১৬ ই মে, ২০২১ রাত ২:৫৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.