নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষের এক এক হাতে পাঁচটি করে আঙ্গুল, পায়েও তেমনই। আঙ্গুলগুলোর নাম তো আমরা জানি-বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। ইংরেজিতে বললে- থাম্ব, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার ও লিটল ফিঙ্গার।
এখন, এই নামগুলো কী করে এলো? প্রথম আঙ্গুলটিকে বাংলায় বলে বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গলি। কেনো বলা হয়? এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। তবে ধারণা করা হয়, আঙ্গুলটি দেখতে বুড়োদের মতো বলেই এমন নাম দেয়া হয়েছে। ইংরেজিতে আঙ্গুলটিকে বলে থাম্ব।
দুই নম্বর আঙ্গুল, মানে ইনডেক্স ফিঙ্গারের নাম এসেছে ল্যাটিন শব্দ ‘ইন্ডিকেটাস’ থেকে। যার অর্থ নির্দেশ করা। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আপনি কোনো কিছু নির্দিষ্ট করে দেখাতে গেলে, এই আঙ্গুল দিয়েই দেখাতে হয়। সে জন্য এই আঙ্গুলকে ইংরেজিতে পয়েন্টার ফিঙ্গারও বলে। আরো বলে ফোরফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার।
পরের আঙ্গুলটার নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা কেনো রাখা হল, তা খুব সহজেই বোঝা যায়। এটি পাঁচটি আঙ্গুলের মধ্যে তিন নম্বর, মানে মাঝের আঙ্গুল বলেই এমন নাম রাখা হয়েছে।
চার নম্বর আঙ্গুলটি, যার নাম রিং ফিঙ্গার। সেটি কিন্তু খুবই বিখ্যাত। প্রাচ্যে মানে আমাদের এই অঞ্চলে আঙ্গুলটিকে ডাকা হতো নামহীন বলে। আমরা এখনো আঙ্গুলটিকে সেই নামেই ডাকি। ‘অনামিকা’ শব্দটি কিন্তু একটি সংস্কৃত শব্দ, অর্থ- নামহীন। আঙ্গুলটির চীনা নামটির অর্থও তাই। আবার, পশ্চিমের দেশগুলোতে আগে মনে করা হতো, এই আঙ্গুলটির কিছু জাদুকরী ক্ষমতা আছে। তারা মনে করত, আঙ্গুলটির সঙ্গে হৃদয়ের সরাসরি যোগ আছে। আর তাই তারা বিয়ে করার পর বিয়ের আংটি এই আঙ্গুলে পরত। এখন সেই রীতিটিই সারাবিশ্বে প্রচলিত হয়ে পড়েছে।
বিয়ের আংটি এই আঙ্গুলে পরে থাকেন। আর তাই রীতি অনুযায়ী আঙ্গুলটির নাম এখনো সেইটিই থেকে গেছে। আঙ্গুলটিকে এখন রিং ফিঙ্গার বলা হয়।
আর পাঁচ নম্বর আঙ্গুলটি, মানে হাতের একদম ছোট্ট আঙ্গুলটির নাম যে কনিষ্ঠা হবে এটাই তো স্বাভাবিক। ইংরেজিতেও এই আঙ্গুলকে বলা হয় লিটল ফিঙ্গার। অনেকে আবার আদর করে আঙ্গুলটিকে ফিঙ্গারও বলেন।
২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: নতুন কিছু জানলাম।
৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ডট কম ০০৯ বলেছেন: ami o janlam onamika mane namhin.dhonnobad
৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
রাইতের কইতর বলেছেন: জানলাম অনেক কিছুই,ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
শূন্যবতী বলেছেন: আঙ্গুলের নাম কেন স্ত্রী-বাচক হয়?? বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। জানা থাকলে জানাবেন প্লিজ।
'বাংলা শব্দের উৎস অভিধান' বইতে অনামিকা নামকরণের ইতিহাস আছে।
৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৮
আমিনুর রহমান বলেছেন:
রাজীব নুর সুত্রগুলো দিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো।
এর আগেও এই রকম একটা পোষ্ট ছিলো সামুতে
Click This Link
এবং একটা নিউজ পোর্টালে
Click This Link
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১
মাহতাব সমুদ্র বলেছেন: জানার আছে অনেক কিছু