নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অবাক করা মজার মজার সব ঘটনা

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

# আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার অফার পান!!

# পৃথিবীতে বছরে এরোপ্লেন দুর্ঘটনায় যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় গাধার আক্রমনে!!

# আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!

# ঘুম ভেঙ্গে যাবার ৫ মিনিট পর স্বপ্নের অর্ধেক স্মৃতি লোপ পায়। দশ মিনিট পর স্বপ্নের ৯০ ভাগ লোপ পায়। স্বপ্ন লিখে রাখুন যদি আপনি মনে রাখতে চান।

# ব্রাজিলে এক ধরনের প্রজাপতি পাওয়া যায় যাদের শরীরের রঙ ও গন্ধ হুবহু চকোলেটের মত!!

#কুমির চিবোতে পারে না!! শিকারকে ধরার পর সরাসরি গিলে ফেলে!!

# একটা আজব তথ্য দেই এখন, হিটলারের জন্মের পূর্বে উনার মা Abortion এর সিদ্ধান্ত নিয়েছিলেন!! কিন্তু, শারীরিক ত্রুটির কারনে ডাক্তাররা রাজি হন নি!!

# পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগই পানিতে বাস করে (সমুদ্রে)!!

# আপনি কি জানেন, ম্যাচ আবিষ্কারের বহু পূর্বেই লাইটার আবিষ্কার হয়েছিলো??

# একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!

# কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

# ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!!



( সংগ্রহ )

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ রোজনামচা
পড়ে ভাল লাগল
শুভেচ্ছা থাকল

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

মাহী ফ্লোরা বলেছেন: হু

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭

জিনিয়াস০০০ বলেছেন: অসাধারণ! ভালো লাগলো।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: # পৃথিবীতে বছরে এরোপ্লেন দুর্ঘটনায় যত লোক মারা যায় তার চেয়ে বেশি মারা যায় গাধার আক্রমনে!!

এইটা অনেক আগের সময়ের কথা.... আর এইটা ঠিক না... কারন বিমান দুরঘটনার হিসাব আছে কিন্তু গাধার আক্রমনের হিসাব পাওয়া যাবে না...

এটা ফ্যাক্ট না... কথার কথা মাত্র... Click This Link

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন আপনি।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অথৈ সাগর বলেছেন:

ধন্যবাদ । এই জিবনে এখনও অনেক শেখার আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: মজাও পাইলাম এবং কিছু অবাকও হইলাম............

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

রাকীব হাসান বলেছেন: শেষের ঘটনায় একটু কনফিউশন আছে,
পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী "দ্যা রো" লম্বায় ২১০ ফুট আর ‘রিভার ডি’ হচ্ছে ৪৪০ ফুট !!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: হুম। সমস্যা কি??

৯| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

সাদা রং- বলেছেন: # কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

কথাটা যেন কী রকম মনে হচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ভুল আমার হতে পারে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.