নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি যদি উড়তে না পারেন তবে দৌড়ান

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

১। কান্না খুব স্বাভাবিক একটা বিষয় । অথচ মানুষ কাঁদতে ভয় পায় ।লজ্জা পায়। ভাবে, কান্না শুনে লোকে হাসবে ।

পিটার পার্ক নামে ষোল বছরের এক কিশোর আত্মহত্যা করার আগে, তার সুইসাইড নোটে লিখেছিল , "আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। মনে হচ্ছে কাঁদলেই পাশের ঘরে গ্র্যানি (দাদী) শুনে ফেলবে।

অথচ বার বার মনে হচ্ছে, কাঁদলে খানিকটা স্বস্তি পেতাম।"

আমরা মানুষ , তাই জীবনে অসংখ্য বার হতাশ হবো, কষ্ট পাবো। এটাই খুব স্বাভাবিক । কান্না, তীব্র কষ্ট অনেকটাই কমিয়ে দেয় ।

কান্না কোন লজ্জার বিষয় নয় , বরং যে কাঁদতে পারে সে অনেক কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে পারে । প্রয়োজনে প্রিয় জনের সামনে কাঁদো । চিৎকার করে কাঁদো। সব যন্ত্রণা চোখের জলে ধুয়ে দাও । কোন দিন কান্না চেপে রেখ না । এই কান্নাই তোমাকে নতুন করে হাসার প্রেরণা যোগাবে।



২। বুড়ো:" জানিনা।...

যুবক:" কিন্তু আপনার হাতে তো ঘড়ি আছে। প্লিজ বলেন না।

বুড়ো:" না। আমি বলবো না।

যুবক:" কিন্তু কেনো?

বুড়ো:"কারণ, আমি সময় বললে তুমি থেঙ্কস বলবা। তারপর নাম বলবা তারপর আমার নাম জিজ্ঞেস করবা। তারপর কি কাজ করো তা বলবা আমার কথা জিজ্ঞেস করবা। তারপর আমাদের জানাশোনা হবে এখানে গল্প করতে থাকবো। তারপর ট্রেন আসলে তুমি আমার পাশের সিটে বসবা। তারপর আমি যেই স্টেশনে নামবো তুমিও নামবা। আমার একটা সুন্দরী মেয়ে আছে। যে আমাকে স্টেশন নিতে আসবে অবশ্যই তুমি তাকে দেখবে।

আমার মেয়েও তোমাকে দেখবে যদি দুজন দুজনকে পছন্দ করো তাহলে প্রেম করবা। তারপর বিয়ে করার জন্য অনুরোধ করবা। তাই আমাকে মাফ করো ভাই। আমি তোমাকে সময় বলতে পারবোনা।

কারণ, আমি এমন কাঙ্গাল মেয়ের জামাই চাইনা। যার হাতে সময় দেখার মতো একটা ঘড়ি পর্যন্ত নাই।"



৩। এক চোর গভীর রাতে এক বাড়িতে চুরি করতে গেলো...

ওখানে আলমারি খুলতে গিয়ে দেখরো দরজার একপাশে নিচে লেখা...

"এই বাটন টিপলে আলমারি খুলে যাবে।" চোর যখনি বাটনটা টিপল...

তখনি সাইরেন বাজল... আর পুলিশ এসে চোরকে ধরে নিয়ে গেল।



যাওয়ার সময় চোরটা বলতে লাগলো, "দুনিয়া থেকে মনুষ্যত্ব উঠে গেছে... কাউকে বিশ্বাস করা যায় না !!!!!"



৪। আপনি যদি উড়তে না পারেন তবে দৌড়ান,

যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন,

যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন।

যদি হামাগুড়ি দিতে না পারেন,

তবে অন্তত মনের জোরে সামনে আগানর চেষ্টা করুন ।

যেভাবেই সম্ভব হয়, সামনে আগানো অব্যাহত রাখুন।

থেমে যাওয়া কোন জীবনের অর্থ হতে পারে না ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

Kawsar Siddiqui বলেছেন: আমি কাদঁতে পারি না । এইটা কি কোন সমস্যা ?
:-/ :-/ :-/ :(( :(( :(( :(( :(( :((

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: কিছুটা সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.